ETV Bharat / state

ইসলামপুর পৌরসভার প্রশাসক পদে ফিরলেন কানাইয়ালাল

পুরনো পদে ফিরলেন কানাইয়ালাল আগরওয়াল ৷ উত্তর দিনাজপুরের ইসলামপুর পৌরসভার প্রশাসক পদে ফের বহাল করা হল তাঁকে ৷ বৃহস্পতিবার পৌরসভার প্রশাসনিক দায়িত্বভার গ্রহণ করলেন তিনি ৷

wb_ndin_01_kanaiyalal_posted_as_municipal_administrator_islampur_wb10021
ইসলামপুর পৌরসভার প্রশাসক পদে ফিরলেন কানাইয়ালাল
author img

By

Published : May 20, 2021, 6:31 PM IST

রায়গঞ্জ, 20 মে : ইসলামপুর পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান পদে ফের বসলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ৷ বৃহস্পতিবার পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হিসেবে ফের দায়িত্ব গ্রহণ করলেন তিনি ৷

এদিন দায়িত্ব গ্রহণ করার সঙ্গে সঙ্গে কানাইয়ালাল জানিয়েছেন, এই পরিস্থিতিতে প্রথম কাজই হবে কোভিড মোকাবিলা ৷ করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে, তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবিলার জন্য আগাম প্রস্তুতি হিসাবে আরও কয়েকটি সেফ হোম তৈরি করা হবে। ইসলামপুর শহরে স্যানিটাইজ়েশনের কাজ করার পাশাপাশি প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করা হবে ৷

এদিকে, বর্ষা আসন্ন ৷ বৃষ্টির জল জমে যাতে পরিস্থিতি আরও জটিল না হয়, তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কানাইয়ালাল ৷

প্রসঙ্গত, এবার বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছেন কানাইয়ালাল ৷ আগে কংগ্রেসে ছিলেন তিনি ৷ পরে দল বদলে তৃণমূলে যোগদান করেন ৷ 2015 সালে ইসলামপুর পৌরসভার নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় আসে ৷ চেয়ারম্যান হন কানাইয়ালাল ৷ এরপর দলবদল করেন তিনি ৷ 2020 সালের 21 মে সংশ্লিষ্ট পৌর বোর্ডের মেয়াদ শেষ হয় ৷ তখন রাজ্যজুড়ে করোনার প্রকোপ ও লকডাউন চলছিল ৷ সেই পরিস্থিতিতে রাজ্য সরকার পৌরসভা ও পৌরনিগমগুলির নির্বাচন প্রক্রিয়া বন্ধ রাখে। রাজ্যের মেয়াদ উত্তীর্ণ অন্য পৌরসভাগুলির মতোই ইসলামপুরেও প্রশাসকমণ্ডলী বসানো হয় ৷ প্রশাসক করা হয় কানা‌ইয়ালাল আগরওয়ালকে ৷

আরও পড়ুন : মেখলিগঞ্জ পৌরসভার প্রশাসক পদে ফিরলেন পরেশচন্দ্র অধিকারী

একুশের বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনের নির্দেশে প্রশাসক বোর্ডের পদ থেকে রাজনৈতিক ব্যক্তিত্বদের সরিয়ে দেয় সরকার ৷ অপসারিত হন কানাইয়ালালও ৷ এরপর তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে ভোটে হারলেও ফের তাঁকে তাঁর পুরনো পদে ফিরিয়ে আনল রাজ্য়ের তৃণমূল সরকার ৷

রায়গঞ্জ, 20 মে : ইসলামপুর পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান পদে ফের বসলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ৷ বৃহস্পতিবার পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হিসেবে ফের দায়িত্ব গ্রহণ করলেন তিনি ৷

এদিন দায়িত্ব গ্রহণ করার সঙ্গে সঙ্গে কানাইয়ালাল জানিয়েছেন, এই পরিস্থিতিতে প্রথম কাজই হবে কোভিড মোকাবিলা ৷ করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে, তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবিলার জন্য আগাম প্রস্তুতি হিসাবে আরও কয়েকটি সেফ হোম তৈরি করা হবে। ইসলামপুর শহরে স্যানিটাইজ়েশনের কাজ করার পাশাপাশি প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করা হবে ৷

এদিকে, বর্ষা আসন্ন ৷ বৃষ্টির জল জমে যাতে পরিস্থিতি আরও জটিল না হয়, তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কানাইয়ালাল ৷

প্রসঙ্গত, এবার বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছেন কানাইয়ালাল ৷ আগে কংগ্রেসে ছিলেন তিনি ৷ পরে দল বদলে তৃণমূলে যোগদান করেন ৷ 2015 সালে ইসলামপুর পৌরসভার নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় আসে ৷ চেয়ারম্যান হন কানাইয়ালাল ৷ এরপর দলবদল করেন তিনি ৷ 2020 সালের 21 মে সংশ্লিষ্ট পৌর বোর্ডের মেয়াদ শেষ হয় ৷ তখন রাজ্যজুড়ে করোনার প্রকোপ ও লকডাউন চলছিল ৷ সেই পরিস্থিতিতে রাজ্য সরকার পৌরসভা ও পৌরনিগমগুলির নির্বাচন প্রক্রিয়া বন্ধ রাখে। রাজ্যের মেয়াদ উত্তীর্ণ অন্য পৌরসভাগুলির মতোই ইসলামপুরেও প্রশাসকমণ্ডলী বসানো হয় ৷ প্রশাসক করা হয় কানা‌ইয়ালাল আগরওয়ালকে ৷

আরও পড়ুন : মেখলিগঞ্জ পৌরসভার প্রশাসক পদে ফিরলেন পরেশচন্দ্র অধিকারী

একুশের বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনের নির্দেশে প্রশাসক বোর্ডের পদ থেকে রাজনৈতিক ব্যক্তিত্বদের সরিয়ে দেয় সরকার ৷ অপসারিত হন কানাইয়ালালও ৷ এরপর তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে ভোটে হারলেও ফের তাঁকে তাঁর পুরনো পদে ফিরিয়ে আনল রাজ্য়ের তৃণমূল সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.