রায়গঞ্জ, 21 মার্চ: কার্শিয়াং-এর বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার বাংলা ভাগের দাবির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, অবরোধ এবং বিজেপি বিধায়কের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানাল উত্তর দিনাজপুর বাংলা পক্ষ (protest against Kurseong BJP MLA)। জেলা সদর রায়গঞ্জ শহরের ঘড়িমোড়ে উত্তর দিনাজপুর বাংলা পক্ষ কমিটির পক্ষ থেকে বিজেপি বিধায়কের বাংলা ভাগের চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা করা হয়।
সম্প্রতি রাজ্য বিধানসভার অধিবেশন চলাকালীন কার্শিয়াং-এর বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তাঁর বক্তব্য পেশ করার সময় বাংলা ভাগের কথা বলেন। উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি তোলেন তিনি। তাঁর এই বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদে বাংলা পক্ষ। এদিন সংগঠনের পক্ষ থেকে রায়গঞ্জ শহরের ঘড়িমোড়ে বিক্ষোভ সমাবেশ করার পাশাপাশি কার্শিয়াং-এর বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার কুশপুত্তলিকা দাহ করা হয়।