ETV Bharat / state

আব্দুলঘাটা গ্রামের গরিব পরিবারের ‘ত্রাতা’ ক্ষিতীশ বর্মন - করোনা

করোনা আবহে রাজ্যে কার্যত লকডাউন চলছে ৷ এই পরিস্থিতিতে রায়গঞ্জ ব্লকের আব্দুলঘাটা গ্রামের গরিব পরিবারগুলির পাশে দাঁড়ালেন, ওই গ্রামেরই বাসিন্দা ক্ষিতীশ বর্মন ৷ প্রত্যেক পরিবারকে 10 কিলো চাল ও 5 কিলো করে আলু দিলেন তিনি ৷

lock down khitish barman give food to needy people of abdulghata village in raiganj
কার্যত লকডাউনে গরিব পরিবারগুলির পাশে দাঁড়ালেন আব্দুলঘাটা গ্রামের ক্ষিতীশ বর্মন
author img

By

Published : May 31, 2021, 5:41 PM IST

রায়গঞ্জ, 31 মে : করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ালেন রায়গঞ্জের আব্দুলঘাটা গ্রামের বাসিন্দা ক্ষিতীশ বর্মন ৷ গ্রামের গরিব পরিবারে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন তিনি ৷ রাজ্য বর্তমানে কার্যত লকডাউন চলছে ৷ এই সময় গ্রামাঞ্চলে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন ৷ সেরকমই নিজের গ্রামের কর্মহীন অসহায় পরিবারগুলির পাশে দাঁড়ালেন ক্ষিতীশ বর্মন ৷ তবে, শুধু করোনা পরিস্থিতি বা লকডাউন বলে নয় ৷ সারা বছর নানা ধরনের সমাজসেবার কাজ করেন ক্ষিতীশবাবু ৷

আজ রায়গঞ্জ ব্লকের আব্দুলঘাটা গ্রামের গরিব পরিবারগুলিকে 10 কিলো চাল ও 5 কিলো আলু পৌঁছে দেন ৷ যাতে এই কঠিন পরিস্থিতিতে গরিব মানুষগুলি দু’বেলা পেট ভরে খেতে পারেন ৷ কার্যত লকডাউন পরিস্থিতিতে আব্দুলঘাটা গ্রামে অনেকেই রোজগার হারিয়েছেন ৷ ফলে দু’বেলা পেট ভরে খাবার জোগাড় করাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে তাঁদের পক্ষে ৷ সেই গরিব মানুষগুলির পাশে দাঁড়াতেই এগিয়ে এসেছেন ক্ষিতীশ বর্মন ৷ সেই সঙ্গে যাঁদের সামর্থ রয়েছে, তাঁদেরও গরিব মানুষগুলির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি ৷

কার্যত লকডাউনে গরিব পরিবারগুলির পাশে দাঁড়ালেন আব্দুলঘাটা গ্রামের ক্ষিতীশ বর্মন

আরও পড়ুন : দুর্গাপুরের দুই বিধায়কের খাদ্যসামগ্রী বিতরণ

শহরাঞ্চলে রাজনৈতিক দলগুলির তরফে অথবা স্বেচ্ছাসেবী সংগঠনগুলি গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে ৷ কিন্তু, গ্রামাঞ্চলের অধিকাংশ মানুষ সেই সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ক্ষিতীশ বর্মন ৷ তাই তিনি নিজের উদ্যোগে গ্রামের গরিব মানুষের পাশে দাঁড়িয়ে 30 কুইন্টাল চাল ও 15 কুইন্টার আলু বিতরণ করেছেন ৷ যেখানে প্রত্যেক পরিবারের ভাগে 10 কিলো চাল এবং 5 কিলো করে আলু পড়েছে ৷

রায়গঞ্জ, 31 মে : করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ালেন রায়গঞ্জের আব্দুলঘাটা গ্রামের বাসিন্দা ক্ষিতীশ বর্মন ৷ গ্রামের গরিব পরিবারে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন তিনি ৷ রাজ্য বর্তমানে কার্যত লকডাউন চলছে ৷ এই সময় গ্রামাঞ্চলে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন ৷ সেরকমই নিজের গ্রামের কর্মহীন অসহায় পরিবারগুলির পাশে দাঁড়ালেন ক্ষিতীশ বর্মন ৷ তবে, শুধু করোনা পরিস্থিতি বা লকডাউন বলে নয় ৷ সারা বছর নানা ধরনের সমাজসেবার কাজ করেন ক্ষিতীশবাবু ৷

আজ রায়গঞ্জ ব্লকের আব্দুলঘাটা গ্রামের গরিব পরিবারগুলিকে 10 কিলো চাল ও 5 কিলো আলু পৌঁছে দেন ৷ যাতে এই কঠিন পরিস্থিতিতে গরিব মানুষগুলি দু’বেলা পেট ভরে খেতে পারেন ৷ কার্যত লকডাউন পরিস্থিতিতে আব্দুলঘাটা গ্রামে অনেকেই রোজগার হারিয়েছেন ৷ ফলে দু’বেলা পেট ভরে খাবার জোগাড় করাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে তাঁদের পক্ষে ৷ সেই গরিব মানুষগুলির পাশে দাঁড়াতেই এগিয়ে এসেছেন ক্ষিতীশ বর্মন ৷ সেই সঙ্গে যাঁদের সামর্থ রয়েছে, তাঁদেরও গরিব মানুষগুলির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি ৷

কার্যত লকডাউনে গরিব পরিবারগুলির পাশে দাঁড়ালেন আব্দুলঘাটা গ্রামের ক্ষিতীশ বর্মন

আরও পড়ুন : দুর্গাপুরের দুই বিধায়কের খাদ্যসামগ্রী বিতরণ

শহরাঞ্চলে রাজনৈতিক দলগুলির তরফে অথবা স্বেচ্ছাসেবী সংগঠনগুলি গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে ৷ কিন্তু, গ্রামাঞ্চলের অধিকাংশ মানুষ সেই সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ক্ষিতীশ বর্মন ৷ তাই তিনি নিজের উদ্যোগে গ্রামের গরিব মানুষের পাশে দাঁড়িয়ে 30 কুইন্টাল চাল ও 15 কুইন্টার আলু বিতরণ করেছেন ৷ যেখানে প্রত্যেক পরিবারের ভাগে 10 কিলো চাল এবং 5 কিলো করে আলু পড়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.