ETV Bharat / state

এলাকায় পরোপকারী হিসেবে পরিচিত ছিলেন অনুুপ - উত্তর দিনাজপুরের BJP-র খবর

প্রতিবেশীদের কথায়, কোনওদিনও অনুপের মধ্যে তাঁরা কোনও খারাপ লক্ষণ দেখেননি । পরোপোকারী ছেলে । উৎকৃষ্ট খেলোয়াড় । এটাই ছিল এলাকায় তাঁর পরিচয় ।

অনুপ রায়
অনুপ রায়
author img

By

Published : Sep 3, 2020, 10:41 PM IST

রায়গঞ্জ, 3 সেপ্টেম্বর : অভিযোগ উঠছে, পুলিশি হেপাজতে মৃত্যু হয়েছে অনুপ রায়ের । পুলিশ বলছে, সে অভিযুক্ত । জাতীয় সড়কের উপর ছিনতাইবাজদের যে চক্র সক্রিয় ছিল, তার সঙ্গে অনুপের যোগ ছিল বলে দাবি করেছে পুলিশ । অথচ, উত্তর দিনাজপুরের নন্দনগ্রামের প্রতিবেশীরা তাঁকে একজন ভালো ছেলে বলে পরিচয় দিচ্ছেন ।

প্রতিবেশীদের কথায়, কোনওদিন অনুপের মধ্যে তাঁরা কোনও খারাপ লক্ষণ দেখেননি । পরোপোকারী ছেলে । উৎকৃষ্ট খেলোয়াড় । এটাই ছিল এলাকায় তাঁর পরিচয় । এলাকায় কেউ কোনও অসুবিধায় পড়লে নিজে থেকেই সাহায্যের জন্য পৌঁছে যেতেন অনুপ ।

অনুপের প্রতিবেশী মাধবী বৈশ্য বলেন, "গতকাল শোনার পর থেকে আর খাওয়া-দাওয়া হয়নি । অনুপ অত্যন্ত ভালো ছেলে ছিল । পাড়ায় যে কোনও মানুষের দরকারে এগিয়ে আসত ।"

কী বলছেন অনুপ রায়ের প্রতিবেশীরা ?

অন্য এক প্রতিবেশী স্বপন রায় বলেন, "আমাদের এলাকার ছেলে অনুপ । অত্যন্ত ভালো ছেলে ছিল সে । খেলাধুলোর সঙ্গে যুক্ত ছিল । তবে তার কোনও অপরাধের সঙ্গে যোগসাজশ ছিল বলে আমাদের জানা নেই ।"

Anup Roy died in Police Custody
বাড়িতে একাধিক মেডেল রয়েছে অনুপের নামে

আরও পড়ুন : পুলিশি হেপাজতে BJP কর্মীর মৃত্যুর অভিযোগ রায়গঞ্জে, রাতেই ময়নাতদন্ত!

কিছুদিন আগেই গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন বছর 24-এর অনুপ । অভিযোগ, তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী ও এক পুলিশকর্মী গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে তুলে নিয়ে যায় তাঁকে । তুলে নিয়ে গিয়ে তাঁকে মারধর করার কারণেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন BJP জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি । যদিও এমন অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে পুলিশ ।

পুলিশের বক্তব্য, মৃত BJP কর্মী অনুপ রায় জাতীয় সড়কে ছিনতাইবাজ দলের সঙ্গে যুক্ত ছিল । ওই দলের চারজনকে গ্রেপ্তার করার পর তারা জেরায় অনুপের নাম বলেছিল বলেও জানিয়েছেন পুলিশ আধিকারিকরা । রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার জানিয়েছেন, "অনুপকে গ্রেপ্তার করার পর তাঁর শরীর খারাপ হওয়ায় হাসপাতালে ভরতি করা হয় । সেখানেই তাঁর মৃত্যু হয় ।"

Anup Roy died in Police Custody
ছেলের মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছেন অনুপের মা

আরও পড়ুন : রায়গঞ্জ পুলিশ জেলার সুপারের নামে ভুয়ো অ্যাকাউন্ট, টাকা আদায়ের চেষ্টা

রায়গঞ্জ, 3 সেপ্টেম্বর : অভিযোগ উঠছে, পুলিশি হেপাজতে মৃত্যু হয়েছে অনুপ রায়ের । পুলিশ বলছে, সে অভিযুক্ত । জাতীয় সড়কের উপর ছিনতাইবাজদের যে চক্র সক্রিয় ছিল, তার সঙ্গে অনুপের যোগ ছিল বলে দাবি করেছে পুলিশ । অথচ, উত্তর দিনাজপুরের নন্দনগ্রামের প্রতিবেশীরা তাঁকে একজন ভালো ছেলে বলে পরিচয় দিচ্ছেন ।

প্রতিবেশীদের কথায়, কোনওদিন অনুপের মধ্যে তাঁরা কোনও খারাপ লক্ষণ দেখেননি । পরোপোকারী ছেলে । উৎকৃষ্ট খেলোয়াড় । এটাই ছিল এলাকায় তাঁর পরিচয় । এলাকায় কেউ কোনও অসুবিধায় পড়লে নিজে থেকেই সাহায্যের জন্য পৌঁছে যেতেন অনুপ ।

অনুপের প্রতিবেশী মাধবী বৈশ্য বলেন, "গতকাল শোনার পর থেকে আর খাওয়া-দাওয়া হয়নি । অনুপ অত্যন্ত ভালো ছেলে ছিল । পাড়ায় যে কোনও মানুষের দরকারে এগিয়ে আসত ।"

কী বলছেন অনুপ রায়ের প্রতিবেশীরা ?

অন্য এক প্রতিবেশী স্বপন রায় বলেন, "আমাদের এলাকার ছেলে অনুপ । অত্যন্ত ভালো ছেলে ছিল সে । খেলাধুলোর সঙ্গে যুক্ত ছিল । তবে তার কোনও অপরাধের সঙ্গে যোগসাজশ ছিল বলে আমাদের জানা নেই ।"

Anup Roy died in Police Custody
বাড়িতে একাধিক মেডেল রয়েছে অনুপের নামে

আরও পড়ুন : পুলিশি হেপাজতে BJP কর্মীর মৃত্যুর অভিযোগ রায়গঞ্জে, রাতেই ময়নাতদন্ত!

কিছুদিন আগেই গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন বছর 24-এর অনুপ । অভিযোগ, তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী ও এক পুলিশকর্মী গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে তুলে নিয়ে যায় তাঁকে । তুলে নিয়ে গিয়ে তাঁকে মারধর করার কারণেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন BJP জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি । যদিও এমন অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে পুলিশ ।

পুলিশের বক্তব্য, মৃত BJP কর্মী অনুপ রায় জাতীয় সড়কে ছিনতাইবাজ দলের সঙ্গে যুক্ত ছিল । ওই দলের চারজনকে গ্রেপ্তার করার পর তারা জেরায় অনুপের নাম বলেছিল বলেও জানিয়েছেন পুলিশ আধিকারিকরা । রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার জানিয়েছেন, "অনুপকে গ্রেপ্তার করার পর তাঁর শরীর খারাপ হওয়ায় হাসপাতালে ভরতি করা হয় । সেখানেই তাঁর মৃত্যু হয় ।"

Anup Roy died in Police Custody
ছেলের মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছেন অনুপের মা

আরও পড়ুন : রায়গঞ্জ পুলিশ জেলার সুপারের নামে ভুয়ো অ্যাকাউন্ট, টাকা আদায়ের চেষ্টা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.