ETV Bharat / state

মাটিতে ঠেকে হাঁটু, গলায় ফাঁস ; ইসলামপুরে স্থানীয় তৃণমূল নেতার মৃতদেহ উদ্ধার - tmc leader death at islampur

মামনি সরকারের অভিযোগ, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাঁর স্বামীকে ৷ তাঁর কথায়, "এর আগেও আমার স্বামীর উপর হামলা হয়েছে ৷ একাধিকবার ৷ দুষ্কৃতীরা ওকে খুন করেছে ৷ কে বা কারা করেছে তা আমি জানি না ৷ কিন্তু, খুন হয়েছে এবিষয়ে আমি নিশ্চিত ৷ পুলিশ তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করুক ৷"

কৃপা পোদ্দার
author img

By

Published : Aug 9, 2019, 12:13 PM IST

রায়গঞ্জ, 9 অগাস্ট : স্থানীয় তৃণমূল নেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ৷ উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার মিলনপল্লি এলাকার ঘটনা ৷ মৃতের নাম কৃপা পোদ্দার ( 49) ৷ আজ সকালে নিজেরই নির্মীয়মাণ বাড়ির বাইরে থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয় ৷ মৃতের স্ত্রী মামনি সরকার উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য ৷ তিনি বলেন, "খুন করা হয়েছে আমার স্বামীকে ৷"

উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের নন্দঝাড় এলাকায় বাড়ি কৃপা পোদ্দারের । সম্প্রতি ইসলামপুরের মিলনপল্লিতে তাঁরা নতুন একটি বাড়ি তৈরি করেছিলেন ৷ গতরাতে সেই বাড়িতে গিয়েছিলেন কৃপাবাবু ৷ কিন্তু, সেখান থেকে গোয়ালপোখরের নন্দঝাড়ের বাড়িতে আর ফেরেননি ৷ আজ সকালে নির্মীয়মাণ বাড়ির সামনেই তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায় এলাকার লোকজন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে ইসলামপুর থানার পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷

মামনি সরকারের অভিযোগ, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাঁর স্বামীকে ৷ তাঁর কথায়, "এর আগেও আমার স্বামীর উপর হামলা হয়েছে ৷ একাধিকবার ৷ দুষ্কৃতীরা ওকে খুন করেছে ৷ কে বা কারা করেছে তা আমি জানি না ৷ কিন্তু, খুন হয়েছে এবিষয়ে আমি নিশ্চিত ৷ পুলিশ তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করুক ৷"

এলাকার দাপুটে নেতা হিসেবে পরিচয় ছিল কৃপা পোদ্দার ৷ স্থানীয় তৃণমূল নেতৃত্বেরও অভিযোগ, খুনই করা হয়েছে কৃপা পোদ্দারকে ৷ তৃণমূল কর্মী-সমর্থকরা বলছেন, "বাঁশের ভারা থেকে গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার হয়েছে কৃপার ৷ কারও পক্ষে ওভাবে ভারায় গলায় ফাঁস লাগিয়ে ঝোলা সম্ভব নয় ৷ আর মৃতদেহের দুই হাঁটু মাটির সঙ্গে ঠেকে ছিলে ৷ সুতরাং বোঝা যাচ্ছে এটা খুন ৷ আত্মহত্যা নয় ৷"

murder and hanged tmc leader, islampur
মাটিতে ঠেকে হাঁটু, গলায় ফাঁস, উদ্ধার তৃণমূল নেতা কৃপা পোদ্দারের দেহ

এদিকে দলীয় কর্মীর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থানে আসেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি । বলেন, "খুন করা হয়েছে কৃপা পোদ্দারকে ৷ পুলিশকে তদন্ত করতে বলেছি৷"

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মাক্কার জানান, মৃতদের ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না । তদন্ত শুরু হয়েছে ৷

রায়গঞ্জ, 9 অগাস্ট : স্থানীয় তৃণমূল নেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ৷ উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার মিলনপল্লি এলাকার ঘটনা ৷ মৃতের নাম কৃপা পোদ্দার ( 49) ৷ আজ সকালে নিজেরই নির্মীয়মাণ বাড়ির বাইরে থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয় ৷ মৃতের স্ত্রী মামনি সরকার উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য ৷ তিনি বলেন, "খুন করা হয়েছে আমার স্বামীকে ৷"

উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের নন্দঝাড় এলাকায় বাড়ি কৃপা পোদ্দারের । সম্প্রতি ইসলামপুরের মিলনপল্লিতে তাঁরা নতুন একটি বাড়ি তৈরি করেছিলেন ৷ গতরাতে সেই বাড়িতে গিয়েছিলেন কৃপাবাবু ৷ কিন্তু, সেখান থেকে গোয়ালপোখরের নন্দঝাড়ের বাড়িতে আর ফেরেননি ৷ আজ সকালে নির্মীয়মাণ বাড়ির সামনেই তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায় এলাকার লোকজন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে ইসলামপুর থানার পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷

মামনি সরকারের অভিযোগ, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাঁর স্বামীকে ৷ তাঁর কথায়, "এর আগেও আমার স্বামীর উপর হামলা হয়েছে ৷ একাধিকবার ৷ দুষ্কৃতীরা ওকে খুন করেছে ৷ কে বা কারা করেছে তা আমি জানি না ৷ কিন্তু, খুন হয়েছে এবিষয়ে আমি নিশ্চিত ৷ পুলিশ তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করুক ৷"

এলাকার দাপুটে নেতা হিসেবে পরিচয় ছিল কৃপা পোদ্দার ৷ স্থানীয় তৃণমূল নেতৃত্বেরও অভিযোগ, খুনই করা হয়েছে কৃপা পোদ্দারকে ৷ তৃণমূল কর্মী-সমর্থকরা বলছেন, "বাঁশের ভারা থেকে গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার হয়েছে কৃপার ৷ কারও পক্ষে ওভাবে ভারায় গলায় ফাঁস লাগিয়ে ঝোলা সম্ভব নয় ৷ আর মৃতদেহের দুই হাঁটু মাটির সঙ্গে ঠেকে ছিলে ৷ সুতরাং বোঝা যাচ্ছে এটা খুন ৷ আত্মহত্যা নয় ৷"

murder and hanged tmc leader, islampur
মাটিতে ঠেকে হাঁটু, গলায় ফাঁস, উদ্ধার তৃণমূল নেতা কৃপা পোদ্দারের দেহ

এদিকে দলীয় কর্মীর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থানে আসেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি । বলেন, "খুন করা হয়েছে কৃপা পোদ্দারকে ৷ পুলিশকে তদন্ত করতে বলেছি৷"

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মাক্কার জানান, মৃতদের ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না । তদন্ত শুরু হয়েছে ৷

Intro:রায়গঞ্জ, ৯ আগষ্ট, প্রসুন মৈত্র: জেলাপরিষদ সদস্যার স্বামী তথা এলাকার দাপুটে তৃনমূল নেতাকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুস্কৃতীদের বিরুদ্ধে। মৃত তৃনমূল নেতার নাম কৃপা পোদ্দার ( ৪৯) । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা দেখা দিয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার মিলনপল্লী এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি এবং ইসলামপুর পুলিশ সুপার শচীন মাক্কার। তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন উত্তর দিনাজপুর জেলাপরিষদের তৃনমূল সদস্যা মামনী সরকার পোদ্দার। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর নন্দঝাড় এলাকার বাসিন্দা তৃনমূল কংগ্রেসের দাপুটে নেতা কৃপা পোদ্দারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁর স্ত্রী মামনী সরকার পোদ্দার উত্তর দিনাজপুর জেলাপরিষদের তৃনমূল সদস্যা। পোদ্দার দম্পতি ইসলামপুর শহরের মিলনপল্লী এলাকায় নতুন বাড়ি তৈরি করছেন। বৃহস্পতিবার রাতে গোয়ালপখরের নন্দঝাড় গ্রামের বাড়ি থেকে ইসলামপুরে মিলনপল্লীতে নতুন বাড়িতে যান কৃপা পোদ্দার। আজ ইসলামপুর মিলনপল্লীর নতুন বাড়ির সামনেই ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় তৃনমূল নেতা কৃপা পোদ্দারের। তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন উত্তর দিনাজপুর জেলাপরিষদের তৃনমূল সদস্যা মামনী সরকার পোদ্দার। ঘটনার পূর্নাঙ্গ তদন্তের দাবি করেছেন তিনি। এদিকে তৃনমূল নেতা কৃপা পোদ্দারের মৃত্যুর খবর শুনেই ইসলামপুরে মিলনপল্লীতে ছুটে আসেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি। তিনিও তাদের দলের এই ডাকসাইটে নেতাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন। ইসলামপুর পুলিশকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা থাকায় ঘটনাস্থলে ছুটে আসেন ইদলামপুর পুলিশ সুপার শচিন মাক্কার। তিনি বলেন, মৃতদের ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছেনা। তবে এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

বাইট ১) মামনী সরকার পোদ্দার ( জেলাপরিষদ সদস্যা তথা মৃতের স্ত্রী)
২) গোলাম রব্বানি ( রাষ্ট্রমন্ত্রী, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর)
৩) শচীন মাক্কার ( পুলিশ সুপার, ইসলামপুর)Body:abcdConclusion:Abcd
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.