রায়গঞ্জ, 19 অক্টোবর : বাবাকে সঙ্গে নিয়ে শ্বশুরকে খুনের অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে । অভিযোগ, শ্বশুরবাড়ির সম্পত্তি হাতাতেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার বারোদুয়ারি সরোজ কলোনির বাসিন্দা হারাধন দে সরকারের উপর চড়াও হয় তাঁর জামাই । জামাই সঞ্জীব ঘোষ-সহ দুজনকে আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ । দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।
অভিযোগ, দীর্ঘদিন ধরেই শ্বশুরবাড়ির দুই কাঠা জমি হাতানোর চেষ্টা করছিল হারাধন দে সরকারের মেয়ে বিজয়ারানি ঘোষের স্বামী সঞ্জীব । কিন্তু, বসতবাড়ি বিক্রি করলে পথে বসতে হবে । এই আশঙ্কায় বাড়ি বিক্রি করতে রাজি হননি হারাধনবাবু । এরপরই টাকা দাবি করে সঞ্জীব । টাকা নিতে না পারায় শ্বশুরবাড়ির কয়েকটি ছাগল একপ্রকার জোর করেই নিয়ে যায় সে ।
আজ হারাধনবাবু গোরু চড়াতে মাঠে গিয়েছিলেন । সেই সময় তাঁর বাড়িতে হানা দেয় জামাই । সঙ্গে ছিল সঞ্জীবের বাবা সহিন্দর ঘোষও । বাড়িতে দেখতে না পেয়ে মাঠে যায় তারা । অভিযোগ, একা পেয়ে ভারী কাঠ দিয়ে হারাধনবাবুকে বেধড়ক মারধর করা হয় । ঘটনাস্থানেই মৃত্যু হয় হারাধন দে সরকারের ।
এদিকে বাড়িতে আসেন হারাধনবাবুর ছোটো মেয়ে জয়া ঠাকুর । মাঠে বাবার রক্তাক্ত দেহ দেখতে পেয়ে চিৎকার করতে শুরু করেন তিনি । চেঁচামেচি শুনে বেরিয়ে আসেন প্রতিবেশীরাও । তাঁরাই পুলিশে খবর দেন । ঘটনাস্থান থেকে বিজয়ারানি ও সঞ্জীবকে আটক করেছে পুলিশ । অপর অভিযুক্ত সহিন্দর ঘোষ পলাতক ।