ETV Bharat / state

Gaisal Train Accident : ময়নাগুড়ির রেল দুর্ঘটনা উসকে দিল গাইসালের স্মৃতি - Latest News on Maynaguri Train Accident

গতকাল বিকেলে জলপাইগুড়ির ময়নাগুড়িতে লাইনচ্যুত হয় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস (Bikaner Guwahati Express Derails) ৷ সেই ঘটনার খবর শুনে উত্তর দিনাজপুরের গাইসালের বাসিন্দাদের মনে পড় যাচ্ছে 1999 সালের দুর্ঘটনার কথা ৷

maynaguri rail accident reminds 1999 gaisal accident
Gaisal Train Accident : ময়নাগুড়ির রেল দুর্ঘটনা উসকে দিল গাইসালের স্মৃতি
author img

By

Published : Jan 14, 2022, 8:31 PM IST

রায়গঞ্জ, 14 জানুয়ারি : ময়নাগুড়ির রেল দুর্ঘটনা 23 বছর আগের ভয়াবহ গাইসাল রেল দুর্ঘটনার স্মৃতি মনে করিয়ে দিল উত্তর দিনাজপুর জেলাবাসীকে (maynaguri rail accident reminds 1999 gaisal accident) । ইসলামপুর ব্লকের গাইসাল-1 গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান, নিজের চোখে সেদিন গাইসালের ভয়াবহ রেল দুর্ঘটনা প্রত্যক্ষ করেছিলেন ।

বৃহস্পতিবার ময়নাগুড়ির রেল দুর্ঘটনার খবর টিভি বা মোবাইলে যখন দেখতে বা জানতে পারেন, তখনই শিউরে ওঠেন তিনি । চোখের সামনে ভেসে ওঠে শত শত যাত্রীর ছিন্নভিন্ন দেহ আর লাশের স্তূপের ছবি ।

maynaguri rail accident reminds 1999 gaisal accident
গাইসালের দুর্ঘটনার সেই ছবি

1999 সালের 2 অগস্ট রেলের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটেছিল উত্তর দিনাজপুর জেলার গাইসাল স্টেশনে (Gaisal Train Accident) । মুখোমুখি সংঘর্ষ হয়েছিল অওধ-অসম ও ব্রহ্মপুত্র মেলের । কয়েকশো যাত্রীর মৃত্যুর পাশাপাশি আহত হয়েছিলেন হাজারের উপর মানুষ ।

আজ থেকে 23 বছর আগের সেই ভয়াবহ রেল দুর্ঘটনার স্মৃতি আচমকাই মনে পড়িয়ে দিয়েছে বৃহস্পতিবারের ময়নাগুড়ি রেল দুর্ঘটনার । গাইসালের রেল দুর্ঘটনার মতো এত ভয়াবহতা না-থাকলেও ময়নাগুড়ির দোমোহনি এলাকায় রেল দুর্ঘটনার খবর শোনামাত্রই গাইসাল রেল দুর্ঘটনার স্মৃতি উসকে দেয় উত্তরবঙ্গবাসীর ।

maynaguri rail accident reminds 1999 gaisal accident
এখন গাইসাল স্টেশন

সেই গাইসাল গ্রাম পঞ্চায়েতের প্রধান সাব্বির আহমেদ ৷ 1999 সালে তিনি পঞ্চায়েতের সদস্য ছিলেন ৷ তিনি এদিন জানান, যে মুহূর্তে তিনি ময়নাগুড়ির রেল দুর্ঘটনার খবর শুনেছেন, তখনই তাঁর ভয়াবহ গাইসাল রেল দুর্ঘটনার কথা মনে পড়ে যায় । শিউরে ওঠেন এই প্রবীণ । ভগবানের কাছে প্রার্থনা করেন আর যেন গাইসালের মতো ভয়াবহ রেল দুর্ঘটনা না-ঘটে । তিনি জানান, যতদিন বেঁচে থাকবেন, ততদিন গাইসাল রেল দুর্ঘটনার ভয়াবহতা তাঁর কাছে পীড়াদায়ক হয়ে থাকবে ।

ময়নাগুড়ির রেল দুর্ঘটনা উসকে দিল গাইসালের স্মৃতি

আরও পড়ুন : Bikaner-Guwahati Express Accident : ঝাঁকুনি অনুভব হতেই ব্রেক কষে দি, তারপর দেখি ...

গাইসালের আরেক প্রবীণ বাসিন্দা নরেন দাস জানান, ময়নাগুড়ির রেল দুর্ঘটনার কথা শোনার পরই ভয়াবহ গাইসাল রেল দুর্ঘটনার কথা মনে পড়ে যায় । চোখের সামনে তিনি ২৩ বছর আগের গাইসাল রেল দুর্ঘটনার ভয়াবহতা দেখেছেন ।

রায়গঞ্জ, 14 জানুয়ারি : ময়নাগুড়ির রেল দুর্ঘটনা 23 বছর আগের ভয়াবহ গাইসাল রেল দুর্ঘটনার স্মৃতি মনে করিয়ে দিল উত্তর দিনাজপুর জেলাবাসীকে (maynaguri rail accident reminds 1999 gaisal accident) । ইসলামপুর ব্লকের গাইসাল-1 গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান, নিজের চোখে সেদিন গাইসালের ভয়াবহ রেল দুর্ঘটনা প্রত্যক্ষ করেছিলেন ।

বৃহস্পতিবার ময়নাগুড়ির রেল দুর্ঘটনার খবর টিভি বা মোবাইলে যখন দেখতে বা জানতে পারেন, তখনই শিউরে ওঠেন তিনি । চোখের সামনে ভেসে ওঠে শত শত যাত্রীর ছিন্নভিন্ন দেহ আর লাশের স্তূপের ছবি ।

maynaguri rail accident reminds 1999 gaisal accident
গাইসালের দুর্ঘটনার সেই ছবি

1999 সালের 2 অগস্ট রেলের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটেছিল উত্তর দিনাজপুর জেলার গাইসাল স্টেশনে (Gaisal Train Accident) । মুখোমুখি সংঘর্ষ হয়েছিল অওধ-অসম ও ব্রহ্মপুত্র মেলের । কয়েকশো যাত্রীর মৃত্যুর পাশাপাশি আহত হয়েছিলেন হাজারের উপর মানুষ ।

আজ থেকে 23 বছর আগের সেই ভয়াবহ রেল দুর্ঘটনার স্মৃতি আচমকাই মনে পড়িয়ে দিয়েছে বৃহস্পতিবারের ময়নাগুড়ি রেল দুর্ঘটনার । গাইসালের রেল দুর্ঘটনার মতো এত ভয়াবহতা না-থাকলেও ময়নাগুড়ির দোমোহনি এলাকায় রেল দুর্ঘটনার খবর শোনামাত্রই গাইসাল রেল দুর্ঘটনার স্মৃতি উসকে দেয় উত্তরবঙ্গবাসীর ।

maynaguri rail accident reminds 1999 gaisal accident
এখন গাইসাল স্টেশন

সেই গাইসাল গ্রাম পঞ্চায়েতের প্রধান সাব্বির আহমেদ ৷ 1999 সালে তিনি পঞ্চায়েতের সদস্য ছিলেন ৷ তিনি এদিন জানান, যে মুহূর্তে তিনি ময়নাগুড়ির রেল দুর্ঘটনার খবর শুনেছেন, তখনই তাঁর ভয়াবহ গাইসাল রেল দুর্ঘটনার কথা মনে পড়ে যায় । শিউরে ওঠেন এই প্রবীণ । ভগবানের কাছে প্রার্থনা করেন আর যেন গাইসালের মতো ভয়াবহ রেল দুর্ঘটনা না-ঘটে । তিনি জানান, যতদিন বেঁচে থাকবেন, ততদিন গাইসাল রেল দুর্ঘটনার ভয়াবহতা তাঁর কাছে পীড়াদায়ক হয়ে থাকবে ।

ময়নাগুড়ির রেল দুর্ঘটনা উসকে দিল গাইসালের স্মৃতি

আরও পড়ুন : Bikaner-Guwahati Express Accident : ঝাঁকুনি অনুভব হতেই ব্রেক কষে দি, তারপর দেখি ...

গাইসালের আরেক প্রবীণ বাসিন্দা নরেন দাস জানান, ময়নাগুড়ির রেল দুর্ঘটনার কথা শোনার পরই ভয়াবহ গাইসাল রেল দুর্ঘটনার কথা মনে পড়ে যায় । চোখের সামনে তিনি ২৩ বছর আগের গাইসাল রেল দুর্ঘটনার ভয়াবহতা দেখেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.