ETV Bharat / state

Panchayat Elections 2023: ইসলামপুরে তৃণমূল ও নির্দল কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত উভয়পক্ষের বেশ কয়েকজন

জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল গোষ্ঠীর সঙ্গে বিধায়ক আব্দুল করিম চৌধুরীর অনুগামী নির্দল কর্মীদের মধ্যে সংঘর্ষ ইসলামপুরে । উভয়পক্ষের 10 থেকে 12 জন আহত হয়েছেন ।

clash between two groups
তৃণমূল ও নির্দল প্রার্থীদের মধ্যে সংঘর্ষ
author img

By

Published : Jul 5, 2023, 10:16 PM IST

রায়গঞ্জ, 5 জুলাই: তিনদিন পরেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন । নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই উত্তেজনা ছড়াচ্ছে বিভিন্ন জায়গাতে । বাদ পরল না এবার উত্তর দিনাজপুর জেলাও । পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ইসলামপুর । আবারও জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল গোষ্ঠীর সঙ্গে বিধায়ক আব্দুল করিম চৌধুরীর অনুগামী নির্দল কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রামগঞ্জ-1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বসাকপাড়া এলাকায় । লাঠি ও বাঁশের আঘাতে উভয়পক্ষের 10 থেকে 12 জন আহত হয়েছেন । তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর।

আহতদের স্থানীয় রামগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য আনা হয় । স্বপন বসাক নামে তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বামীর আঘাত গুরুতর থাকায় তাঁকে ইসলামপুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে । রামপুর স্বাস্থ্যকেন্দ্রে বেশ কয়েকজন মহিলা নির্দল সমর্থককে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ৷ যার জেরে তাঁরা বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন । পুলিশি পাহাড়ায় তাঁদের বাড়ি নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার তৃণমূল প্রার্থীর প্রচার ছিল ৷ তা শেষে স্থানীয় একটি দোকানে সিগারেট কিনতে যান তৃণমূল প্রার্থী রাখি বসাক রায়ের স্বামী স্বপন । সেই সময় নির্দল সমর্থকেরা তাঁকে মারধর করে বলে অভিযোগ । তাঁকে ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের । তারপরই তৃণমূল কংগ্রেস কর্মী এবং নির্দল সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় । উভয়পক্ষই একে অপরের ওপরে চড়াও হয় । শুরু হয় ইট বৃষ্টি । গুলি বোমা চলে বলেও অভিযোগ । ঘটনায় আহত হয় উভয়পক্ষের একাধিক কর্মী সমর্থক ।

নির্দল প্রার্থীর আত্মীয় সুনীতি বসাক জানিয়েছেন, তাঁর জা মৌসুমি বসাক নির্দলের প্রার্থী হয়েছেন । তাঁরা আব্দুল করিম চৌধুরীর অনুগামী । স্থানীয় তৃণমূল প্রার্থীর স্বামী স্বপন বসাক ও তাঁর লোকজন এসে তাঁদের দোকানের উপরে হামলা চালায় । মারধর করা হয় পরিবারের লোকজনদের । মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর । পুলিশ তৃণমূলের লোকজনকে না ধরে নির্দল সমর্থকদেরই থানায় নিয়ে গিয়েছে বলে দাবি করেন তিনি ।

অপরদিকে, নির্দলকে সমর্থন করায় স্থানীয় রামু বসাক নামে এক বৃদ্ধকে রাস্তায় ফেলে মারধর করে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ । নির্দল কর্মীরা আহত বৃদ্ধকে বাড়িতে রেখে যান । বাড়ির বাইরে বের হলেই আবার তাঁর উপর আক্রমণ হতে পারে এই আশংকায় চিকিৎসা না করে রক্তাক্ত অবস্থায় বাড়িতেই আছেন রামু বসাক ।

আরও পড়ুন: ভোট-হিংসার বলি নাবালক! বাবার সামনেই বোমায় নিহত স্কুল পড়ুয়া

স্থানীয় তৃণমূল প্রার্থী রাখির স্বামী স্বপন বসাক জানিয়েছেন, তাঁরা তৃণমূলের হয়ে প্রচারে গিয়েছিলেন । সেই সময় স্থানীয় একটি দোকানে সিগারেট কেনার সময় তাঁকে পেছন থেকে মারধর করা হয় । মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় তৃণমূল কর্মীরা এলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ স্বপনের । তাঁর আরও অভিযোগ, বোম পিস্তল নিয়ে নির্দল কর্মী সমর্থকরা তাদের ওপরে চড়াও হয়েছে । সংঘর্ষের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ বাহিনী । এলাকায় ব্যাপক উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে ।

রায়গঞ্জ, 5 জুলাই: তিনদিন পরেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন । নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই উত্তেজনা ছড়াচ্ছে বিভিন্ন জায়গাতে । বাদ পরল না এবার উত্তর দিনাজপুর জেলাও । পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ইসলামপুর । আবারও জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল গোষ্ঠীর সঙ্গে বিধায়ক আব্দুল করিম চৌধুরীর অনুগামী নির্দল কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রামগঞ্জ-1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বসাকপাড়া এলাকায় । লাঠি ও বাঁশের আঘাতে উভয়পক্ষের 10 থেকে 12 জন আহত হয়েছেন । তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর।

আহতদের স্থানীয় রামগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য আনা হয় । স্বপন বসাক নামে তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বামীর আঘাত গুরুতর থাকায় তাঁকে ইসলামপুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে । রামপুর স্বাস্থ্যকেন্দ্রে বেশ কয়েকজন মহিলা নির্দল সমর্থককে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ৷ যার জেরে তাঁরা বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন । পুলিশি পাহাড়ায় তাঁদের বাড়ি নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার তৃণমূল প্রার্থীর প্রচার ছিল ৷ তা শেষে স্থানীয় একটি দোকানে সিগারেট কিনতে যান তৃণমূল প্রার্থী রাখি বসাক রায়ের স্বামী স্বপন । সেই সময় নির্দল সমর্থকেরা তাঁকে মারধর করে বলে অভিযোগ । তাঁকে ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের । তারপরই তৃণমূল কংগ্রেস কর্মী এবং নির্দল সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় । উভয়পক্ষই একে অপরের ওপরে চড়াও হয় । শুরু হয় ইট বৃষ্টি । গুলি বোমা চলে বলেও অভিযোগ । ঘটনায় আহত হয় উভয়পক্ষের একাধিক কর্মী সমর্থক ।

নির্দল প্রার্থীর আত্মীয় সুনীতি বসাক জানিয়েছেন, তাঁর জা মৌসুমি বসাক নির্দলের প্রার্থী হয়েছেন । তাঁরা আব্দুল করিম চৌধুরীর অনুগামী । স্থানীয় তৃণমূল প্রার্থীর স্বামী স্বপন বসাক ও তাঁর লোকজন এসে তাঁদের দোকানের উপরে হামলা চালায় । মারধর করা হয় পরিবারের লোকজনদের । মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর । পুলিশ তৃণমূলের লোকজনকে না ধরে নির্দল সমর্থকদেরই থানায় নিয়ে গিয়েছে বলে দাবি করেন তিনি ।

অপরদিকে, নির্দলকে সমর্থন করায় স্থানীয় রামু বসাক নামে এক বৃদ্ধকে রাস্তায় ফেলে মারধর করে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ । নির্দল কর্মীরা আহত বৃদ্ধকে বাড়িতে রেখে যান । বাড়ির বাইরে বের হলেই আবার তাঁর উপর আক্রমণ হতে পারে এই আশংকায় চিকিৎসা না করে রক্তাক্ত অবস্থায় বাড়িতেই আছেন রামু বসাক ।

আরও পড়ুন: ভোট-হিংসার বলি নাবালক! বাবার সামনেই বোমায় নিহত স্কুল পড়ুয়া

স্থানীয় তৃণমূল প্রার্থী রাখির স্বামী স্বপন বসাক জানিয়েছেন, তাঁরা তৃণমূলের হয়ে প্রচারে গিয়েছিলেন । সেই সময় স্থানীয় একটি দোকানে সিগারেট কেনার সময় তাঁকে পেছন থেকে মারধর করা হয় । মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় তৃণমূল কর্মীরা এলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ স্বপনের । তাঁর আরও অভিযোগ, বোম পিস্তল নিয়ে নির্দল কর্মী সমর্থকরা তাদের ওপরে চড়াও হয়েছে । সংঘর্ষের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ বাহিনী । এলাকায় ব্যাপক উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.