ETV Bharat / state

Naushad Siddiqui: অনুব্রতর মতো নেতারা নন, বাংলার আদর্শ মোশারফ-অনুজরা; মন্তব্য নওশাদের - আইএসএফ

Naushad Siddiqui Meets Chandrayaan 3 Mission Scientist's Mother: দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের বিধায়ক আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী শনিবার উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরের আশ্রমপাড়ায় বিজ্ঞানী অনুজ নন্দীর বাড়িতে যান ৷ তাঁর মায়ের সঙ্গে দেখা করে কথা বলেন নওশাদ ৷ অনুজ চন্দ্রযান-3 মিশনের সঙ্গে যুক্ত ৷

Naushad Siddiqui
ইসরোর বিজ্ঞানী অনুজ ধরের বাড়িতে বিধায়ক নওশাদ সিদ্দিকী
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 7:43 PM IST

ইসরোর বিজ্ঞানী অনুজ ধরের বাড়িতে বিধায়ক নওশাদ সিদ্দিকী

রায়গঞ্জ, 26 অগস্ট: চন্দ্রযান-3 মিশনে যে বাঙালি বিজ্ঞানীরা অংশ নিয়েছেন, তাঁরাই এই পশ্চিমবঙ্গের আদর্শ ৷ অনুব্রত মণ্ডলের মতো নেতারা কখনও এই রাজ্য়ের আদর্শ হতে পারেন না ৷ শনিবার এমনই মন্তব্য করেছেন দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের বিধায়ক আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী ৷

তিনি বলেন, "বাংলায় অনুব্রত মণ্ডল মডেল (আদর্শ) নয়, বীরভূমের মোশারফ মডেল । দিনাজপুরের অনুজ নন্দী মডেল ৷ আমাদের মতো কোনও এইট পাস নেতা মডেল নয় ।"

উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরের আশ্রমপাড়ায় বাড়ি অনুজ নন্দীর ৷ এ দিন তাঁর বাড়িতে হাজির হয়েছিলেন নওশাদ সিদ্দিকী ৷ স্বাভাবিকভাবে অনুজ বাড়িতে নেই ৷ তবে তাঁর মা আছেন ৷ পরিবারের অন্য সদস্যরা আছেন ৷ অনুজের মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা করেন নওশাদ ৷ তার পরই তিনি ওই মন্তব্য করেন ৷

একই সঙ্গে তিনি বলেন, "খবর পেয়ে এসেছি । তার মায়ের সঙ্গে কথা বললাম । আমরা গর্বিত যে বাংলার এই ছেলেরা দেশের জন্য এত বড় কর্মকাণ্ডে জড়িত রয়েছেন । তাঁর গর্ভধারিণী মায়ের আশীর্বাদ আমরাও নিলাম, যাতে আমরাও দেশের জন্য কাজ করতে পারি । দেশের ওপরে তো আর কিছু নেই ।’’

বাংলার এই কৃতী সন্তানদের সামনে রেখে আগামী প্রজন্মকে ভালো কাজের জন্য উৎসাহিত করা উচিত বলেও মনে করেন রাজ্য রাজনীতির এই তরুণ তুর্কি ৷ এই উদ্যোগ রাজ্য সরকারের নেওয়া উচিত বলেই তিনি মনে করেন ৷ সেই কথাই অনুজের বাড়ির সামনে দাঁড়িয়ে তিনি বললেন ৷

নওশাদ সিদ্দিকীর প্রস্তাব, ‘‘রাজ্য সরকারের উচিত এই সমস্ত গুণী মানুষদের বেশি করে প্রমোট করা । এবং তাদের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে সচেতনতামূলক শিবির করা, যাতে স্কুলে পড়া ছোট ছোট ছেলেমেয়েরাও অনুপ্রাণিত হয়ে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে ।"

উল্লেখ্য, এ দিন অনুজ নন্দীর বাড়িতে যাওয়া নওশাদের ঘোষিত কর্মসূচির মধ্যে ছিল না ৷ কথা ছিল তিনি শনিবার ইসলামপুরের আলুয়াবাড়ি রোড স্টেশনে নেমে চোপড়ায় যাবেন ৷ কিন্তু তার বদলে তিনি চলে আশ্রমপাড়ায় অনুজ নন্দীর বাড়িতে ৷ পরে অবশ্য চোপড়ায় যাওয়ার কারণও প্রকাশ্যে আনেন নওশাদ সিদ্দিকী ৷

তিনি বলেন, "কোনও রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য নয়, চোপড়ায় চা-বাগানের আদিবাসী শ্রমিকদের জমি নিয়ে একটি সমস্যা চলছে । তাদের ওপরে গুলি চালানো হয়েছে, বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে । গোটা বাংলাজুড়ে যেভাবে আদিবাসীদের উচ্ছেদ করার চেষ্টা চলছে মূলত চা-বাগানগুলোতে, সেই কারণেই তাদের সঙ্গে কথা বলতে এসেছি ।’’

নওশাদ আরও বলেন, ‘‘আমি চোপড়ায় যাব শ্রমিকদের সঙ্গে কথা বলবো । আসল ঘটনাটা কী হয়েছে সেটা জানবো । এবং প্রশাসনের সঙ্গেও কথা বলব । সেই কারণেই আমার এই জেলায় আসা ।" এরপর তিনি চোপড়ার উদ্দেশে রওনা দেন ।

আরও পড়ুন: 'ওর কাজের এত চাপ বহুদিন কথাই হয় না', টিভিতে ছেলের সাফল্য দেখে আপ্লুত ইসলামপুরের বিজ্ঞানীর মা

ইসরোর বিজ্ঞানী অনুজ ধরের বাড়িতে বিধায়ক নওশাদ সিদ্দিকী

রায়গঞ্জ, 26 অগস্ট: চন্দ্রযান-3 মিশনে যে বাঙালি বিজ্ঞানীরা অংশ নিয়েছেন, তাঁরাই এই পশ্চিমবঙ্গের আদর্শ ৷ অনুব্রত মণ্ডলের মতো নেতারা কখনও এই রাজ্য়ের আদর্শ হতে পারেন না ৷ শনিবার এমনই মন্তব্য করেছেন দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের বিধায়ক আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী ৷

তিনি বলেন, "বাংলায় অনুব্রত মণ্ডল মডেল (আদর্শ) নয়, বীরভূমের মোশারফ মডেল । দিনাজপুরের অনুজ নন্দী মডেল ৷ আমাদের মতো কোনও এইট পাস নেতা মডেল নয় ।"

উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরের আশ্রমপাড়ায় বাড়ি অনুজ নন্দীর ৷ এ দিন তাঁর বাড়িতে হাজির হয়েছিলেন নওশাদ সিদ্দিকী ৷ স্বাভাবিকভাবে অনুজ বাড়িতে নেই ৷ তবে তাঁর মা আছেন ৷ পরিবারের অন্য সদস্যরা আছেন ৷ অনুজের মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা করেন নওশাদ ৷ তার পরই তিনি ওই মন্তব্য করেন ৷

একই সঙ্গে তিনি বলেন, "খবর পেয়ে এসেছি । তার মায়ের সঙ্গে কথা বললাম । আমরা গর্বিত যে বাংলার এই ছেলেরা দেশের জন্য এত বড় কর্মকাণ্ডে জড়িত রয়েছেন । তাঁর গর্ভধারিণী মায়ের আশীর্বাদ আমরাও নিলাম, যাতে আমরাও দেশের জন্য কাজ করতে পারি । দেশের ওপরে তো আর কিছু নেই ।’’

বাংলার এই কৃতী সন্তানদের সামনে রেখে আগামী প্রজন্মকে ভালো কাজের জন্য উৎসাহিত করা উচিত বলেও মনে করেন রাজ্য রাজনীতির এই তরুণ তুর্কি ৷ এই উদ্যোগ রাজ্য সরকারের নেওয়া উচিত বলেই তিনি মনে করেন ৷ সেই কথাই অনুজের বাড়ির সামনে দাঁড়িয়ে তিনি বললেন ৷

নওশাদ সিদ্দিকীর প্রস্তাব, ‘‘রাজ্য সরকারের উচিত এই সমস্ত গুণী মানুষদের বেশি করে প্রমোট করা । এবং তাদের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে সচেতনতামূলক শিবির করা, যাতে স্কুলে পড়া ছোট ছোট ছেলেমেয়েরাও অনুপ্রাণিত হয়ে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে ।"

উল্লেখ্য, এ দিন অনুজ নন্দীর বাড়িতে যাওয়া নওশাদের ঘোষিত কর্মসূচির মধ্যে ছিল না ৷ কথা ছিল তিনি শনিবার ইসলামপুরের আলুয়াবাড়ি রোড স্টেশনে নেমে চোপড়ায় যাবেন ৷ কিন্তু তার বদলে তিনি চলে আশ্রমপাড়ায় অনুজ নন্দীর বাড়িতে ৷ পরে অবশ্য চোপড়ায় যাওয়ার কারণও প্রকাশ্যে আনেন নওশাদ সিদ্দিকী ৷

তিনি বলেন, "কোনও রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য নয়, চোপড়ায় চা-বাগানের আদিবাসী শ্রমিকদের জমি নিয়ে একটি সমস্যা চলছে । তাদের ওপরে গুলি চালানো হয়েছে, বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে । গোটা বাংলাজুড়ে যেভাবে আদিবাসীদের উচ্ছেদ করার চেষ্টা চলছে মূলত চা-বাগানগুলোতে, সেই কারণেই তাদের সঙ্গে কথা বলতে এসেছি ।’’

নওশাদ আরও বলেন, ‘‘আমি চোপড়ায় যাব শ্রমিকদের সঙ্গে কথা বলবো । আসল ঘটনাটা কী হয়েছে সেটা জানবো । এবং প্রশাসনের সঙ্গেও কথা বলব । সেই কারণেই আমার এই জেলায় আসা ।" এরপর তিনি চোপড়ার উদ্দেশে রওনা দেন ।

আরও পড়ুন: 'ওর কাজের এত চাপ বহুদিন কথাই হয় না', টিভিতে ছেলের সাফল্য দেখে আপ্লুত ইসলামপুরের বিজ্ঞানীর মা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.