রায়গঞ্জ, 11 জুন: এশিয়া মহাদেশের সর্ব বৃহত্তম পক্ষীনিবাস হিসেবে পরিচিত উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কুলিক পাখিরালয় । গণনা অনুসারে, বিগত বছরগুলিতে ক্রমাগত পাখির সংখ্যা বৃদ্ধি পেয়েছে এখানে । সাধারণত প্রতিবছরই মে মাসের শেষের দিকে পরিযায়ী পাখিদের আগমন ঘটে এই পাখিরালয়ে । কিন্তু এ বছরে হঠাৎ সেই ছন্দে পতন ঘটেছে । জুন মাসের দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও পরিযায়ী পাখিদের দেখা নেই কুলিক পাখিরালয়ে। যাকে ঘিরে কিছুটা চিন্তিত বন বিভাগ । উৎকণ্ঠা দেখা দিয়েছে পরিবেশপ্রেমীদের মধ্যেও । ইতিমধ্যেই দূরদূরান্ত থেকে পর্যটকরা আসছেন এই পক্ষী নিবাসে । কিন্তু পাখি দেখতে না-পেয়ে হতাশ হয়ে পড়ছে তারা । বাধ্য হয়ে শূন্য পাখিরালয়ে ঘোরাঘুরি করেই ফিরে যেতে হচ্ছে তাদের।
নাইট হেরেন, ওপেন বিল স্টক, কর্মরেন্ট ও ইগ্রেট ৷ মূলত এই চার প্রজাতির পাখির কিচিরমিচিরে মুখরিত হয়ে ওঠে কুলিক পাড়ের বনভূমি । কিন্তু বর্ষা এবছর এখনও না-আসায় এ বছর কুলিক পাখিরালয়েও দেখা নেই ওইসব পরিযায়ী পাখিদের ৷ প্রায় 6-7 মাস এই পাখিরালয়ে প্রজনন থেকে শুরু করে শাবকদের লালন পালন প্রক্রিয়া সম্পন্ন করে পাখিরা । তারপর নভেম্বর-ডিসেম্বরে তারা পাড়ি দেয় ভিনদেশে । দীর্ঘবছর ধরে এই নিয়মেই কুলিক অভয়ারণ্যে আসা যাওয়া চলতে থাকে পরিযায়ী পাখিদের ।
দক্ষিণবঙ্গ থেকে আসা পর্যটক উজ্জ্বল ও মানিক বিশ্বাসরা জানান, বই থেকে তথ্য পেয়ে অনেক আশা করে এই সময় পাখি দেখতে এসেছিলেন কুলিকে । কিন্তু সেই আশা নিরাশায় পরিণত হল তাঁদের । পাখিদের না আসা নিয়ে বিভাগীয় বন আধিকারিক দাওয়া সাঙমু শেরপা বলেন, "জলবায়ুর ক্রমশ পরিবর্তন এর জন্য দায়ী । এবারে এখনও পর্যন্ত বৃষ্টিপাত হয়নি । যার জেরে পাখিদের আগমনে বাধার সৃষ্টি হয়েছে । ক্রমাগত বাড়ছে পরিবেশ দূষণ। সকলকে এ বিষয়ে সচেতন থাকতে হবে।"
বিগত পাঁচ বছরে কুলিক পাখিরালয়ে ক্রমশই বৃদ্ধি পেয়েছে পাখির সংখ্যা । যাকে ঘিরে বেশ উচ্ছ্বসিত ছিল পরিবেশপ্রেমী মানুষজন । চলুন এক নজরে দেখে নিই বিগত পাঁচ বছরের পাখির পরিসংখ্যান:
- 2018 সাল
ওপেন বিল স্টক: 67 হাজার 270
নাইট হেরেন: 9 হাজার 990
ইগ্রেট: 10 হাজার 748
কর্মরেন্ট: 10 হাজার 554
মোট: 98 হাজার 562 - 2019 সাল
ওপেন বিল স্টক: 65 হাজার 864
নাইট হেরেন: 8 হাজার 124
ইগ্রেট: 11 হাজার 970
কর্মরেন্ট: 7 হাজার 130
মোট: 93 হাজার 88 - 2020 সাল
ওপেন বিল স্টক: 68 হাজার 159
নাইট হেরেন: 7 হাজার 956
ইগ্রেট: 13 হাজার 94
কর্মরেন্ট: 10 হাজার 422
মোট: 99 হাজার 631 - 2021 সাল
ওপেন বিল স্টক: 71 হাজার 302
নাইট হেরেন: 7 হাজার 909
ইগ্রেট: 11 হাজার 897
কর্মরেন্ট: 7 হাজার 631
মোট: 98 হাজার 739
আরও পড়ুন: শীত পড়তেই ঘাটালে হাজির পরিযায়ী পাখির দল
- 2022 সাল
ওপেন বিল স্টক: 64 হাজার 55
ইগ্রেট: 19 হাজার 841
নাইট হেরেন: 8 হাজার 969
কর্মরেন্ট: 6 হাজার 528
মোট: 99 হাজার 393