রায়গঞ্জ, 28 জুলাই : মুখে মাস্ক নেই অনেকেরই । আর তার সঙ্গে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব । এভাবেই চলছে হাট । এই ছবি দেখা গেল রায়গঞ্জের চাকুলিয়া ব্লকের জনতা হাটে ।
সপ্তাহের একদিন করেই এখানে হাট বসে । দূরদূরান্ত থেকে কেনাবেচা করতে অনেকে সেখানে আসেন । কোরোনা পরিস্থিতিতেও বিশেষ কোনও প্রভাব পড়েনি জনতা হাটে । লকডাউনের আগের মতোই গায়ে গা ঘেঁষে বিকিকিনি চলছে হাটে । স্বাস্থ্যবিধি মানছে না কেউই ।
জেলায় কোরোনা সংক্রমণ ক্রমশই বাড়ছে । জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 967 । কোরোনা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 527 জন । 6 কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ।