ETV Bharat / state

"রাজ্যে রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে বিধানসভা নির্বাচন হওয়া উচিত"

author img

By

Published : Aug 29, 2020, 8:45 PM IST

হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর প্রায় দেড় মাস পর আজ তাঁর বাড়িতে আসেন BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় । সেখানে বিধায়কের মৃত্যুর ঘটনায় CBI তদন্তের দাবি জানানোর পাশাপাশি JEE , NEET ও বিধানসভা নির্বাচন নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ।

Kailash Vijayvargiya
কৈলাস বিজয়বর্গীয়

রায়গঞ্জ , 29 অগাস্ট : "বলিউডের নায়ক সুশান্ত সিং রাজপুত হত্যাকাণ্ডে যেমন CBI তদন্ত দেওয়া হয়েছে, তেমনই এখানকার জননায়ক BJP বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃত্যুর ঘটনার তদন্ত CBI-র হাতে দেওয়া উচিত।" আজ হেমতাবাদের প্রয়াত BJP বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে এসে সাংবাদিকদের এমনই বললেন BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় । পাশাপাশি JEE ও NEET নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি ।

তিনি বলেন , " হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্র নাথ রায়কে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে । পুরো পরিকল্পনা করে খুন করা হয়েছে । এতে দুষ্কৃতী, পুলিশ এবং তৃণমূল যুক্ত রয়েছে । তিনি আত্মহত্যা করেননি । সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে । আশা করছি, CBI তদন্তের নির্দেশ দেবে সুপ্রিমকোর্ট । CBI তদন্তেই সব বেরিয়ে আসবে । "

চলতি বছরের 13 জুলাই বাড়ি থেকে কিছুটা দূরে বালিয়ামোড় বাজার এলাকায় একটি বন্ধ মোবাইলের দোকানের সামনে বারান্দায় ঝুলন্ত দেহ উদ্ধার হয় হেমতাবাদের BJP বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের । পুলিশ এটিকে আত্মহত্যার ঘটনা বললেও প্রয়াত বিধায়কের পরিবার ও BJP খুনের অভিযোগ তুলে সরব হয় । দলীয় বিধায়ক খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্যজুড়ে বনধসহ ব্যাপক আন্দোলনে নামে BJP । ঘটনার তদন্তে নেমে পুলিশ বিধায়কের পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে । নিলয় সিংহ ও মাবুদ আলি এই দু'জনকে তাঁর মৃত্যুর জন্য অভিযুক্ত করা হয় । ঘটনার তদন্তের ভার হাতে নেয় CID । অভিযুক্ত দু'জনকে গ্রেপ্তার করেছে CID । এই ঘটনার প্রায় দেড় মাস বাদে শনিবার প্রয়াত বিধায়কের বাড়িতে আসেন BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় । দেবেন্দ্র নাথ রায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি । সেখানে উপস্থিত ছিলেন কোচবিহারের BJP সাংসদ নিশীথ প্রামাণিক-সহ রাজ্য BJP-র শীর্ষ নেতৃত্ব ।

এরপর JEE ও NEET পরীক্ষা নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন কৈলাস বিজয়বর্গীয় । তিনি বলেন , "রাজ্যের যুবক-যুবতিদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয় । কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় পরীক্ষা নিয়ে রাজনীতি করছেন । এই রাজ্যের ছাত্রছাত্রী ও যুবক-যুবতিদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার খেলায় মেতে উঠেছেন । 90 শতাংশ ছাত্রছাত্রীরা NEET ও JEE পরীক্ষা দিতে রাজি । কিন্তু বাধা দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী । "

শুনে নিন কৈলাস বিজয়বর্গীয়-র বক্তব্য
বিধানসভা নির্বাচন রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে হওয়া উচিত বলে মনে করেন তিনি । এই নিয়ে তিনি বলেন , " রাজ্যে বিধানসভা নির্বাচন রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে হওয়া উচিত । কেননা এরাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সহযোগী প্রশাসন থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না । রাজ্যপাল ও নির্বাচন কমিশন এটা ঠিক করবেন যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের মধ্য দিয়ে বিধানসভা নির্বাচন হবে কি না । " রাষ্ট্রপতি ইতিমধ্যেই এই রাজ্যের রাজ্যপালের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন বলে জানান তিনি ।

রায়গঞ্জ , 29 অগাস্ট : "বলিউডের নায়ক সুশান্ত সিং রাজপুত হত্যাকাণ্ডে যেমন CBI তদন্ত দেওয়া হয়েছে, তেমনই এখানকার জননায়ক BJP বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের মৃত্যুর ঘটনার তদন্ত CBI-র হাতে দেওয়া উচিত।" আজ হেমতাবাদের প্রয়াত BJP বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে এসে সাংবাদিকদের এমনই বললেন BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় । পাশাপাশি JEE ও NEET নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি ।

তিনি বলেন , " হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্র নাথ রায়কে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে । পুরো পরিকল্পনা করে খুন করা হয়েছে । এতে দুষ্কৃতী, পুলিশ এবং তৃণমূল যুক্ত রয়েছে । তিনি আত্মহত্যা করেননি । সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে । আশা করছি, CBI তদন্তের নির্দেশ দেবে সুপ্রিমকোর্ট । CBI তদন্তেই সব বেরিয়ে আসবে । "

চলতি বছরের 13 জুলাই বাড়ি থেকে কিছুটা দূরে বালিয়ামোড় বাজার এলাকায় একটি বন্ধ মোবাইলের দোকানের সামনে বারান্দায় ঝুলন্ত দেহ উদ্ধার হয় হেমতাবাদের BJP বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের । পুলিশ এটিকে আত্মহত্যার ঘটনা বললেও প্রয়াত বিধায়কের পরিবার ও BJP খুনের অভিযোগ তুলে সরব হয় । দলীয় বিধায়ক খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্যজুড়ে বনধসহ ব্যাপক আন্দোলনে নামে BJP । ঘটনার তদন্তে নেমে পুলিশ বিধায়কের পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে । নিলয় সিংহ ও মাবুদ আলি এই দু'জনকে তাঁর মৃত্যুর জন্য অভিযুক্ত করা হয় । ঘটনার তদন্তের ভার হাতে নেয় CID । অভিযুক্ত দু'জনকে গ্রেপ্তার করেছে CID । এই ঘটনার প্রায় দেড় মাস বাদে শনিবার প্রয়াত বিধায়কের বাড়িতে আসেন BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় । দেবেন্দ্র নাথ রায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি । সেখানে উপস্থিত ছিলেন কোচবিহারের BJP সাংসদ নিশীথ প্রামাণিক-সহ রাজ্য BJP-র শীর্ষ নেতৃত্ব ।

এরপর JEE ও NEET পরীক্ষা নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন কৈলাস বিজয়বর্গীয় । তিনি বলেন , "রাজ্যের যুবক-যুবতিদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয় । কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় পরীক্ষা নিয়ে রাজনীতি করছেন । এই রাজ্যের ছাত্রছাত্রী ও যুবক-যুবতিদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার খেলায় মেতে উঠেছেন । 90 শতাংশ ছাত্রছাত্রীরা NEET ও JEE পরীক্ষা দিতে রাজি । কিন্তু বাধা দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী । "

শুনে নিন কৈলাস বিজয়বর্গীয়-র বক্তব্য
বিধানসভা নির্বাচন রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে হওয়া উচিত বলে মনে করেন তিনি । এই নিয়ে তিনি বলেন , " রাজ্যে বিধানসভা নির্বাচন রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে হওয়া উচিত । কেননা এরাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সহযোগী প্রশাসন থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না । রাজ্যপাল ও নির্বাচন কমিশন এটা ঠিক করবেন যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের মধ্য দিয়ে বিধানসভা নির্বাচন হবে কি না । " রাষ্ট্রপতি ইতিমধ্যেই এই রাজ্যের রাজ্যপালের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন বলে জানান তিনি ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.