ETV Bharat / state

কার্যত লকডাউনে প্রতিদিন নষ্ট হচ্ছে অবিক্রিত ফল, চিন্তায় ব্যবসায়ীরা - বাংলায় লকডাউন

রাজ্যে কার্যত লকডাউন চলায় সব ফল বিক্রি হচ্ছে না বিক্রেতাদের ৷ গরমে প্রতিদিন নষ্ট হচ্ছে অবিক্রিত ফল ৷ ফলে মাথায় হাত পড়েছে ফল ব্যবসায়ীদের ৷

lockdown effect on fruit hawkers at raiganj
কার্যত লকডাউনে প্রতিদিন নষ্ট হচ্ছে অবিক্রিত ফল, চিন্তায় ব্যবসায়ীরা
author img

By

Published : May 19, 2021, 2:55 PM IST

রায়গঞ্জ, 19 মে: করোনার সংক্রমণ রুখতে রাজ্যে চলছে কার্যত লকডাউন ৷ সরকারি নির্দেশে বাজার খোলা সকাল 7টা থেকে 10টা ৷ এতেই সমস্যায় পড়েছেন রায়গঞ্জের ফলবিক্রেতারা ৷ এই তিন ঘণ্টায় সব ফল বিক্রি হচ্ছে না ৷ অবিক্রিত ফল প্রবল গরমে প্রায় রোজই নষ্ট হয়ে যাচ্ছে । ফলে মাথায় হাত পড়েছে ফল ব্যবসায়ীদের ৷

অতিমারি করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে এবং সংক্রমণ রুখতে রাজ্য সরকার 16 মে থেকে 30 মে পর্যন্ত কার্যত লকডাউন জারি করেছে । শুধুমাত্র সকাল 7 টা থেকে বেলা 10 টা পর্যন্ত বাজার ও মুদির দোকান খোলা রাখার পর তা বন্ধ করে দিতে হচ্ছে । এই পরিস্থিতিতে ফল ব্যাবসায়ীরা প্রতিদিন প্রায় 700-800 টাকার ক্ষতির মুখে পড়তে হচ্ছে ফল ব্যবসায়ীদের ।

তাঁদের দাবি, সকালে প্রায় এক থেকে দু ঘণ্টা লেগে যাচ্ছে পাইকারি বাজার থেকে ফল এনে দোকান খুলে পসরা সাজাতে । এরপর যেটুকু সময় বাকি থাকছে তাতে সব ফল বিক্রি হচ্ছে না ৷ আর প্রচণ্ড গরমে প্রতিদিন নষ্ট হয়ে যাচ্ছে অবিক্রিত পাকা ফলগুলি ।

আরও পড়ুন: তখতের দাপটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গুজরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী

চিন্তায় ব্যবসায়ীরা

চন্দন কর্মকার নামে এক ফল বিক্রেতা জানিয়েছেন, "প্রতিদিন যা ফল আনা হচ্ছে বিক্রি না হওয়াতে ফলগুলি গরমে পচে যাচ্ছে । আমাদের চরম ক্ষতির মুখে পড়তে হচ্ছে । আমাদেরকে যে দুই তিন ঘণ্টা দেওয়া হয়েছে, তাতে ব্যবসা করা যাচ্ছে না । আমাদের দোকান খুলে ফল সাজাতে অনেক সময় লেগে যাচ্ছে ৷ সময়সীমা বাড়িয়ে দিলে আমাদের ব্যবসাটা ঠিকমতো করতে পারব, না হলে না খেয়ে আমাদের মরতে হবে ।"

রায়গঞ্জ, 19 মে: করোনার সংক্রমণ রুখতে রাজ্যে চলছে কার্যত লকডাউন ৷ সরকারি নির্দেশে বাজার খোলা সকাল 7টা থেকে 10টা ৷ এতেই সমস্যায় পড়েছেন রায়গঞ্জের ফলবিক্রেতারা ৷ এই তিন ঘণ্টায় সব ফল বিক্রি হচ্ছে না ৷ অবিক্রিত ফল প্রবল গরমে প্রায় রোজই নষ্ট হয়ে যাচ্ছে । ফলে মাথায় হাত পড়েছে ফল ব্যবসায়ীদের ৷

অতিমারি করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে এবং সংক্রমণ রুখতে রাজ্য সরকার 16 মে থেকে 30 মে পর্যন্ত কার্যত লকডাউন জারি করেছে । শুধুমাত্র সকাল 7 টা থেকে বেলা 10 টা পর্যন্ত বাজার ও মুদির দোকান খোলা রাখার পর তা বন্ধ করে দিতে হচ্ছে । এই পরিস্থিতিতে ফল ব্যাবসায়ীরা প্রতিদিন প্রায় 700-800 টাকার ক্ষতির মুখে পড়তে হচ্ছে ফল ব্যবসায়ীদের ।

তাঁদের দাবি, সকালে প্রায় এক থেকে দু ঘণ্টা লেগে যাচ্ছে পাইকারি বাজার থেকে ফল এনে দোকান খুলে পসরা সাজাতে । এরপর যেটুকু সময় বাকি থাকছে তাতে সব ফল বিক্রি হচ্ছে না ৷ আর প্রচণ্ড গরমে প্রতিদিন নষ্ট হয়ে যাচ্ছে অবিক্রিত পাকা ফলগুলি ।

আরও পড়ুন: তখতের দাপটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গুজরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী

চিন্তায় ব্যবসায়ীরা

চন্দন কর্মকার নামে এক ফল বিক্রেতা জানিয়েছেন, "প্রতিদিন যা ফল আনা হচ্ছে বিক্রি না হওয়াতে ফলগুলি গরমে পচে যাচ্ছে । আমাদের চরম ক্ষতির মুখে পড়তে হচ্ছে । আমাদেরকে যে দুই তিন ঘণ্টা দেওয়া হয়েছে, তাতে ব্যবসা করা যাচ্ছে না । আমাদের দোকান খুলে ফল সাজাতে অনেক সময় লেগে যাচ্ছে ৷ সময়সীমা বাড়িয়ে দিলে আমাদের ব্যবসাটা ঠিকমতো করতে পারব, না হলে না খেয়ে আমাদের মরতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.