ETV Bharat / state

ছিনতাই করতে এসে ব্যর্থ হয়ে গুলি ব্যবসায়ীকে - রায়গঞ্জের ট্যাগরা

গতরাতে বাড়ি ফেরার পথে শাহজাহানের থেকে ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতীরা ৷ দুষ্কৃতীরা মোটরবাইকে এসে রাস্তা আটকায় ৷ সেইসময় শাহজাহান পালানোর চেষ্টা করায় তাঁকে পিছন থেকে গুলি করে দুষ্কৃতীরা ৷

Man shot by miscreants in Raigunj, North Dinajpur
ছিনতাই করতে এসে ব্যর্থ হয়ে গুলি ব্যবসায়ীকে
author img

By

Published : Dec 9, 2019, 6:34 PM IST

Updated : Dec 9, 2019, 7:21 PM IST

রায়গঞ্জ, 9 ডিসেম্বর : ছিনতাই করতে এসে ব্যর্থ ৷ ব্যক্তিকে গুলি করে পালাল দুষ্কৃতীরা ৷ গতরাতে ঘটনাটি ঘটে রায়গঞ্জের ট্যাগরা এলাকায় ৷ জখম ব্যক্তি রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসাধীন ৷ জখম ব্যক্তি পেশায় কাপড় ব্যবসায়ী ৷ নাম শাহজাহান ৷ তাঁর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ ৷

জানা গেছে, গতরাতে বাড়ি ফেরার পথে শাহজাহানের থেকে ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতীরা ৷ দুষ্কৃতীরা মোটরবাইকে এসে রাস্তা আটকায় ৷ সেইসময় শাহজাহান পালানোর চেষ্টা করায় তাঁকে পিছন থেকে গুলি করে দুষ্কৃতীরা ৷ হাতে গুলি লাগে তাঁর ৷ চিৎকার শুনে স্থানীয়রা এলে দুষ্কৃতীরা ঘটনাস্থান থেকে পালিয়ে যায় ৷

দেখুন ভিডিয়ো

স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে আসে ৷ বর্তমানে শাহজাহান রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷ গোটা ঘটনা জানিয়ে ওই ব্যবসায়ীর পরিবার রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

রায়গঞ্জ, 9 ডিসেম্বর : ছিনতাই করতে এসে ব্যর্থ ৷ ব্যক্তিকে গুলি করে পালাল দুষ্কৃতীরা ৷ গতরাতে ঘটনাটি ঘটে রায়গঞ্জের ট্যাগরা এলাকায় ৷ জখম ব্যক্তি রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসাধীন ৷ জখম ব্যক্তি পেশায় কাপড় ব্যবসায়ী ৷ নাম শাহজাহান ৷ তাঁর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ ৷

জানা গেছে, গতরাতে বাড়ি ফেরার পথে শাহজাহানের থেকে ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতীরা ৷ দুষ্কৃতীরা মোটরবাইকে এসে রাস্তা আটকায় ৷ সেইসময় শাহজাহান পালানোর চেষ্টা করায় তাঁকে পিছন থেকে গুলি করে দুষ্কৃতীরা ৷ হাতে গুলি লাগে তাঁর ৷ চিৎকার শুনে স্থানীয়রা এলে দুষ্কৃতীরা ঘটনাস্থান থেকে পালিয়ে যায় ৷

দেখুন ভিডিয়ো

স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে আসে ৷ বর্তমানে শাহজাহান রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷ গোটা ঘটনা জানিয়ে ওই ব্যবসায়ীর পরিবার রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

Intro:রায়গঞ্জ, ৯ ডিসেম্বর, প্রসুন মৈত্র: ছিনতাই করতে এসে ব্যর্থ হওয়ায় এক কাপড় ব্যবসায়ীকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ট্যাগরা এলাকায়। আহত কাপড় ব্যাবসায়ী রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। রায়গঞ্জ থানায় ঘটনার লিখিত অভিযোগ করেছে শাহাজাহানের পরিবার। ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ।

রবিবার রাতে ব্যবসা করে বাড়ি ফেরার পথে রায়গঞ্জ থানার ট্যাগরা এলাকায় এক কাপড়ের ব্যবসায়ীর থেকে ছিনতাইয়ের চেষ্টা করে কয়েকজন দুষ্কৃতি। দুষ্কৃতীরা মোটরবাইক এসে কাপড় ব্যবসায়ী শাহজাহানের পথ আগলে ধরে। সেই সময় ওই ব্যবসায়ী পালানোর চেষ্টা করায় তাকে পেছন থেকে দুষ্কৃতিরা গুলি চালায়। হাতে গুলি লেগে ওই ব্যবসায়ী মাটিতে পড়ে যায়। তার চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা ছুটে এলে দুষ্কৃতিরা তাকে ফেলে পালিয়ে যায়। এই ঘটনার জেরে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়। আহত ওই ব্যবসায়ী বর্তমানে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে চিকিতসাধীন রয়েছে। গোটা ঘটনা জানিয়ে তার পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বাইট - শাহাজাহান আলি (আহত ব্যাবসায়ী)Body:AbcdConclusion:Abcd
Last Updated : Dec 9, 2019, 7:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.