ETV Bharat / state

শ্বশুরবাড়ি থেকে স্ত্রী-পুত্রকে আনতে এসে মার খেলেন যুবক

শ্বশুরবাড়ি থেকে স্ত্রী ও পুত্রকে আনতে এসে গণধোলাই খেলেন জামাই ।

author img

By

Published : Jul 25, 2019, 3:21 PM IST

পিটুশ মণ্ডল

রায়গঞ্জ, 25 জুলাই : শ্বশুরবাড়ি থেকে স্ত্রী ও পুত্রকে আনতে এসে গণধোলাই খেলেন জামাই । ঘটনাটি গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের বোয়ালমারি গ্রামের । আক্রান্তের নাম পিটুশ মণ্ডল (35) ৷ ঘটনার পর তাঁকে ভরতি করা হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে । ঘটনার বিবরণ জানিয়ে গোয়ালপোখর থানায় অভিযোগ জানিয়েছেন তিনি । অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে ।

স্থানীয় সূত্রের খবর, প্রায় পাঁচ বছর আগে স্থানীয় ষোলপাড়া এলাকার পিটুশ মণ্ডলের সঙ্গে বিয়ে হয় আদরী বিশ্বাস (30) নামে এক যুবতির । তাঁদের দুই বছরের পুত্রসন্তান রয়েছে । বিয়ের পর স্ত্রীকে নিয়ে শিলিগুড়ির একটি ভাড়াবাড়িতে থাকতেন তাঁরা । সম্প্রতি স্ত্রী পুত্রকে রেখে পিটুশ কর্মসূত্রে কলকাতায় চলে যান । সেখানে থাকাকালীন ফোনের মারফত পারিবারিক বিবাদ শুরু হয় । সেই বিবাদের পর ওই যুবতি তাঁর বাপের বাড়ি চলে আসেন । কলকাতা থেকে ফিরে পিটুশ মণ্ডল তাঁর স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফেরাতে গেলে শ্বশুর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করতে উদ্যত হয় বলে অভিযোগ ।

সেই সময় শ্বশুরের হাত থেকে তিনি কেড়ে নেন অস্ত্রটি । এই দৃশ্য এলাকার বাসিন্দারা দেখতে পেয়ে তারা মনে করে যে ধারালো অস্ত্র নিয়ে পিটুশ সকলকে আক্রমণ করতে উদ্যত হয়েছেন । ফলে তাঁকে বাধা দিতে আসে অনেকে ৷ তাঁকে মারধর করে । ঘটনার পর তাঁকে ইসলামপুর হাসপাতালে ভরতি করা হয় ।

এরপর গোয়ালপোখর থানায় অভিযোগ জানাতে যান পিটুশ মণ্ডল । তবে এই বিষয়ে গোয়ালপোখর থানার IC-এর সঙ্গে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি । জেলার পুলিশ সুপার শচীন মক্কার বলেন, পিটুশ মণ্ডলকে মারধরের ঘটনার পর পুলিশ তাঁকে উদ্ধার করে নিয়ে আসে । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে৷ এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । অভিযুক্তরা পলাতক ।

রায়গঞ্জ, 25 জুলাই : শ্বশুরবাড়ি থেকে স্ত্রী ও পুত্রকে আনতে এসে গণধোলাই খেলেন জামাই । ঘটনাটি গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের বোয়ালমারি গ্রামের । আক্রান্তের নাম পিটুশ মণ্ডল (35) ৷ ঘটনার পর তাঁকে ভরতি করা হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে । ঘটনার বিবরণ জানিয়ে গোয়ালপোখর থানায় অভিযোগ জানিয়েছেন তিনি । অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে ।

স্থানীয় সূত্রের খবর, প্রায় পাঁচ বছর আগে স্থানীয় ষোলপাড়া এলাকার পিটুশ মণ্ডলের সঙ্গে বিয়ে হয় আদরী বিশ্বাস (30) নামে এক যুবতির । তাঁদের দুই বছরের পুত্রসন্তান রয়েছে । বিয়ের পর স্ত্রীকে নিয়ে শিলিগুড়ির একটি ভাড়াবাড়িতে থাকতেন তাঁরা । সম্প্রতি স্ত্রী পুত্রকে রেখে পিটুশ কর্মসূত্রে কলকাতায় চলে যান । সেখানে থাকাকালীন ফোনের মারফত পারিবারিক বিবাদ শুরু হয় । সেই বিবাদের পর ওই যুবতি তাঁর বাপের বাড়ি চলে আসেন । কলকাতা থেকে ফিরে পিটুশ মণ্ডল তাঁর স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফেরাতে গেলে শ্বশুর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করতে উদ্যত হয় বলে অভিযোগ ।

সেই সময় শ্বশুরের হাত থেকে তিনি কেড়ে নেন অস্ত্রটি । এই দৃশ্য এলাকার বাসিন্দারা দেখতে পেয়ে তারা মনে করে যে ধারালো অস্ত্র নিয়ে পিটুশ সকলকে আক্রমণ করতে উদ্যত হয়েছেন । ফলে তাঁকে বাধা দিতে আসে অনেকে ৷ তাঁকে মারধর করে । ঘটনার পর তাঁকে ইসলামপুর হাসপাতালে ভরতি করা হয় ।

এরপর গোয়ালপোখর থানায় অভিযোগ জানাতে যান পিটুশ মণ্ডল । তবে এই বিষয়ে গোয়ালপোখর থানার IC-এর সঙ্গে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি । জেলার পুলিশ সুপার শচীন মক্কার বলেন, পিটুশ মণ্ডলকে মারধরের ঘটনার পর পুলিশ তাঁকে উদ্ধার করে নিয়ে আসে । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে৷ এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । অভিযুক্তরা পলাতক ।

Intro:রায়গঞ্জ, ২৪ জুলাই, প্রসুন মৈত্র: শ্বশুর বাড়ি থেকে নিজের স্ত্রী ও পুত্রকে আনতে গিয়ে গনধোলাই খেলেন জামাই। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের বোয়ালমারী গ্রামে। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় ওই জামাইকে ভর্তি করা হয়েছে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। ঘটনার বিবরণ জানিয়ে গোয়ালপোখর থানায় অভিযোগ জানিয়েছেন আক্রান্ত জামাই। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে , প্রায় পাঁচ বছর আগে স্থানীয় ষোলপাড়া এলাকার পিটুশ মণ্ডলের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় আদরী বিশ্বাস নামে ওই গ্রাম পঞ্চায়েতের বোয়ালমারী গ্রামের এক যুবতীর। তাদের একটি দুই বছরের পুত্র সন্তানও রয়েছে । বিয়ের পর স্ত্রীকে নিয়ে শিলিগুড়ির একটি ভাড়া বাড়িতে থাকতেন তারা। সম্প্রতি স্ত্রী পুত্রকে রেখে স্বামী চলে যায় কর্মসূত্রে কলকাতায়। সেখান থেকেই ফোনের মারফত পারিবারিক বিবাদ শুরু হয়। সেই বিবাদের পর ওই গৃহবধু তার বাপের বাড়ি চলে আসে। কলকাতা থেকে ফিরে পিটুশ মণ্ডল তার স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফেরাতে গেলে তার শশুর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করতে উদ্যত হয় বলে অভিযোগ। সেই সময় আত্মরক্ষার তাগিদেই শশুরের হাত থেকে তিনি কেড়ে নেন ওই অস্ত্রটি। এই দৃশ্য এলাকার বাসিন্দারা দেখতে পেয়ে তারা মনে করেন ওই ধারালো অস্ত্র নিয়ে এই বাড়ির জামাই সকলকে আক্রমণ করতে উদ্যত হয়েছে। ফলে একসঙ্গে একাধিক মানুষের হামলার ঘটনায় জখম হন জামাই। ঘটনার পর ওই জামাইকে ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সংশ্লিষ্ট বিষয়ে গোয়ালপখোর থানায় অভিযোগ জানাতে যান পিটুশ মন্ডল। তবে এই বিষয়ে গোয়ালপোখর থানার আইসির সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কার জানান পিটুশ মন্ডল নামে ওই ব্যক্তিকে মারধরের ঘটনার পর পুলিশ উদ্ধার করে নিয়ে আসে। অভিযোগ পেয়েছেন, এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তরা পলাতক।

বাইটঃ- ১) পিটুশ মণ্ডল (আক্রান্ত জামাই)
২) পিটুশ মণ্ডলেরর মা)Body:AbcdConclusion:Abcd
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.