রায়গঞ্জ, 22 মে : কোরোনা মোকাবিলায় তাঁরাও বুক চিতিয়ে লড়াই করে চলেছেন । মানুষের সুরক্ষা নিশ্চিত করেছে । তাই এবার সাফাইকর্মী ও স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা দিল কালিয়াগঞ্জ পৌরসভা । তাঁদের হাতে তুলে দেওয়া হল পুষ্পস্তবক ও মিষ্টি ।
কোরোনা সংক্রমণ ও লকডাউন সবকিছুকে উপেক্ষা করে প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেছেন সাফাইকর্মী ও স্বাস্থ্যকর্মীরা । এমনকী, এখনও তাঁরা কোরোনা মোকাবিলায় কাজ করে চলেছেন । তাই তাঁদের কাজের প্রতি এই একনিষ্ঠতাকে সম্মান দিতে ও উৎসাহ করতে গতকাল তৃণমূল পরিচালিত কালিয়াগঞ্জ পৌরসভার তরফে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেখানেই 150 জনের বেশি সাফাইকর্মী, 40 জন স্বাস্থ্য কর্মী ও 60 জন সুপার ভাইজ়ার-সহ পৌরকর্মীদের হাতে পুষ্পস্তবক তুলে দেন পৌরপ্রধান কার্তিকচন্দ্র পাল ।
গতকালের এই অনুষ্ঠানে পৌরপ্রধান ছাড়াও উপ পৌরপ্রধান বসন্ত রায়, পৌর নির্বাহক আধিকারিক আশুতোষ বিশ্বা, ফিনান্স অফিসার ছোট্টু আগরওয়াল-সহ কাউন্সিলররা । পৌর প্রধান কার্তিকচন্দ্র পাল বলেন, "কোরোনা পরিস্থিতিতে সাফাইকর্মী, স্বাস্থ্যকর্মীরা নিত্যদিন কাজ করে যাচ্ছেন । তাই আমরা তাঁদের সম্মান প্রদর্শন করলাম । এরাই পৌরসভার আসল সৈনিক ।"