রায়গঞ্জ, 27 জুলাই : উত্তর দিনাজপুর জেলায় পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু রায়গঞ্জ শহরের অনতিদূরে অবস্থিত কুলিক পক্ষীনিবাস । কোরোনা সংক্রমণের জেরে বন্ধ থাকায় সেখানে পর্যটকদের আনাগোনা নেই । ক্ষতির মুখে পড়েছেন ওই এলাকার ব্যবসায়ীরা ।
কোরোনা সংক্রমণের জেরে কুলিক পক্ষীনিবাস দীর্ঘ কয়েক মাস ধরে বন্ধ । রবিবার ছুটির দিনে সেখানে এসেছিল কয়েকজন । কিন্তু, পক্ষীনিবাস বন্ধ থাকায় ফিরে যায় তারা ।
তাদের বক্তব্য, “লকডাউন জারি থাকলেও রায়গঞ্জে পরিস্থিতি স্বাভাবিক । বিধিনিষেধের তেমন কড়াকড়ি নেই । তাই অনেক আশা করে পরিযায়ী পাখিদের দেখতে এশিয়ার বৃহত্তম এই পক্ষীনিবাসে এসেছিলাম । কিন্তু কোরোনার কারণে পক্ষীনিবাসের গেট বন্ধ । প্রবেশ করতে পারলাম না ।”
স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তের মানুষ ছাড়াও মালদা, বালুরঘাট, দার্জিলিং এমনকী বাংলাদেশ থেকেও অনেকে কুলিক পক্ষীনিবাসে নিয়মিত আসতেন । ব্যবসাও বেশ রমরমা হত । কিন্তু বর্তমান পরিস্থিতিতে পর্যটকদের আসা বন্ধ হয়ে যাওয়ায় কোনওরকমে দিন কাটছে ।”