ETV Bharat / state

Maize cultivation : লকডাউন তার উপর অতিবৃষ্টি, ব্যাপক ক্ষতির মুখে উত্তর দিনাজপুরের ভুট্টা চাষ - Maize cultivation in West Bengal

অতিবৃষ্টি এবং লকডাউনের জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে উত্তর দিনাজপুরের ভুট্টা চাষ (Maize cultivation) ৷ খেত থেকে ভুট্টা ভাঙার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না ৷ আবার লকডাউনের জন্য ভুট্টা বাজার অবধি নিয়ে যাওয়াও যাচ্ছে না ৷ ঋণ নিয়ে চাষ করার পর ফসল বাজারজাত না করতে পারায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন জেলার প্রচুর চাষি ৷

ব্যাপক ক্ষতির মুখে উত্তর দিনাজপুরের ভুট্টা চাষ
ব্যাপক ক্ষতির মুখে উত্তর দিনাজপুরের ভুট্টা চাষ
author img

By

Published : Jun 14, 2021, 2:27 PM IST

রায়গঞ্জ, 14 জুন : ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন উত্তর দিনাজপুরের ভুট্টা চাষিরা (Maize cultivation) । একে অতিবৃষ্টিতে ফলন কম তার উপর লকডাউনের কারণে বাইরের পাইকাররা না আসায় স্থানীয় বাজারে কম দামে বিক্রি করতে হচ্ছে ভুট্টা । অনেক চাষিই ঋণ ধার করে ভুট্টা চাষ করেছেন ৷ এখন চাষের খরচই উঠছে না, মহাজনের ঋণ পরিশোধ করবেন কীভাবে তা নিয়েই চরম দুশ্চিন্তায় পড়েছেন ভুট্টা চাষিরা । খেতে গাছেই ঝুলছে পাকা ভুট্টা ।

ধান-গম চাষের পাশাপাশি প্রচুর পরিমাণে ভুট্টা চাষ হচ্ছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ ও করণদিঘি ব্লকে । মূলত পাট চাষের পরিমাণ কমে যাওয়ায় লাভজনক ভুট্টা চাষের দিকে ঝুঁকেছেন কৃষকেরা । এবছর গ্রামের পর গ্রাম খেতজুড়ে হয়েছে ভুট্টার ফলন । তবে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামাল দিতে রাজ্য সরকারের জারি করা কার্যত লকডাউনের জেরে চরম সমস্যায় পড়েছেন এই ভুট্টা চাষিরা ।

রায়গঞ্জ ব্লকের উৎপাদিত ভুট্টা জেলার বাইরে পাঠানো হয় ৷ জেলারই ডালখোলা, মালদা, মুর্শিদাবাদ-সহ আসে কলকাতাতেও ৷ পাইকাররা চাষিদের কাছ থেকে কিনে নিয়ে সেগুলি বিভিন্ন জায়গায় বিক্রি করেন ৷ কিন্তু লকডাউনের কারণে বাইরের পাইকাররা রায়গঞ্জে এসে ভুট্টা কিনতে পারছেন না ৷ জেলায় যে পাইকাররা আছেন তাঁদের কাছে যে দাম পাওয়া যাবে সেই দামে ফসল বিক্রি করতে হলে এতটুকুও লাভ হবে না ৷ বেশিরভাগ কৃষকই তা করতে নারাজ ৷ ফলে খেতেই রয়ে গিয়েছে ফসল ৷ তবে কিছু কৃষক উপায় না পেয়ে সামান্য দামে স্থানীয় বাজারে ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছেন ৷

লকডাউনে ক্ষতির মুখে পড়েছেন উত্তর দিনাজপুরের ভুট্টা চাষিরা ৷

আবদুলঘাটার ভুট্টা চাষি শুভঙ্কর বিশ্বাস ও অমিত মজুমদার জানান, লকডাউনের কারণে বাইরে থেকে পাইকাররা না আসায় খুবই কম দামে রায়গঞ্জের বাজারে বিক্রি করতে হচ্ছে ভুট্টা । মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে চাষ করেছেন তাঁরা ৷ এখন ফসলের দামই পাচ্ছেন না ৷ অনেকের ভুট্টাই মাঠে পড়ে থেকেই নষ্ট হচ্ছে । চাষের খরচই না ওঠায় মহাজনের ঋণ এখন কীভাবে পরিশোধ করবেন তা নিয়েই দুশ্চিন্তায় পড়েছেন রায়গঞ্জ-সহ জেলার বিভিন্ন ব্লকের ভুট্টা চাষিরা ।

আরও পড়ুন : Covid-19 : বরাদ্দ মাত্র পঞ্চাশ শতাংশ শ্রমিক, করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্ষতির মুখে বাংলার চা শিল্প

রায়গঞ্জ, 14 জুন : ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন উত্তর দিনাজপুরের ভুট্টা চাষিরা (Maize cultivation) । একে অতিবৃষ্টিতে ফলন কম তার উপর লকডাউনের কারণে বাইরের পাইকাররা না আসায় স্থানীয় বাজারে কম দামে বিক্রি করতে হচ্ছে ভুট্টা । অনেক চাষিই ঋণ ধার করে ভুট্টা চাষ করেছেন ৷ এখন চাষের খরচই উঠছে না, মহাজনের ঋণ পরিশোধ করবেন কীভাবে তা নিয়েই চরম দুশ্চিন্তায় পড়েছেন ভুট্টা চাষিরা । খেতে গাছেই ঝুলছে পাকা ভুট্টা ।

ধান-গম চাষের পাশাপাশি প্রচুর পরিমাণে ভুট্টা চাষ হচ্ছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ ও করণদিঘি ব্লকে । মূলত পাট চাষের পরিমাণ কমে যাওয়ায় লাভজনক ভুট্টা চাষের দিকে ঝুঁকেছেন কৃষকেরা । এবছর গ্রামের পর গ্রাম খেতজুড়ে হয়েছে ভুট্টার ফলন । তবে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামাল দিতে রাজ্য সরকারের জারি করা কার্যত লকডাউনের জেরে চরম সমস্যায় পড়েছেন এই ভুট্টা চাষিরা ।

রায়গঞ্জ ব্লকের উৎপাদিত ভুট্টা জেলার বাইরে পাঠানো হয় ৷ জেলারই ডালখোলা, মালদা, মুর্শিদাবাদ-সহ আসে কলকাতাতেও ৷ পাইকাররা চাষিদের কাছ থেকে কিনে নিয়ে সেগুলি বিভিন্ন জায়গায় বিক্রি করেন ৷ কিন্তু লকডাউনের কারণে বাইরের পাইকাররা রায়গঞ্জে এসে ভুট্টা কিনতে পারছেন না ৷ জেলায় যে পাইকাররা আছেন তাঁদের কাছে যে দাম পাওয়া যাবে সেই দামে ফসল বিক্রি করতে হলে এতটুকুও লাভ হবে না ৷ বেশিরভাগ কৃষকই তা করতে নারাজ ৷ ফলে খেতেই রয়ে গিয়েছে ফসল ৷ তবে কিছু কৃষক উপায় না পেয়ে সামান্য দামে স্থানীয় বাজারে ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছেন ৷

লকডাউনে ক্ষতির মুখে পড়েছেন উত্তর দিনাজপুরের ভুট্টা চাষিরা ৷

আবদুলঘাটার ভুট্টা চাষি শুভঙ্কর বিশ্বাস ও অমিত মজুমদার জানান, লকডাউনের কারণে বাইরে থেকে পাইকাররা না আসায় খুবই কম দামে রায়গঞ্জের বাজারে বিক্রি করতে হচ্ছে ভুট্টা । মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে চাষ করেছেন তাঁরা ৷ এখন ফসলের দামই পাচ্ছেন না ৷ অনেকের ভুট্টাই মাঠে পড়ে থেকেই নষ্ট হচ্ছে । চাষের খরচই না ওঠায় মহাজনের ঋণ এখন কীভাবে পরিশোধ করবেন তা নিয়েই দুশ্চিন্তায় পড়েছেন রায়গঞ্জ-সহ জেলার বিভিন্ন ব্লকের ভুট্টা চাষিরা ।

আরও পড়ুন : Covid-19 : বরাদ্দ মাত্র পঞ্চাশ শতাংশ শ্রমিক, করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্ষতির মুখে বাংলার চা শিল্প

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.