ETV Bharat / state

পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে জাতীয় সড়ক অবরোধ আদিবাসীদের - আদিবাসী সিঙ্গেল অভিযান

আজ পুলিশের দুর্নীতিসহ পাঁচ দফা দাবি নিয়ে উত্তর দিনাজপুর ঝাড়খন্ড দিশম পার্টি ও আদিবাসী সিঙ্গেল অভিযানের শতাধিক কর্মী ও সমর্থকরা ইটাহার থানার বৈদরা চেকপোষ্ট এলাকার জাতীয় সডক অবরোধ করে ।

National Highway Blocked by tribal people in Raiganj
পুলিশের দুর্নীতির অভিযোগে জাতীয় সড়ক অবরোধ আদিবাসীর
author img

By

Published : Jul 25, 2020, 1:03 AM IST

রায়গঞ্জ, 24 জুলাই : আদিবাসী সম্প্রদায়ের পাঁচ দফা দাবিতে ইটাহার থানার বৈদরা চেকপোষ্টে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ ৷ ইটাহার থানার পুলিশের দুর্নীতির অভিযোগে এই বিক্ষোভে সামিল হন উত্তর দিনাজপুর ঝাড়খন্ড দিশম পার্টি ও আদিবাসী সিঙ্গেল অভিযান ।

আজ পুলিশের দুর্নীতিসহ পাঁচ দফা দাবি নিয়ে আদিবাসী দুটি সংগঠনের শতাধিক কর্মী ও সমর্থকরা ইটাহার থানার বৈদরা চেকপোষ্ট এলাকার জাতীয় সডক অবরোধ করেন । শতাধিক আদিবাসী মহিলা, পুরুষরা তির ধনুক লাঠি শোটা নিয়ে জাতীয় সড়কের উপর বাঁশ ফেলে বিক্ষোভ দেখান । দীর্ঘক্ষণ অবরোধের ফলে জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌছায় ইটাহার থানার পুলিশ ।

ঝারখন্ড দিশম পার্টির জেলা সম্পাদক দুর্গা মুর্মু বলেন ইটাহার ব্লকে মারনাই অঞ্চল ও জয়হাটে এলাকায় কিছু জমি আদিবাসী কিছু দুষ্কৃতীরা দখল করে রেখেছে । পুলিশকে দুষ্কৃতীদের নাম জানানো সত্বেও পুলিশ তাদের গ্রেপ্তারে পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ । পাশাপাশি তিনি আরও জানান, আমাদের আরও চারটি দাবি ছিল তা প্রশাসন কোন গুরুত্ব না দেওয়ায় আজকের এই রাস্তা অবরোধে সামিল হয়েছেন সবাই । এদিনের কর্মসূচিতে ছিলেন আদিবাসী সিঙ্গেল অভিযানের নেতা গোপাল টুডু ।

রায়গঞ্জ, 24 জুলাই : আদিবাসী সম্প্রদায়ের পাঁচ দফা দাবিতে ইটাহার থানার বৈদরা চেকপোষ্টে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ ৷ ইটাহার থানার পুলিশের দুর্নীতির অভিযোগে এই বিক্ষোভে সামিল হন উত্তর দিনাজপুর ঝাড়খন্ড দিশম পার্টি ও আদিবাসী সিঙ্গেল অভিযান ।

আজ পুলিশের দুর্নীতিসহ পাঁচ দফা দাবি নিয়ে আদিবাসী দুটি সংগঠনের শতাধিক কর্মী ও সমর্থকরা ইটাহার থানার বৈদরা চেকপোষ্ট এলাকার জাতীয় সডক অবরোধ করেন । শতাধিক আদিবাসী মহিলা, পুরুষরা তির ধনুক লাঠি শোটা নিয়ে জাতীয় সড়কের উপর বাঁশ ফেলে বিক্ষোভ দেখান । দীর্ঘক্ষণ অবরোধের ফলে জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌছায় ইটাহার থানার পুলিশ ।

ঝারখন্ড দিশম পার্টির জেলা সম্পাদক দুর্গা মুর্মু বলেন ইটাহার ব্লকে মারনাই অঞ্চল ও জয়হাটে এলাকায় কিছু জমি আদিবাসী কিছু দুষ্কৃতীরা দখল করে রেখেছে । পুলিশকে দুষ্কৃতীদের নাম জানানো সত্বেও পুলিশ তাদের গ্রেপ্তারে পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ । পাশাপাশি তিনি আরও জানান, আমাদের আরও চারটি দাবি ছিল তা প্রশাসন কোন গুরুত্ব না দেওয়ায় আজকের এই রাস্তা অবরোধে সামিল হয়েছেন সবাই । এদিনের কর্মসূচিতে ছিলেন আদিবাসী সিঙ্গেল অভিযানের নেতা গোপাল টুডু ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.