রায়গঞ্জ, 28 সেপ্টেম্বর : একের পর এক গণপিটুনির ঘটনা । এবার উত্তর দিনাজপুরের চোপড়া । গণপিটুনিতে মৃত্যু এক যুবকের । চোপড়া থানার মাঝিয়ালি গ্রামের ঘটনা । অভিযোগ, মৃত মহম্মদ আবুজ়ার গতকাল ছিনতাই করতে গিয়ে ধরা পড়ে । তারপরই আইন নিজেদের হাতে তুলে তাকে বেধড়ক মারধর করে এলাকাবাসী । পরে পুলিশ এলেও শেষরক্ষা হয়নি । ততক্ষণে মৃত্যু হয় আবুজ়ারের ।
চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মহম্মদ আবুজ়ার গতকাল মাঝিয়ালি গ্রামে সুনিল পাল নামে এক চা বাগানের মালিকের কাছ থেকে তিন লাখ টাকা নিয়ে চম্পট দিচ্ছিল বলে অভিযোগ ওঠে । তাকে ধরে টাকা নিয়ে নেওয়া হয় । তারপর চলে গণপিটুনি । পরে পুলিশ তার দেহ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় ।
এই নিয়ে গতকাল পর পর তিনটি গণপিটুনির ঘটনা সামনে আসে । দুর্গাপুরে এক যুবককে পিটিয়ে মেরে ফেলা হয় । তারপর পুরুলিয়ায় এক ব্যক্তি ও এক মহিলাকে ছেলেধরা সন্দেহে মারা হয় । তারপরই এই ঘটনা উত্তর দিনাজপুরে । চোপড়া এলাকায়ই এখন অনেকে বলছে, এভাবে চলতে থাকলে গুজবেও অনেকে মারা যেতে পারে । আর এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া কাম্য নয় ।