ETV Bharat / state

রায়গঞ্জের এই কালীপুজোয় প্রতিমা তৈরি সূর্যাস্তের পর, সূর্যোদয়ের আগে নিরঞ্জন

এই পুজোর মাহাত্ম্য ছড়িয়ে পড়েছে জেলার বাইরেও ৷ সারা বছরই থাকে ভক্তের সমাগম ৷ বিশেষ করে কালীপুজোর রাতে হাজার হাজার ভক্তের ঢল নামে রায়গঞ্জের দেবীনগর কালীবাড়িতে ৷

রায়গঞ্জের এই কালীপুজোয় প্রতিমা তৈরি সূর্যাস্তের পর, সূর্যোদয়ের আগে নিরঞ্জন
author img

By

Published : Oct 15, 2019, 11:52 PM IST

Updated : Oct 16, 2019, 8:52 AM IST

রায়গঞ্জ, 15 অক্টোবর : দিনের আলো দেখেন না, তাই সূর্য ডোবার পর তৈরি করা হয় বিগ্রহ ৷ প্রতিমা তৈরির রাতেই দীপান্বিতা কালীপুজো হয় ৷ পরদিন সূর্য ওঠার আগেই নিরঞ্জন হয় প্রতিমার ৷ সারা বছর নিষ্ঠাভরে পুজো চলে ৷ এই রীতি বছরের পর বছর চলে আসছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের দেবীনগর কালীবাড়ির পুজোয়৷

এই পুজোর মাহাত্ম্য ছড়িয়ে পড়েছে জেলার বাইরেও ৷ সারা বছরই ভক্তের সমাগম হয়৷ কালীপুজোর রাতে হাজার হাজার ভক্তের ঢল নামে রায়গঞ্জের দেবীনগর কালীবাড়িতে ৷ কথিত আছে, দিনাজপুরের ভূপালপুরের জমিদার দেবীনগরের রাস্তা দিয়ে যাওয়ার পথে তাঁর গাড়ি আটকে পড়ে ৷ সেই রাতেই মা কালী তাঁকে স্বপ্নাদেশ করেন যেখানে তাঁর গাড়ি আটকে গিয়েছিল, সেখানেই মায়ের মূর্তি করে পুজো দিতে হবে । সেই থেকে ভুপালপুর জমিদার দেবীনগরে রাস্তার ধারে মন্দির তৈরি করে দীপান্বিতা কালীপুজোর দিন থেকে শুরু দেবীনগর কালীবাড়ির পুজো ।

দেখুন ভিডিয়ো

স্বপ্নাদেশ অনুযায়ী, মন্দিরের মাথায় কোনও আচ্ছাদন নেই ৷ দেবী এখানে পূজিতা খোলা আকাশের নীচে । বর্তমানে এলাকার বাসিন্দাদের নিয়ে অছি পরিষদ গঠন করে এই পুজো পরিচালনা করা হয় । মন্দিরের প্রণামী বাক্সে সারা বছর যে টাকা জমা পরে সেই টাকা দিয়েই দীপান্বিতা কালীপুজোর ব্যয়ভার চলে । দেবীনগর কালীবাড়ির কালীপুজোর বিশেষ নিয়ম সূর্যাস্তের পর প্রতিমা তৈরি শুরু । সেই রাতেই প্রতিমার পুজো হয়ে সূর্যোদয় হওয়ার আগেই মায়ের বিসর্জন দেওয়া হয় । এখানে মায়ের কোনও অন্নভোগ দেওয়া হয় না । ফল, মিষ্টি, লুচি ও সুজি দিয়ে পুজোর ভোগ দেওয়া হয় । এতদিন পর্যন্ত এই পুজোয় বলি প্রথা প্রচলিত থাকলেও এ বছর থেকে তা বন্ধ করে দেওয়া হয়েছে ।

রায়গঞ্জ, 15 অক্টোবর : দিনের আলো দেখেন না, তাই সূর্য ডোবার পর তৈরি করা হয় বিগ্রহ ৷ প্রতিমা তৈরির রাতেই দীপান্বিতা কালীপুজো হয় ৷ পরদিন সূর্য ওঠার আগেই নিরঞ্জন হয় প্রতিমার ৷ সারা বছর নিষ্ঠাভরে পুজো চলে ৷ এই রীতি বছরের পর বছর চলে আসছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের দেবীনগর কালীবাড়ির পুজোয়৷

এই পুজোর মাহাত্ম্য ছড়িয়ে পড়েছে জেলার বাইরেও ৷ সারা বছরই ভক্তের সমাগম হয়৷ কালীপুজোর রাতে হাজার হাজার ভক্তের ঢল নামে রায়গঞ্জের দেবীনগর কালীবাড়িতে ৷ কথিত আছে, দিনাজপুরের ভূপালপুরের জমিদার দেবীনগরের রাস্তা দিয়ে যাওয়ার পথে তাঁর গাড়ি আটকে পড়ে ৷ সেই রাতেই মা কালী তাঁকে স্বপ্নাদেশ করেন যেখানে তাঁর গাড়ি আটকে গিয়েছিল, সেখানেই মায়ের মূর্তি করে পুজো দিতে হবে । সেই থেকে ভুপালপুর জমিদার দেবীনগরে রাস্তার ধারে মন্দির তৈরি করে দীপান্বিতা কালীপুজোর দিন থেকে শুরু দেবীনগর কালীবাড়ির পুজো ।

দেখুন ভিডিয়ো

স্বপ্নাদেশ অনুযায়ী, মন্দিরের মাথায় কোনও আচ্ছাদন নেই ৷ দেবী এখানে পূজিতা খোলা আকাশের নীচে । বর্তমানে এলাকার বাসিন্দাদের নিয়ে অছি পরিষদ গঠন করে এই পুজো পরিচালনা করা হয় । মন্দিরের প্রণামী বাক্সে সারা বছর যে টাকা জমা পরে সেই টাকা দিয়েই দীপান্বিতা কালীপুজোর ব্যয়ভার চলে । দেবীনগর কালীবাড়ির কালীপুজোর বিশেষ নিয়ম সূর্যাস্তের পর প্রতিমা তৈরি শুরু । সেই রাতেই প্রতিমার পুজো হয়ে সূর্যোদয় হওয়ার আগেই মায়ের বিসর্জন দেওয়া হয় । এখানে মায়ের কোনও অন্নভোগ দেওয়া হয় না । ফল, মিষ্টি, লুচি ও সুজি দিয়ে পুজোর ভোগ দেওয়া হয় । এতদিন পর্যন্ত এই পুজোয় বলি প্রথা প্রচলিত থাকলেও এ বছর থেকে তা বন্ধ করে দেওয়া হয়েছে ।

Intro:রায়গঞ্জ, ১৫ অক্টোবর, প্রসুন মৈত্র: দিনের আলো মা দেখেন না, তাই সূর্য ডোবার পরে তৈরি করা হয় মায়ের প্রতিমা। সেই রাতেই দীপান্বিতার পূজো হওয়ার পর সূর্য উদয়ের আগেই বিসর্জন দিয়ে দেওয়া হয় কালী প্রতিমার। আর সারা বছর পরম নিষ্ঠাভিরে বেদীতেই পূজো চলে মায়ের। এমনটাই রীতি বছরের পর বছর চলে আসছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের দেবীনগর কালীবাড়ির কালী পূজোর। জাগ্রতা দেবীর মাহাত্ম্য ছড়িয়ে পড়েছে সারা জেলা থেকে জেলার বাইরে। সারা বছর ভক্তের সমাগম ঘটে। দীপান্বিতার কালীপূজোর রাতে হাজার হাজার ভক্তের ঢল নামে রায়গঞ্জের দেবীনগর কালীবাড়িতে।

কথিত আছে দিনাজপুরের ভূপালপুরের জমিদার দেবীনগরের রাস্তা দিয়ে যাওয়ার পথে তার গাড়ি আটকে পরে। সেই রাতেই মা কালী তাঁকে স্বপ্নাদেশ করেন যেখানে তার গাড়ি আটকে গিয়েছিল সেখানেই মায়ের মূর্তি করে পুজো দিতে হবে। সেই থেকে ভূপালপুর জমিদার দেবীনগর দেবীনগরে রাস্তার ধারে মন্দির গড়ে দীপান্বিতা কালীপূজোর দিন থেকে শুরু দেবীনগর কালীবাড়ির কালীপূজা। সপ্নাদেশ অনুযায়ী মন্দিরের মাথায় কোনও আচ্ছাদন রাখা হয়না। মা এখানে পূজিতা হন খোলা আকাশের নীচে। বর্তমানে এলাকার বাসিন্দাদের নিয়ে ট্রাস্টি বোর্ড গঠন করে এই পূজো পরিচালনা করা হয়। মন্দিরের প্রনামী বাক্সে সারা বছর প্রনামী হিসেবে যে টাকা জমা পরে সেই টাকা দিয়েই দীপান্বিতা কালীপূজোর ব্যায়ভার চালানো হয়। দেবীনগর কালীবাড়ির কালীপূজোর বিশেষ নিয়ম সূর্য অস্ত যাওয়ার পর প্রতিমা তৈরি করা শুরু। সেই রাতেই প্রতিমার পূজো হয়ে সূর্য উদয় হওয়ার আগেই মায়ের বিসর্জন দেওয়া হয়। এখানে মায়ের কোনও অন্নভোগ হয়না। ফল, মিস্টি, লুচি ও সুজি দিয়ে মায়ের ভোগ হয়। এতদিন পর্যন্ত এই পূজোয় বলী প্রথা প্রচলিত থাকলেও এবার থেকে তা তুলে দেওয়া হয়েছে।

বাইট ১) সুপ্রিয় জ্যোতি বিশ্বাস ( পূজো উদ্যোক্তা)
২) তপন চক্রবর্তী ( সেবাইত, দেবীনগর কালীবাড়ি)Body:AbcdConclusion:Abcd
Last Updated : Oct 16, 2019, 8:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.