রায়গঞ্জে খালে ভেসে উঠল সদ্যোজাতর দেহ - New Born
রায়গঞ্জে খাল থেকে উদ্ধার সদ্যোজাতর দেহ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ ।
![রায়গঞ্জে খালে ভেসে উঠল সদ্যোজাতর দেহ](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3887431-thumbnail-3x2-death.jpg?imwidth=3840)
ফাইল ফোটো
রায়গঞ্জ, ১৯ জুলাই : রায়গঞ্জে খাল থেকে উদ্ধার সদ্যোজাতর দেহ ৷ আজ সকালে গোরু চড়াতে এসে কুলিক নদীর ধারে একটি খালে দেহটি দেখেন এলাকার এক ব্যক্তি ৷
আশপাশের বাসিন্দাদের ডাকলে তাঁরাই পুলিশে খবর দেন ৷ পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ ।
বেশ কিছুদিন ধরেই উত্তর দিনাজপুরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ রায়গঞ্জসহ বেশ কয়েকটি এলাকা এখনও জলমগ্ন ৷ তারমধ্যে আজ খালের জমা জলে ভাসতে দেখা যায় দেহটি ৷
Intro:রায়গঞ্জ, ১৯ জুলাই, প্রসুন মৈত্র: বন্যার জলে ভেসে উঠল এক সদ্যোজাত শিশুর মৃতদেহ। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের শক্তিনগর এলাকায় কুলিক নদীর খালে। সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থল থেকে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
রায়গঞ্জ শহরের শক্তিনগর এলাকায় কুলিক নদীর ধারে গরু চড়াতে গিয়ে স্থানীয় বাসিন্দারা নদীর ধারে বন্যার জমা জলে এক সদ্যোজাত শিশুর মৃতদেহ ভাসতে দেখেন। সাথে সাথে খবর দেওয়া হয় রায়গঞ্জ থানার পুলিশকে। স্থানীয় বাসিন্দাদের অনুমান বন্যার জলে ভেসে এসেছে ওই সদ্যোজাত শিশুর মৃতদেহ। সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
বাইট ১) দামোদর মাহাতো ( স্থানীয় বাসিন্দা)Body:abcdConclusion:Abcd
রায়গঞ্জ শহরের শক্তিনগর এলাকায় কুলিক নদীর ধারে গরু চড়াতে গিয়ে স্থানীয় বাসিন্দারা নদীর ধারে বন্যার জমা জলে এক সদ্যোজাত শিশুর মৃতদেহ ভাসতে দেখেন। সাথে সাথে খবর দেওয়া হয় রায়গঞ্জ থানার পুলিশকে। স্থানীয় বাসিন্দাদের অনুমান বন্যার জলে ভেসে এসেছে ওই সদ্যোজাত শিশুর মৃতদেহ। সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
বাইট ১) দামোদর মাহাতো ( স্থানীয় বাসিন্দা)Body:abcdConclusion:Abcd