ETV Bharat / state

Raiganj Bridge over Kulik River: ইটিভি ভারতের খবরের জের, কুলিক নদীর ওপর নির্মিয়মাণ সেতু পরিদর্শনে রায়গঞ্জের বিধায়ক - Kulik River

2013 সাল থেকে থমকে রয়েছে কুলিক নদীর ওপর নির্মিয়মাণ সেতুর কাজ ৷ ইটিভি ভারতে প্রকাশিত হয়েছিল সেই খবর ৷ এরপরেই সেখানে গেলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Raiganj MLA Krishna Kalyani) ৷

MLA inspects construction work of Raiganj Flyover
MLA inspects construction work of Raiganj Flyover
author img

By

Published : Dec 13, 2022, 7:55 PM IST

কুলিক নদীর ওপর নির্মিয়মাণ সেতু পরিদর্শনে রায়গঞ্জের বিধায়ক

রায়গঞ্জ, 13 ডিসেম্বর: এক এক করে কেটেছে নয় বছর ৷ 2013 সাল থেকে থমকে কুলিক নদীর ওপর নির্মিয়মাণ সেতুর কাজ ৷ সেই খবর প্রকাশিত হয়েছিল ইটিভি ভারতে ৷ তারপরেই সেতু নির্মাণের কাজ পরিদর্শনে গেলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী (MLA inspects construction work) ৷ দ্রুত সেই কাজ সম্পূর্ণ করার আশ্বাস দিয়েছেন তিনি।

সেতুর 80 শতাংশ কাজও প্রায় শেষ ৷ কিন্তু, তারপরেই হঠাৎ থমকে যায় কাজের গতি ৷ বর্তমানে অর্ধসমাপ্ত হয়ে পড়ে রয়েছে রায়গঞ্জ ব্লকের গৌরি গ্রাম পঞ্চায়েত এলাকায় কুলিক নদীর (Kulik River) উপর তৈরি হওয়া সেতুটি ৷ 2013 সালে শুরু হওয়া সেতুর কাজ বর্তমানে বন্ধ ৷ ফলে সেতুর ধার ঘেঁষে বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করছেন গ্রামবাসীরা ৷

রায়গঞ্জ ব্লকের গৌরী পঞ্চায়েতের অন্তর্গত পাড়ারপুকুর গ্রামের উপর দিয়ে গিয়েছে কুলিক নদী ৷ গৌরী, বাহিন ও মাড়াইকুরা এই 3টি পঞ্চায়েতের একাধিক গ্রাম রয়েছে নদীর দুই পাড়ে ৷ সেখানকার কয়েক হাজার মানুষকে প্রতিদিন এই নদী পারাপার করতে হয় ৷ পাশাপাশি, সংলগ্ন বিহারের একাংশ মানুষও এই নদী পারাপার করেন বাঁশের সাঁকো দিয়ে ৷ ফলে নদীর উপরে স্থায়ী সেতুর দাবি তোলেন ওই তিন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা ৷

আরও পড়ুন: 2013 সাল থেকে থমকে কুলিক নদীর উপর নির্মিয়মাণ সেতুর কাজ

স্থানীয় সূত্রের খবর, 2013 সালে বিএডিপি ফান্ডে এই সেতুর কাজ শুরু হয়েছিল ৷ যার শিলান্যাস করেছিলেন তৎকালীন সাংসদ দীপা দাশমুন্সি ৷ তারপর জোর কদমে কাজ শুরু হয় ৷ প্রায় অধিকাংশ কাজ হয়ে যাওয়ার পর তা বন্ধ হয়ে যায় ৷ নদীর উপরে পিলার তোলার কাজ শেষ ৷ এমনকি একাংশে গার্ডার বসানো হয়ে গিয়েছে ৷ কিন্তু হঠাৎই কাজ থেমে যায় বলে অভিযোগ গ্রামবাসীদের ৷ তাঁরা জানান, সেতুটি সম্পূর্ণ না হওয়ায় বর্তমানে চূড়ান্ত দুর্ভোগ পোহাতে হচ্ছে ৷ বছরের বাকি সময়ে যেমন-তেমন করে চালিয়ে নিলেও বর্ষাকালে মারাত্মক পরিস্থিতি তৈরি হয় ৷ নৌকো করে পারাপার হতে গিয়ে দুর্ঘটনা ঘটে যায় বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা ৷

কুলিক নদীর ওপর নির্মিয়মাণ সেতু পরিদর্শনে রায়গঞ্জের বিধায়ক

রায়গঞ্জ, 13 ডিসেম্বর: এক এক করে কেটেছে নয় বছর ৷ 2013 সাল থেকে থমকে কুলিক নদীর ওপর নির্মিয়মাণ সেতুর কাজ ৷ সেই খবর প্রকাশিত হয়েছিল ইটিভি ভারতে ৷ তারপরেই সেতু নির্মাণের কাজ পরিদর্শনে গেলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী (MLA inspects construction work) ৷ দ্রুত সেই কাজ সম্পূর্ণ করার আশ্বাস দিয়েছেন তিনি।

সেতুর 80 শতাংশ কাজও প্রায় শেষ ৷ কিন্তু, তারপরেই হঠাৎ থমকে যায় কাজের গতি ৷ বর্তমানে অর্ধসমাপ্ত হয়ে পড়ে রয়েছে রায়গঞ্জ ব্লকের গৌরি গ্রাম পঞ্চায়েত এলাকায় কুলিক নদীর (Kulik River) উপর তৈরি হওয়া সেতুটি ৷ 2013 সালে শুরু হওয়া সেতুর কাজ বর্তমানে বন্ধ ৷ ফলে সেতুর ধার ঘেঁষে বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করছেন গ্রামবাসীরা ৷

রায়গঞ্জ ব্লকের গৌরী পঞ্চায়েতের অন্তর্গত পাড়ারপুকুর গ্রামের উপর দিয়ে গিয়েছে কুলিক নদী ৷ গৌরী, বাহিন ও মাড়াইকুরা এই 3টি পঞ্চায়েতের একাধিক গ্রাম রয়েছে নদীর দুই পাড়ে ৷ সেখানকার কয়েক হাজার মানুষকে প্রতিদিন এই নদী পারাপার করতে হয় ৷ পাশাপাশি, সংলগ্ন বিহারের একাংশ মানুষও এই নদী পারাপার করেন বাঁশের সাঁকো দিয়ে ৷ ফলে নদীর উপরে স্থায়ী সেতুর দাবি তোলেন ওই তিন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা ৷

আরও পড়ুন: 2013 সাল থেকে থমকে কুলিক নদীর উপর নির্মিয়মাণ সেতুর কাজ

স্থানীয় সূত্রের খবর, 2013 সালে বিএডিপি ফান্ডে এই সেতুর কাজ শুরু হয়েছিল ৷ যার শিলান্যাস করেছিলেন তৎকালীন সাংসদ দীপা দাশমুন্সি ৷ তারপর জোর কদমে কাজ শুরু হয় ৷ প্রায় অধিকাংশ কাজ হয়ে যাওয়ার পর তা বন্ধ হয়ে যায় ৷ নদীর উপরে পিলার তোলার কাজ শেষ ৷ এমনকি একাংশে গার্ডার বসানো হয়ে গিয়েছে ৷ কিন্তু হঠাৎই কাজ থেমে যায় বলে অভিযোগ গ্রামবাসীদের ৷ তাঁরা জানান, সেতুটি সম্পূর্ণ না হওয়ায় বর্তমানে চূড়ান্ত দুর্ভোগ পোহাতে হচ্ছে ৷ বছরের বাকি সময়ে যেমন-তেমন করে চালিয়ে নিলেও বর্ষাকালে মারাত্মক পরিস্থিতি তৈরি হয় ৷ নৌকো করে পারাপার হতে গিয়ে দুর্ঘটনা ঘটে যায় বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.