ETV Bharat / state

চোপড়ায় গণপিটুনিতে মৃত্যু যুবকের - চোপড়ায় গণপিটুনিতে মৃত্যু যুবকের

উত্তর দিনাজপুরের চোপড়ায় গণপিটুনিতে মৃত্যু যুবকের ।

মৃত আবুজ়ার
author img

By

Published : Sep 28, 2019, 12:35 PM IST

রায়গঞ্জ, 28 সেপ্টেম্বর : একের পর এক গণপিটুনির ঘটনা । এবার উত্তর দিনাজপুরের চোপড়া । গণপিটুনিতে মৃত্যু এক যুবকের । চোপড়া থানার মাঝিয়ালি গ্রামের ঘটনা । অভিযোগ, মৃত মহম্মদ আবুজ়ার গতকাল ছিনতাই করতে গিয়ে ধরা পড়ে । তারপরই আইন নিজেদের হাতে তুলে তাকে বেধড়ক মারধর করে এলাকাবাসী । পরে পুলিশ এলেও শেষরক্ষা হয়নি । ততক্ষণে মৃত্যু হয় আবুজ়ারের ।

চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মহম্মদ আবুজ়ার গতকাল মাঝিয়ালি গ্রামে সুনিল পাল নামে এক চা বাগানের মালিকের কাছ থেকে তিন লাখ টাকা নিয়ে চম্পট দিচ্ছিল বলে অভিযোগ ওঠে । তাকে ধরে টাকা নিয়ে নেওয়া হয় । তারপর চলে গণপিটুনি । পরে পুলিশ তার দেহ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় ।

এই নিয়ে গতকাল পর পর তিনটি গণপিটুনির ঘটনা সামনে আসে । দুর্গাপুরে এক যুবককে পিটিয়ে মেরে ফেলা হয় । তারপর পুরুলিয়ায় এক ব্যক্তি ও এক মহিলাকে ছেলেধরা সন্দেহে মারা হয় । তারপরই এই ঘটনা উত্তর দিনাজপুরে । চোপড়া এলাকায়ই এখন অনেকে বলছে, এভাবে চলতে থাকলে গুজবেও অনেকে মারা যেতে পারে । আর এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া কাম্য নয় ।

রায়গঞ্জ, 28 সেপ্টেম্বর : একের পর এক গণপিটুনির ঘটনা । এবার উত্তর দিনাজপুরের চোপড়া । গণপিটুনিতে মৃত্যু এক যুবকের । চোপড়া থানার মাঝিয়ালি গ্রামের ঘটনা । অভিযোগ, মৃত মহম্মদ আবুজ়ার গতকাল ছিনতাই করতে গিয়ে ধরা পড়ে । তারপরই আইন নিজেদের হাতে তুলে তাকে বেধড়ক মারধর করে এলাকাবাসী । পরে পুলিশ এলেও শেষরক্ষা হয়নি । ততক্ষণে মৃত্যু হয় আবুজ়ারের ।

চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মহম্মদ আবুজ়ার গতকাল মাঝিয়ালি গ্রামে সুনিল পাল নামে এক চা বাগানের মালিকের কাছ থেকে তিন লাখ টাকা নিয়ে চম্পট দিচ্ছিল বলে অভিযোগ ওঠে । তাকে ধরে টাকা নিয়ে নেওয়া হয় । তারপর চলে গণপিটুনি । পরে পুলিশ তার দেহ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় ।

এই নিয়ে গতকাল পর পর তিনটি গণপিটুনির ঘটনা সামনে আসে । দুর্গাপুরে এক যুবককে পিটিয়ে মেরে ফেলা হয় । তারপর পুরুলিয়ায় এক ব্যক্তি ও এক মহিলাকে ছেলেধরা সন্দেহে মারা হয় । তারপরই এই ঘটনা উত্তর দিনাজপুরে । চোপড়া এলাকায়ই এখন অনেকে বলছে, এভাবে চলতে থাকলে গুজবেও অনেকে মারা যেতে পারে । আর এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া কাম্য নয় ।

Intro:রায়গঞ্জ, ২৭ সেপ্টেম্বর, প্রসুন মৈত্র: টাকা ছিনতাই করতে গিয়ে গনপিটুনিতে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে চোপড়া থানার মাঝিয়ালি গ্রামে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। পুলিশসূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম মহম্মদ আবুজার, বাড়ি চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের মুখদুমগাছ গ্রামে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আশা হয়েছে।

স্থানীয়সূত্রে জানা গিয়েছে, চোপড়া থানার মাঝিয়ালি গ্রামের বাসিন্দা সুনিল পাল নামে এক চা বাগানের মালিক ৩ লক্ষ্য টাকা নিয়ে যাচ্ছিল। সুনিলবাবু টাকা নিয়ে যাওয়ার পথে মহম্মদ আবুজার সুনিলবাবুর পথ আটকে ৩ লক্ষ্য টাকা ছিনতাই করে পালিয়ে যায়। সুনিলবাবুর চিৎকার শুনে আশপাশ থেকে লোক ছুটে আসলে ওই যুবকরে ধরে ফেলে। শুরু হয় গনপিটুনি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। ওই গনপিটুনিতে মৃত্যু হয় ছিনতাইকারী মহম্মদ আবুজার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পুজো আগে এই ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।Body:AbcdConclusion:Abcd
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.