ETV Bharat / state

উত্তর দিনাজপুরে আশাকর্মীদের খাদ্যসামগ্রী বিলি গ্রাম পঞ্চায়েতের - lockdown news

লকডাউনে উত্তর দিনাজপুরের কমলাবাড়িতে আশাকর্মী, স্বাস্থ্যকর্মী ও স্বর্ণজয়ন্তীর সদস্যদের পাশে দাঁড়াল কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত । তাঁদের চাল, ডাল, আলু, তেল দেওয়ার পাশাপাশি সুরক্ষার জন্য দেওয়া হল সার্জিকাল মাস্ক ও স্যানিটাইজ়ার ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 22, 2020, 3:27 PM IST

রায়গঞ্জ, 22 এপ্রিল : কোরোনা সংক্রমণের ভয় দূরে রেখেই মানুষের সেবায় দিনরাত কাজ করে চলেছেন । মানুষকে সচেতন করতে রাস্তায় চালিয়েছেন প্রচারও । একদম সামনে গিয়ে লড়ছেন এমন মানুষও কম নেই । বদলে তাঁরা অর্থ পান সামান্য । লকডাউন পরিস্থিতিতে স্থানীয় এমনই স্বাস্থ্যকর্মী, আশাকর্মী ও স্বর্ণজয়ন্তী দলের সদস্যদের পাশে দাঁড়াল কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত । তাঁদের হাতে তুলে দেওয়া হল খাদ্যসামগ্রী, স্যানিটাইজ়ার ও মাস্ক ।

কোরোনা সংক্রমণ রুখতে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা । কিন্তু স্বাস্থ্যকর্মী, আশাকর্মী ও স্বর্ণজয়ন্তী দলের সদস্যদের ছুটি নেই । তাঁরা কখনও মাস্ক বানিয়ে মানুষকে সাহায্য করছেন, তো কখনও প্রাথমিক চিকিৎসা দিয়ে । কোথাও বিলি করছেন খাদ্যসামগ্রী, কোথাও হাসাপাতালে নানা কাজ । আশা কর্মীদের কেউ কেউ আবার গান গেয়ে রাস্তায় কোরোনা সচেতনতার প্রচারও করেন । কিন্তু আর্থিক দিক থেকে তাঁদের অনেকেই দুর্বল । কারও কারও পরিবারে আবার তিনিই একমাত্র উপার্জনকারী । লকডাউনে উত্তর দিনাজপুরের কমলাবাড়িতে এমন সকলের পাশে দাঁড়াল কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত । চাল, ডাল, আলু, তেল দেওয়ার পাশাপাশি তাঁদের সুরক্ষার জন্য দেওয়া হল সার্জিকাল মাস্ক ও স্যানিটাইজ়ার ।

এবিষয়ে কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান প্রশান্তকুমার দাস বলেন, "এঁরা মানুষের সেবায় দিনরাত কাজ করছেন । উৎসাহ দিতে ও পাশে থাকতে উপহার হিসেবে খাদ্যসামগ্রী ও স্যানিটাইজ়ার তুলে দেওয়া হল ।"

রায়গঞ্জ, 22 এপ্রিল : কোরোনা সংক্রমণের ভয় দূরে রেখেই মানুষের সেবায় দিনরাত কাজ করে চলেছেন । মানুষকে সচেতন করতে রাস্তায় চালিয়েছেন প্রচারও । একদম সামনে গিয়ে লড়ছেন এমন মানুষও কম নেই । বদলে তাঁরা অর্থ পান সামান্য । লকডাউন পরিস্থিতিতে স্থানীয় এমনই স্বাস্থ্যকর্মী, আশাকর্মী ও স্বর্ণজয়ন্তী দলের সদস্যদের পাশে দাঁড়াল কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত । তাঁদের হাতে তুলে দেওয়া হল খাদ্যসামগ্রী, স্যানিটাইজ়ার ও মাস্ক ।

কোরোনা সংক্রমণ রুখতে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা । কিন্তু স্বাস্থ্যকর্মী, আশাকর্মী ও স্বর্ণজয়ন্তী দলের সদস্যদের ছুটি নেই । তাঁরা কখনও মাস্ক বানিয়ে মানুষকে সাহায্য করছেন, তো কখনও প্রাথমিক চিকিৎসা দিয়ে । কোথাও বিলি করছেন খাদ্যসামগ্রী, কোথাও হাসাপাতালে নানা কাজ । আশা কর্মীদের কেউ কেউ আবার গান গেয়ে রাস্তায় কোরোনা সচেতনতার প্রচারও করেন । কিন্তু আর্থিক দিক থেকে তাঁদের অনেকেই দুর্বল । কারও কারও পরিবারে আবার তিনিই একমাত্র উপার্জনকারী । লকডাউনে উত্তর দিনাজপুরের কমলাবাড়িতে এমন সকলের পাশে দাঁড়াল কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত । চাল, ডাল, আলু, তেল দেওয়ার পাশাপাশি তাঁদের সুরক্ষার জন্য দেওয়া হল সার্জিকাল মাস্ক ও স্যানিটাইজ়ার ।

এবিষয়ে কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান প্রশান্তকুমার দাস বলেন, "এঁরা মানুষের সেবায় দিনরাত কাজ করছেন । উৎসাহ দিতে ও পাশে থাকতে উপহার হিসেবে খাদ্যসামগ্রী ও স্যানিটাইজ়ার তুলে দেওয়া হল ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.