ETV Bharat / state

লকডাউনে মানবিক মুখ, দুস্থদের মধ্যে রান্না করা খাবার ও খাদ্যসামগ্রী বিলি রায়গঞ্জে - রায়গঞ্জ

মানুষের মানিবক রূপ দেখাচ্ছে লকডাউন । তাই তো রায়গঞ্জের বিভিন্ন জায়গায় দুস্থদের বিভিন্নভাবে সাহায্য করতে দেখা যাচ্ছে একাধিককে । কখনও রান্না করা খাবার হাতে তুলে দেওয়া হচ্ছে । কখনও আবার খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করা হচ্ছে দুস্থদের ।

Food Distribution in Raiganj
খাবার তুলে দেওয়া হচ্ছে
author img

By

Published : Apr 27, 2020, 8:34 AM IST

রায়গঞ্জ, 27 এপ্রিল : জেলা প্রশাসন থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই লকডাউনে দুস্থদের বিভিন্নভাবে সাহায্য করছেন । এবার দুস্থদের সাহায্যে এগিয়ে এলেন রায়গঞ্জের কয়েকজন যুবক । দুস্থদের হাতে তুলে দিলেন রান্না করা খাবার । অন্যদিকে রায়গঞ্জেরই আর এক ব্যক্তিও দুস্থদের পাশে দাঁড়ান । প্রায় 300 পরিবারের হাতে তুলে দেন খাদ্যসামগ্রী ।

লকডাউনে বহু মানুষ কাজ হারিয়েছেন । আর তাতে অনেকেরই সংসারে অভাব দেখা দিয়েছে । এই সময় জেলা প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ তাঁদের সাহায্যে এগিয়ে এসেছেন । মানবিকতা দেখিয়েছেন । দুস্থদের সাহায্য করার সেই মানবিকতা এখনও অব্যাহত । এরকমই রায়গঞ্জের কমলাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বারগোণ্ডা গ্রামের কয়েকজন যুবক 250 জন দুস্থের হাতে তুলে দিলেন রান্না করা খাবার ।

Food Distribution in Raiganj
রায়গঞ্জের বারগোন্ডা গ্রামের যুবকরা দুস্থদের হাতে রান্না করা খাবার তুলে দিচ্ছেন

অন্যদিকে রায়গঞ্জের কর্ণজোড়া এলাকার বাদল ঘোষ প্রায় 300 দুস্থ পরিবারের সাহায্যে এগিয়ে এলেন । চাল, ডাল, আলু, তেল, সাবান-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস তুলে দিলেন দুস্থদের হাতে । শুধু তাই নয়, 100 টাকা করে সবজি কেনার জন্যও দুস্থদের দেন তিনি । লকডাউনে বিভিন্নভাবে সাহায্য পেয়ে খুশি বিপাকে পড়া মানুষগুলিও ।

রায়গঞ্জ, 27 এপ্রিল : জেলা প্রশাসন থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই লকডাউনে দুস্থদের বিভিন্নভাবে সাহায্য করছেন । এবার দুস্থদের সাহায্যে এগিয়ে এলেন রায়গঞ্জের কয়েকজন যুবক । দুস্থদের হাতে তুলে দিলেন রান্না করা খাবার । অন্যদিকে রায়গঞ্জেরই আর এক ব্যক্তিও দুস্থদের পাশে দাঁড়ান । প্রায় 300 পরিবারের হাতে তুলে দেন খাদ্যসামগ্রী ।

লকডাউনে বহু মানুষ কাজ হারিয়েছেন । আর তাতে অনেকেরই সংসারে অভাব দেখা দিয়েছে । এই সময় জেলা প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ তাঁদের সাহায্যে এগিয়ে এসেছেন । মানবিকতা দেখিয়েছেন । দুস্থদের সাহায্য করার সেই মানবিকতা এখনও অব্যাহত । এরকমই রায়গঞ্জের কমলাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বারগোণ্ডা গ্রামের কয়েকজন যুবক 250 জন দুস্থের হাতে তুলে দিলেন রান্না করা খাবার ।

Food Distribution in Raiganj
রায়গঞ্জের বারগোন্ডা গ্রামের যুবকরা দুস্থদের হাতে রান্না করা খাবার তুলে দিচ্ছেন

অন্যদিকে রায়গঞ্জের কর্ণজোড়া এলাকার বাদল ঘোষ প্রায় 300 দুস্থ পরিবারের সাহায্যে এগিয়ে এলেন । চাল, ডাল, আলু, তেল, সাবান-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস তুলে দিলেন দুস্থদের হাতে । শুধু তাই নয়, 100 টাকা করে সবজি কেনার জন্যও দুস্থদের দেন তিনি । লকডাউনে বিভিন্নভাবে সাহায্য পেয়ে খুশি বিপাকে পড়া মানুষগুলিও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.