ETV Bharat / state

সচেতনতার বার্তা দিয়ে রাখি বন্ধনে মাস্ক বিতরণ - Raiganj corona

রায়গঞ্জ শহরের মোট দশটি বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের হাতে মাস্ক তুলে দেন পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ৷

mask distributed in rakhi festival at Raiganj
রাখি বন্ধনে মাস্ক বিতরণ
author img

By

Published : Aug 3, 2020, 11:52 PM IST

রায়গঞ্জ, 3 অগাস্ট : রাখি বন্ধন উৎসবে সচেতনতার বার্তা দিয়ে মাস্ক বিতরণ ৷ এমনই দৃশ্য দেখা গেল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পৌরসভা এলাকায় ৷ আজ রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকার মানুষকে মাস্ক পরিয়ে দেন চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ৷ উপস্থিত ছিলেন প্রবীণ কাউন্সিলর তপন দাস সহ রায়গঞ্জ পৌরসভার অন্য কাউন্সিলররা ৷ 'বাংলা আমার মা' লেখা মাস্ক পরিয়ে দেন তাঁরা ৷ আজকের এই দিনটিকে 'সংস্কৃতি দিবস' হিসেবে পালন করে রায়গঞ্জ পৌরসভা ৷

শহরের মোট দশটি বাজারে সচেতনতার প্রচার করা হয় ৷ দেবীনগর, কলেজপাড়া, বন্দর, মোহনবাটি, গোশালাবাজার সহ মোট দশটি বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের হাতে মাস্ক তুলে দেওয়া হয় ৷ পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা ৷

রাখি বন্ধনে মাস্ক বিতরণ, দেখুন ভিডিয়ো

পৌরসভার চেয়ারম্যান বলেন, " আজকের দিনে এটা অত্যন্ত প্রাসঙ্গিক ৷ এই কোরোনা পরিস্থিতিতেও মানুষ এখনও সচেতন হননি ৷ মাস্কা ছাড়াই তাঁরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন ৷ জমায়েত করছেন ৷ বিভিন্ন জায়গায় সামাজিক দূরত্ব মানছেন না ৷ সে জন্যই আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণার মধ্য দিয়ে আমরা এই উদ্যোগ নিয়েছি ৷ এইভাবেই আমরা মানুষকে সুস্থ রাখার চেষ্টা করছি ৷ "

রায়গঞ্জ, 3 অগাস্ট : রাখি বন্ধন উৎসবে সচেতনতার বার্তা দিয়ে মাস্ক বিতরণ ৷ এমনই দৃশ্য দেখা গেল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পৌরসভা এলাকায় ৷ আজ রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকার মানুষকে মাস্ক পরিয়ে দেন চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ৷ উপস্থিত ছিলেন প্রবীণ কাউন্সিলর তপন দাস সহ রায়গঞ্জ পৌরসভার অন্য কাউন্সিলররা ৷ 'বাংলা আমার মা' লেখা মাস্ক পরিয়ে দেন তাঁরা ৷ আজকের এই দিনটিকে 'সংস্কৃতি দিবস' হিসেবে পালন করে রায়গঞ্জ পৌরসভা ৷

শহরের মোট দশটি বাজারে সচেতনতার প্রচার করা হয় ৷ দেবীনগর, কলেজপাড়া, বন্দর, মোহনবাটি, গোশালাবাজার সহ মোট দশটি বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের হাতে মাস্ক তুলে দেওয়া হয় ৷ পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা ৷

রাখি বন্ধনে মাস্ক বিতরণ, দেখুন ভিডিয়ো

পৌরসভার চেয়ারম্যান বলেন, " আজকের দিনে এটা অত্যন্ত প্রাসঙ্গিক ৷ এই কোরোনা পরিস্থিতিতেও মানুষ এখনও সচেতন হননি ৷ মাস্কা ছাড়াই তাঁরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন ৷ জমায়েত করছেন ৷ বিভিন্ন জায়গায় সামাজিক দূরত্ব মানছেন না ৷ সে জন্যই আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণার মধ্য দিয়ে আমরা এই উদ্যোগ নিয়েছি ৷ এইভাবেই আমরা মানুষকে সুস্থ রাখার চেষ্টা করছি ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.