ETV Bharat / state

Kali Puja 2022: কালিয়াগঞ্জের কালীপুজোয় গেলেই পৌঁছে যাবেন মৌমাছির দেশে - মৌমাছি দেশ

কালিয়াগঞ্জের কালীপুজোর (Kali Puja 2022) এ বারের থিম মৌমাছি দেশ ৷ মৌমাছির জীবনযাত্রা তুলে ধরা হয়েছে গোটা দেশজুড়ে ৷

Kali Puja 2022: Uttar Dinajpur organisers theme is lifestyle of bees
কালিয়াগঞ্জের কালীপুজোয় গেলেই পৌঁছে যাবেন মৌমাছির দেশে
author img

By

Published : Oct 25, 2022, 3:27 PM IST

রায়গঞ্জ, 25 অক্টোবর: মৌমাছির দেশে পাড়ি দিতে চান ? চাক্ষুস করতে চান মৌমাছিদের জীবনযাত্রা (Lifestyle of bees)? তাহলে যেতে হবে উত্তর দিনাজপুরে (Uttar Dinajpur)৷ রায়গঞ্জের সুহৃদ সংঘের এ বারের কালীপুজোর (Kali Puja 2022) থিম, মৌমাছি দেশ ৷

প্রতি বছরই বিভিন্ন ধরনের থিমের পুজো করে আসছে সুহৃদ সংঘ (Suhrid Sangha Puja Porikrama)। এ বার তাদের থিম বেশ অভিনব ৷ মৌমাছি দেশ । এ বছর সুহৃদ সংঘের কালীপুজো 72তম বর্ষে পা দিয়েছে । মৌমাছিদের জীবনযাত্রা তুলে ধরা হয়েছে এ বারের থিমের পুজোয় । মৌমাছিরা বন জঙ্গলে কীভাবে বসবাস করে, তারা কীভাবে মধু সংগ্রহ করে মৌচাক তৈরি করে - এ সব নিয়েই সাজানো হয়েছে গোটা পুজো মণ্ডপ ।

Kali Puja 2022: Uttar Dinajpur organisers theme is lifestyle of bees
কালিয়াগঞ্জের কালীপুজো

মণ্ডপটি বানিয়েছেন নবদ্বীপের শিল্পীরা । প্রতিমা ও আলোকসজ্জা করেছেন স্থানীয়রাই । সেই এলাকাতেও প্রতিমা ও আলোকসজ্জায় শিল্পীদের সৃষ্টি চোখে পড়ার মতো ৷ গত দু'বছরে করোনার কারণে সংকটের মধ্যে কাটাতে হয়েছে তাঁদের ৷ হাতে ছিল না কোনও কাজ ৷ তাই এ বার তাঁরাও নয়া উদ্যমে কাজে মন দিয়েছেন । তাঁদের কাজের প্রশংসায় পঞ্চমুখ দর্শনার্থীরা ৷

Kali Puja 2022: Uttar Dinajpur organisers theme is lifestyle of bees
মৌমাছি দেশ

আরও পড়ুন: মা কালীর আবাহনে মাতলেন মমতা, দেখুন ছবি

এ বার সুহৃদ সংঘের কালীপুজোর বাজেট 8 লক্ষ টাকা । এই পুজো কালিয়াগঞ্জবাসীদের মন জয় করতে পারবে বলে আশা সুহৃদ সংঘের সদস্যদের ।

রায়গঞ্জ, 25 অক্টোবর: মৌমাছির দেশে পাড়ি দিতে চান ? চাক্ষুস করতে চান মৌমাছিদের জীবনযাত্রা (Lifestyle of bees)? তাহলে যেতে হবে উত্তর দিনাজপুরে (Uttar Dinajpur)৷ রায়গঞ্জের সুহৃদ সংঘের এ বারের কালীপুজোর (Kali Puja 2022) থিম, মৌমাছি দেশ ৷

প্রতি বছরই বিভিন্ন ধরনের থিমের পুজো করে আসছে সুহৃদ সংঘ (Suhrid Sangha Puja Porikrama)। এ বার তাদের থিম বেশ অভিনব ৷ মৌমাছি দেশ । এ বছর সুহৃদ সংঘের কালীপুজো 72তম বর্ষে পা দিয়েছে । মৌমাছিদের জীবনযাত্রা তুলে ধরা হয়েছে এ বারের থিমের পুজোয় । মৌমাছিরা বন জঙ্গলে কীভাবে বসবাস করে, তারা কীভাবে মধু সংগ্রহ করে মৌচাক তৈরি করে - এ সব নিয়েই সাজানো হয়েছে গোটা পুজো মণ্ডপ ।

Kali Puja 2022: Uttar Dinajpur organisers theme is lifestyle of bees
কালিয়াগঞ্জের কালীপুজো

মণ্ডপটি বানিয়েছেন নবদ্বীপের শিল্পীরা । প্রতিমা ও আলোকসজ্জা করেছেন স্থানীয়রাই । সেই এলাকাতেও প্রতিমা ও আলোকসজ্জায় শিল্পীদের সৃষ্টি চোখে পড়ার মতো ৷ গত দু'বছরে করোনার কারণে সংকটের মধ্যে কাটাতে হয়েছে তাঁদের ৷ হাতে ছিল না কোনও কাজ ৷ তাই এ বার তাঁরাও নয়া উদ্যমে কাজে মন দিয়েছেন । তাঁদের কাজের প্রশংসায় পঞ্চমুখ দর্শনার্থীরা ৷

Kali Puja 2022: Uttar Dinajpur organisers theme is lifestyle of bees
মৌমাছি দেশ

আরও পড়ুন: মা কালীর আবাহনে মাতলেন মমতা, দেখুন ছবি

এ বার সুহৃদ সংঘের কালীপুজোর বাজেট 8 লক্ষ টাকা । এই পুজো কালিয়াগঞ্জবাসীদের মন জয় করতে পারবে বলে আশা সুহৃদ সংঘের সদস্যদের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.