ETV Bharat / state

রায়গঞ্জের নাবালিকাকে তিন মাস পর বিহার থেকে উদ্ধার করল রায়গঞ্জ থানার পুলিশ

গ্রামে আত্মীয়দের বাড়ি ঘুরতে যেত নাবালিকা ৷ হঠাৎ একদিন নিখোঁজ হয়ে গেল সে ৷ খোঁজ শুরু করতে আত্মীয়রা কিছুই জানে না বলে ফিরিয়ে দিয়েছিল বাবাকে ৷ দিশেহারা বাবা পুলিশের শরণাপন্ন হন ৷ তিন মাস পর পুলিশ খুঁজে বার করে ফিরিয়ে দিল মেয়েকে ৷

গ্রেফতার তিন পাচারকারী
গ্রেফতার তিন পাচারকারী
author img

By

Published : Jul 13, 2021, 11:52 AM IST

রায়গঞ্জ, 13 জুলাই : নিখোঁজ হওয়ার তিন মাস পর ঘরে ফিরল নাবালিকা ৷ রায়গঞ্জের বাসিন্দা ওই নাবালিকাকে বিহারের সিওয়ান জেলা থেকে উদ্ধার করল রায়গঞ্জ থানার পুলিশ ৷

আরও পড়ুন : দেহরক্ষীর মৃত্যুর ঘটনায় শুভেন্দুকে আক্রমণ কাকলির

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের 27 এপ্রিল রায়গঞ্জ থানার মধুপুর গ্রামের দেওগ্রাম এলাকার বাসিন্দা হলধর বর্মনের 17 বছরের মেয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায় । এরপর তার বাবা রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । তদন্তে নামে রায়গঞ্জ থানার পুলিশ ৷ প্রথমে ধূপগুড়ি থেকে পিঙ্কি রায় নামে এক মহিলাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ তার কাছ থেকে এই অপহরণের সঙ্গে জড়িত আদুরি সিংহের নাম জানা যায় ৷ আদুরি ডালখোলার বাসিন্দা ৷ তাকেও গ্রেফতার করা হয় । ধৃত দু'জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ওই নাবালিকাকে বিহারের সিওয়ান জেলায় পাচার করা হয়েছে । এরপর রায়গঞ্জ থানার পুলিশ বিহারের সিওয়ান জেলার পুলিশের সঙ্গে যোগাযোগ করে ৷ সেখান থেকে রায়গঞ্জের মধুপুরের নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে । পরে তাদের জিজ্ঞাসাবাদ করে করণদিঘির বাসিন্দা রমবমি বর্মনকে গ্রেফতার করে রায়গঞ্জ পুলিশ । ধৃতদের সোমবার রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে ।

মেয়েকে ফিরে পেয়ে দোষীদের সাজা চান বাবা হলধর বর্মন

মেয়েকে ফিরে পেয়ে স্বভাবতই খুশি হলধর বর্মন ৷ তিনি এদিন জানান, গ্রামে দু'চারজন আত্মীয়ের বাড়িতে ঘুরতে যেত তাঁর মেয়ে ৷ সেখান থেকে একদিন হঠাৎ মেয়েকে তুলে নিয়ে চলে যায় রমবমি ৷ তারা মেয়ে পাচার করে বলে জানালেন তিনি ৷ পরে পুলিশের কাছে অভিযোগ জানাতে বাড়ি ফিরল মেয়ে ৷ এখন দোষীদের সাজা চান বলে জানালেন হলধর ৷

রায়গঞ্জ, 13 জুলাই : নিখোঁজ হওয়ার তিন মাস পর ঘরে ফিরল নাবালিকা ৷ রায়গঞ্জের বাসিন্দা ওই নাবালিকাকে বিহারের সিওয়ান জেলা থেকে উদ্ধার করল রায়গঞ্জ থানার পুলিশ ৷

আরও পড়ুন : দেহরক্ষীর মৃত্যুর ঘটনায় শুভেন্দুকে আক্রমণ কাকলির

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের 27 এপ্রিল রায়গঞ্জ থানার মধুপুর গ্রামের দেওগ্রাম এলাকার বাসিন্দা হলধর বর্মনের 17 বছরের মেয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায় । এরপর তার বাবা রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । তদন্তে নামে রায়গঞ্জ থানার পুলিশ ৷ প্রথমে ধূপগুড়ি থেকে পিঙ্কি রায় নামে এক মহিলাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ তার কাছ থেকে এই অপহরণের সঙ্গে জড়িত আদুরি সিংহের নাম জানা যায় ৷ আদুরি ডালখোলার বাসিন্দা ৷ তাকেও গ্রেফতার করা হয় । ধৃত দু'জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ওই নাবালিকাকে বিহারের সিওয়ান জেলায় পাচার করা হয়েছে । এরপর রায়গঞ্জ থানার পুলিশ বিহারের সিওয়ান জেলার পুলিশের সঙ্গে যোগাযোগ করে ৷ সেখান থেকে রায়গঞ্জের মধুপুরের নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে । পরে তাদের জিজ্ঞাসাবাদ করে করণদিঘির বাসিন্দা রমবমি বর্মনকে গ্রেফতার করে রায়গঞ্জ পুলিশ । ধৃতদের সোমবার রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে ।

মেয়েকে ফিরে পেয়ে দোষীদের সাজা চান বাবা হলধর বর্মন

মেয়েকে ফিরে পেয়ে স্বভাবতই খুশি হলধর বর্মন ৷ তিনি এদিন জানান, গ্রামে দু'চারজন আত্মীয়ের বাড়িতে ঘুরতে যেত তাঁর মেয়ে ৷ সেখান থেকে একদিন হঠাৎ মেয়েকে তুলে নিয়ে চলে যায় রমবমি ৷ তারা মেয়ে পাচার করে বলে জানালেন তিনি ৷ পরে পুলিশের কাছে অভিযোগ জানাতে বাড়ি ফিরল মেয়ে ৷ এখন দোষীদের সাজা চান বলে জানালেন হলধর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.