ETV Bharat / state

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাসি খিচুড়ি বিতরণ, অভিযুক্তের মাথায় খিচুড়ি ঢেলে প্রতিবাদ উত্তেজিত জনতার - রায়গঞ্জ

Mid Day Meal Controversy: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তিনদিনের বাসি খিচুড়ি বিতরণ করাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ৷ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের 12 নং বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গৈতোর এলাকায় ৷

Etv Bharat
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাসি খিচুড়ি বিতরণ
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 10:55 PM IST

বাসি খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা

রায়গঞ্জ, 28 নভেম্বর: তিনদিনের বাসি খিচুড়ি বিতরণ করাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। প্রতিবাদে সেই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার ওপরে সেই খিচুড়ি ঢেলে দেয় উত্তেজিত জনতা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের 12 নং বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গৈতোর এলাকায়।

গ্রামবাসী রত্না সরকারের অভিযোগ, এখানে প্রতিনিয়ত নিম্নমানের খাবার দেওয়া হয়। চাল ডালের মান একেবারেই নিম্ন। পোকা ধরা চাল-ডাল দিয়ে রান্না করা হয়। তেল, সবজির কোনও বালাই নেই। সরকার থেকে ভালো জিনিস সরবরাহ করা হলেও তা সবটাই কর্মী ও সহায়িকা আত্মসাৎ করেন। এই 2 জনের বদলি চান তারা। গ্রামবাসী বিষ্ণু সরকার জানান, এই কেন্দ্রে ঠিকমতো কর্মী আসেন না। সহায়িকাকে দিয়েই কেন্দ্র চালানো হয়। কোনও দিন খাবার বেঁচে গেলে 3-4 দিন পর তা বিতরণ করা হয়। খাবারের কোনও সিডিউল নেই।

ঘটনার কথা জানার পর ছুটে আসে স্থানীয় পঞ্চায়েত সদস্যা কল্পনা সরকার। তিনি এই ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, "আগে এই ঘটনার কথা জানতাম না ৷ বাসি খিচুড়ি খেলে যে কেউ অসুস্থ হয়ে যেতে পারে ৷ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাদের বদলি চাই ৷ এদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷" অপরদিকে, এই ঘটনায় চাপে পরে নিজের ঘাড় থেকে দোষ ঝেড়েছেন ঐ কেন্দ্রের কর্মী বিজলী সিংহ। তিনি পুরোপুরি সহায়িকার কাঁধে দায় চাপিয়েছেন। যদিও অভিযুক্ত সহায়িকা ঘটনাস্থল ছেড়ে চম্পট দেন। তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ অভিযুক্ত বিজলী সিংহকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অধীনে 85 জনের নাম নথিভুক্ত রয়েছে। যারা প্রতিদিন এই কেন্দ্র থেকে খাবার সংগ্রহ করে।

গ্রামবাসীদের অভিযোগ, গত শনিবার এই কেন্দ্রে খিচুড়ি রান্না করা হয়েছিল। সেদিনের বেঁচে যাওয়া খিচুড়ি মঙ্গলবার গরম করে পরিবেশন করা হয়। দুর্গন্ধযুক্ত সেই খিচুড়ি দেখেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার সাধারণ মানুষ। তাঁরা কর্মী ও সহায়িকাকে ঘিরে বিক্ষোভ দেখান। বের করে আনা হয় বাসি খিচুড়ির হাঁড়ি। কেন এই নিম্নমানের খিচুড়ি পরিবেশন করা হল তা নিয়ে কৈফিয়ত চান গ্রামবাসীরা। পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হতে শুরু করে। এরপর ওই কর্মী ও সহায়িকার শরীরে ঢেলে দেওয়া হয় সেই খিচুড়ি।

আরও পড়ুন:

1. দেদার বিকোচ্ছে মাদক, কড়ি ফেললে হাতে নারী শরীরও ! চাঁচল এখন যেন 'উড়তা পঞ্জাব'

2. নতুন ওয়েবসাইট আনছে কলকাতা পুলিশের, আপদকালীন পরিস্থিতিতে সাহায্য হবে লালবাজারের

3. সুইসাইড নোটে সময় উল্লেখ করে আত্মহত্যা মা ও ছেলের! তদন্তে পুলিশ

বাসি খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা

রায়গঞ্জ, 28 নভেম্বর: তিনদিনের বাসি খিচুড়ি বিতরণ করাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। প্রতিবাদে সেই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার ওপরে সেই খিচুড়ি ঢেলে দেয় উত্তেজিত জনতা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের 12 নং বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গৈতোর এলাকায়।

গ্রামবাসী রত্না সরকারের অভিযোগ, এখানে প্রতিনিয়ত নিম্নমানের খাবার দেওয়া হয়। চাল ডালের মান একেবারেই নিম্ন। পোকা ধরা চাল-ডাল দিয়ে রান্না করা হয়। তেল, সবজির কোনও বালাই নেই। সরকার থেকে ভালো জিনিস সরবরাহ করা হলেও তা সবটাই কর্মী ও সহায়িকা আত্মসাৎ করেন। এই 2 জনের বদলি চান তারা। গ্রামবাসী বিষ্ণু সরকার জানান, এই কেন্দ্রে ঠিকমতো কর্মী আসেন না। সহায়িকাকে দিয়েই কেন্দ্র চালানো হয়। কোনও দিন খাবার বেঁচে গেলে 3-4 দিন পর তা বিতরণ করা হয়। খাবারের কোনও সিডিউল নেই।

ঘটনার কথা জানার পর ছুটে আসে স্থানীয় পঞ্চায়েত সদস্যা কল্পনা সরকার। তিনি এই ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, "আগে এই ঘটনার কথা জানতাম না ৷ বাসি খিচুড়ি খেলে যে কেউ অসুস্থ হয়ে যেতে পারে ৷ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাদের বদলি চাই ৷ এদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷" অপরদিকে, এই ঘটনায় চাপে পরে নিজের ঘাড় থেকে দোষ ঝেড়েছেন ঐ কেন্দ্রের কর্মী বিজলী সিংহ। তিনি পুরোপুরি সহায়িকার কাঁধে দায় চাপিয়েছেন। যদিও অভিযুক্ত সহায়িকা ঘটনাস্থল ছেড়ে চম্পট দেন। তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ অভিযুক্ত বিজলী সিংহকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অধীনে 85 জনের নাম নথিভুক্ত রয়েছে। যারা প্রতিদিন এই কেন্দ্র থেকে খাবার সংগ্রহ করে।

গ্রামবাসীদের অভিযোগ, গত শনিবার এই কেন্দ্রে খিচুড়ি রান্না করা হয়েছিল। সেদিনের বেঁচে যাওয়া খিচুড়ি মঙ্গলবার গরম করে পরিবেশন করা হয়। দুর্গন্ধযুক্ত সেই খিচুড়ি দেখেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার সাধারণ মানুষ। তাঁরা কর্মী ও সহায়িকাকে ঘিরে বিক্ষোভ দেখান। বের করে আনা হয় বাসি খিচুড়ির হাঁড়ি। কেন এই নিম্নমানের খিচুড়ি পরিবেশন করা হল তা নিয়ে কৈফিয়ত চান গ্রামবাসীরা। পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হতে শুরু করে। এরপর ওই কর্মী ও সহায়িকার শরীরে ঢেলে দেওয়া হয় সেই খিচুড়ি।

আরও পড়ুন:

1. দেদার বিকোচ্ছে মাদক, কড়ি ফেললে হাতে নারী শরীরও ! চাঁচল এখন যেন 'উড়তা পঞ্জাব'

2. নতুন ওয়েবসাইট আনছে কলকাতা পুলিশের, আপদকালীন পরিস্থিতিতে সাহায্য হবে লালবাজারের

3. সুইসাইড নোটে সময় উল্লেখ করে আত্মহত্যা মা ও ছেলের! তদন্তে পুলিশ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.