ETV Bharat / state

Raiganj Man Wins Lottery: 30 টাকার লটারি কেটে পেলেন 1কোটি! জীবন বদলে গেল রাজমিস্ত্রির

রায়গঞ্জের মিঠু দেব শর্মা ৷ পেশায় রাজমিস্ত্রী ৷ 30 টাকা লটারির টিকিট কিনে জিতিছেন 1 কোটি টাকা (Constraction Labor Win Lottery prize) ৷ একটা লটারি বদলে দিল তাঁর জীবন। কী করবেন টাকা দিয়ে?

Lottery prize
লটারিতে 1 কোটি টাকা জিতলেন রাজমিস্ত্রি
author img

By

Published : Jan 16, 2023, 12:06 PM IST

Updated : Jan 16, 2023, 1:00 PM IST

30 টাকার লটারি জীবন বদলে দিল যুবকের

রায়গঞ্জ, 16 জানুয়ারি: মানুষের ভাগ্য, কখন কীভাবে বদলে কেউ জানে না (Man Wins Crore in Lottery at Raiganj in Uttar Dinajpur) ৷ যেমনটা হয়েছে রায়গঞ্জের উত্তর দিনাজপুরের বাসিন্দা মিঠু দেব শর্মার সঙ্গে ৷ খরচ করেছেন মাত্র 30 টাকা ! তাতেই পেয়েছেন 1 কোটি টাকা ৷ ফিরেছে ভাগ্য ৷ গ্রামের ছেলে মিঠু কোটি টাকার লটারি জেতায় খুশি মিঠুর পরিবারের সদস্য থেকে শুরু করে গ্রামের মানুষ । হাসি ফুটেছে মিঠুর মুখেও ৷

পেশায় রাজমিস্ত্রি মিঠু দেবশর্মা ৷ বাড়ি রায়গঞ্জ ব্লকের বিরঘই গ্রামপঞ্চায়েতের গোয়ালগাঁও এলাকায় ৷ ছোট থেকেই লড়াই আর্থিক প্রতিবন্ধকতার সঙ্গে । দিন আনা দিন খাওয়া পরিবারের সন্তান কাজ শিখে হয়েছিলেন রাজমিস্ত্রি । প্রতিদিনের মতো সেদিনও বাড়ি থেকে বেরিয়ে ছিলেন কাজ করতে ৷ গন্তব্যস্থল ছিল কসবা (Lottery prize) ৷ রাজমিস্ত্রি মিঠু প্রায়ই লটারির টিকিট কাটতেন ৷ কখনও 30 টাকা বা কখনও 60 টাকা ৷ লটারিতে বেশ কিছু টাকাও পেয়েছেন ৷ তবে এক কোটি কাটা পাবেন তা হয়ত ভাবতেও পারেননি ৷ এবার খুলে গেলা ভাগ্য ৷ সম্প্রতি মাত্র 30 টাকা দিয়ে লটারির টিকিট কেটেছেন ৷ সেই টিকিতেই পুরস্কার মূল্য হিসাবে জিতেছেন 1 কোটি টাকা ৷ রায়গঞ্জ থানার পুলিশ এসে তাঁকে পুরস্কার মূল্যের কথা (Constraction Labor Win Lottery prize) ৷

আরও পড়ুন: আজ দার্জিলিং পৌরসভার চেয়ারম্যান নির্বাচন

এই বিপুল পরিমাণ টাকা পেয়েই রাজমিস্ত্রি মিঠু দেব শর্মা জানান, বাড়িতে বাবা-মা-ভাই-বোনের সঙ্গে বসবাস করেন ৷ সম্প্রিতি বোনের বিয়ে ঠিক হয়েছে ৷ তাই নিয়ে বেশ চিন্তায় ছিলেন ৷ তবে এবার তিনি নিশ্চিত ৷ বোনের বিয়েও দিতে পারবেন ৷ কিছু টাকা ফিক্সড ডিপোজিট করবেন আগামিদনের জন্য ৷

আরও পড়ুন: ঘনিষ্ঠ কাউন্সিলর মারফৎ নূরের থেকে টিকিট নেন অনুব্রত, বিস্ফোরক দাবি লটারি বিক্রেতার

30 টাকার লটারি জীবন বদলে দিল যুবকের

রায়গঞ্জ, 16 জানুয়ারি: মানুষের ভাগ্য, কখন কীভাবে বদলে কেউ জানে না (Man Wins Crore in Lottery at Raiganj in Uttar Dinajpur) ৷ যেমনটা হয়েছে রায়গঞ্জের উত্তর দিনাজপুরের বাসিন্দা মিঠু দেব শর্মার সঙ্গে ৷ খরচ করেছেন মাত্র 30 টাকা ! তাতেই পেয়েছেন 1 কোটি টাকা ৷ ফিরেছে ভাগ্য ৷ গ্রামের ছেলে মিঠু কোটি টাকার লটারি জেতায় খুশি মিঠুর পরিবারের সদস্য থেকে শুরু করে গ্রামের মানুষ । হাসি ফুটেছে মিঠুর মুখেও ৷

পেশায় রাজমিস্ত্রি মিঠু দেবশর্মা ৷ বাড়ি রায়গঞ্জ ব্লকের বিরঘই গ্রামপঞ্চায়েতের গোয়ালগাঁও এলাকায় ৷ ছোট থেকেই লড়াই আর্থিক প্রতিবন্ধকতার সঙ্গে । দিন আনা দিন খাওয়া পরিবারের সন্তান কাজ শিখে হয়েছিলেন রাজমিস্ত্রি । প্রতিদিনের মতো সেদিনও বাড়ি থেকে বেরিয়ে ছিলেন কাজ করতে ৷ গন্তব্যস্থল ছিল কসবা (Lottery prize) ৷ রাজমিস্ত্রি মিঠু প্রায়ই লটারির টিকিট কাটতেন ৷ কখনও 30 টাকা বা কখনও 60 টাকা ৷ লটারিতে বেশ কিছু টাকাও পেয়েছেন ৷ তবে এক কোটি কাটা পাবেন তা হয়ত ভাবতেও পারেননি ৷ এবার খুলে গেলা ভাগ্য ৷ সম্প্রতি মাত্র 30 টাকা দিয়ে লটারির টিকিট কেটেছেন ৷ সেই টিকিতেই পুরস্কার মূল্য হিসাবে জিতেছেন 1 কোটি টাকা ৷ রায়গঞ্জ থানার পুলিশ এসে তাঁকে পুরস্কার মূল্যের কথা (Constraction Labor Win Lottery prize) ৷

আরও পড়ুন: আজ দার্জিলিং পৌরসভার চেয়ারম্যান নির্বাচন

এই বিপুল পরিমাণ টাকা পেয়েই রাজমিস্ত্রি মিঠু দেব শর্মা জানান, বাড়িতে বাবা-মা-ভাই-বোনের সঙ্গে বসবাস করেন ৷ সম্প্রিতি বোনের বিয়ে ঠিক হয়েছে ৷ তাই নিয়ে বেশ চিন্তায় ছিলেন ৷ তবে এবার তিনি নিশ্চিত ৷ বোনের বিয়েও দিতে পারবেন ৷ কিছু টাকা ফিক্সড ডিপোজিট করবেন আগামিদনের জন্য ৷

আরও পড়ুন: ঘনিষ্ঠ কাউন্সিলর মারফৎ নূরের থেকে টিকিট নেন অনুব্রত, বিস্ফোরক দাবি লটারি বিক্রেতার

Last Updated : Jan 16, 2023, 1:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.