ETV Bharat / state

রাজ্যের সেরা স্কুলের শিরোপা, সাফল্যে আপ্লুত গোলাম রব্বানি ও কানহাইয়ালাল - Islampur school

শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য ও পরিকাঠামোগত উন্নয়নের কারণে রাজ্যের সেরা স্কুল হিসেবে বেছে নেওয়া হয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর হাইস্কুলকে । আগামী 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসে স্কুল কর্তৃপক্ষের হাতে পুরস্কার তুলে দেবে রাজ্য শিক্ষা দপ্তর ।

গোলাম রব্বানি ও কানহাইয়ালাল
author img

By

Published : Aug 25, 2019, 3:12 PM IST

Updated : Aug 25, 2019, 3:25 PM IST

রায়গঞ্জ, 25 অগাস্ট : এই স্কুলেই একসময় শিক্ষকতা করেছিলেন তাঁরা । ছাত্রও ছিলেন ওই স্কুলের । রাজ্যের সেরা স্কুলের শিরোপা মিলেছে সেই ইসলামপুর হাইস্কুলের । এহেন সাফল্যে আপ্লুত রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি এবং উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল । স্কুলের সাফল্যে তাঁরা গর্বিত ও আনন্দিত । সেই আনন্দ অন্যান্য প্রাক্তন ছাত্র, শিক্ষক শিক্ষিকা ও স্কুলের বর্তমান ছাত্রছাত্রীদের সঙ্গে ভাগ করে নিতে আজ পৌঁছান স্কুলের পাঠভবনে । পাশাপাশি তাঁরা স্কুলের নানাবিধ সমস্যা দূরীকরণেও উদ্যোগী হন ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সম্প্রতি রাজ্য শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে, শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য ও পরিকাঠামোগত উন্নয়নের কারণে রাজ্যের সেরা স্কুল হিসেবে বেছে নেওয়া হয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর হাইস্কুলকে । আগামী 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসে স্কুল কর্তৃপক্ষের হাতে পুরস্কার তুলে দেবে রাজ্য শিক্ষা দপ্তর । সেরার শিরোপা সম্মান প্রাপ্তির খবর পেয়ে স্কুলে আসেন দুই প্রাক্তন ছাত্র তথা প্রাক্তন শিক্ষক গোলাম রব্বানি ও কানহাইয়ালাল আগরওয়াল । গোলাম রব্বানি রাজ্যের মন্ত্রী এবং কানহাইয়ালাল আগরওয়াল ইসলামপুর পৌরসভার দীর্ঘদিনের চেয়ারম্যান । বর্তমানে তিনি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি । দু'জনেই ইসলামপুর হাইস্কুলের প্রাক্তন ছাত্র । পরে তাঁরা শিক্ষকতাও করেছেন ।

রায়গঞ্জ, 25 অগাস্ট : এই স্কুলেই একসময় শিক্ষকতা করেছিলেন তাঁরা । ছাত্রও ছিলেন ওই স্কুলের । রাজ্যের সেরা স্কুলের শিরোপা মিলেছে সেই ইসলামপুর হাইস্কুলের । এহেন সাফল্যে আপ্লুত রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি এবং উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল । স্কুলের সাফল্যে তাঁরা গর্বিত ও আনন্দিত । সেই আনন্দ অন্যান্য প্রাক্তন ছাত্র, শিক্ষক শিক্ষিকা ও স্কুলের বর্তমান ছাত্রছাত্রীদের সঙ্গে ভাগ করে নিতে আজ পৌঁছান স্কুলের পাঠভবনে । পাশাপাশি তাঁরা স্কুলের নানাবিধ সমস্যা দূরীকরণেও উদ্যোগী হন ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সম্প্রতি রাজ্য শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে, শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য ও পরিকাঠামোগত উন্নয়নের কারণে রাজ্যের সেরা স্কুল হিসেবে বেছে নেওয়া হয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর হাইস্কুলকে । আগামী 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসে স্কুল কর্তৃপক্ষের হাতে পুরস্কার তুলে দেবে রাজ্য শিক্ষা দপ্তর । সেরার শিরোপা সম্মান প্রাপ্তির খবর পেয়ে স্কুলে আসেন দুই প্রাক্তন ছাত্র তথা প্রাক্তন শিক্ষক গোলাম রব্বানি ও কানহাইয়ালাল আগরওয়াল । গোলাম রব্বানি রাজ্যের মন্ত্রী এবং কানহাইয়ালাল আগরওয়াল ইসলামপুর পৌরসভার দীর্ঘদিনের চেয়ারম্যান । বর্তমানে তিনি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি । দু'জনেই ইসলামপুর হাইস্কুলের প্রাক্তন ছাত্র । পরে তাঁরা শিক্ষকতাও করেছেন ।

Intro:রায়গঞ্জ, ২৫ আগষ্ট, প্রসুন মৈত্র: রাজ্যের সেরা,স্কুলের শিরোপা মেলায় আপ্লুত ইসলামপুর হাইস্কুলের প্রাক্তন ছাত্র তথা শিক্ষক রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি এবং অপর প্রাক্তন ছাত্র তথা শিক্ষক উত্তর দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি ইসলানপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। তারা আজ গর্বিত এবং আনন্দিত। সেই আনন্দ স্কুলের অন্যান্য প্রাক্তন ছাত্র, শিক্ষক শিক্ষিকা ও স্কুলের বর্তমান ছাত্রছাত্রীদের সাথে ভাগ করে নিতে মন্ত্রী ও চেয়ারম্যান পৌঁছলেন তাদের পাঠভবনে। মিলিত হলেন সকলের সাথে। নিজেদের এই স্কুলের সন্মান প্রাপ্তিতে তাদের মনের আনন্দ গোপন না করে উচ্ছ্বসিত হয়ে পড়লেন দুই প্রাক্তনী। রাজ্যের শিক্ষা দপ্তর ইসলামপুর হাইস্কুলকে সেরা স্কুলের শিরোপা দেওয়ায় তারা নিজেদের গর্বিত বলে মনে করছেন। পাশাপাশি স্কুলের নানাবিধ সমস্যা দূরীকরণে উদ্যোগী হওয়ার আশ্বাস দিয়ে গেলেন স্কুলের দুই প্রাক্তন ছাত্র তথা রাজ্যের দুই গুরুত্বপূর্ণ ব্যাক্তিত্ব।

সম্প্রতি রাজ্য শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য আর পরিকাঠামোগত উন্নয়নের কারনে রাজ্যের সেরা স্কুল হিসেবে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর হাইস্কুলকে বেছে নেওয়া হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের পূন্যলগ্নে স্কুল কর্তৃপক্ষের হাতে পুরষ্কার তুলে দেবে রাজ্য শিক্ষা প্রশাসন। এই খবর আসতেই স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং সর্বপরি ইসলামপুরবাসী খুব আনন্দিত এবং গর্বিত। নিজেদের স্কুলের সেরার শিরোপা সন্মান প্রাপ্তির খবর পেতেই স্কুলে ছুটে আসেন দুই প্রাক্তন ছাত্র তথা প্রাক্তন শিক্ষক গোলাম রব্বানি ও কানাইয়ালাল আগরওয়াল। আজ এরা দুজনেই রাজ্যের রাজনৈতিক জগতে বিরাজমান তাড়কা। গোলাম রব্বানি রাজ্যের মন্ত্রী এবং কানাইয়ালাল আগরওয়াল ইসলামপুর পুরসভার দীর্ঘদিনের চেয়ারম্যান এবং বর্তমানে তিনি তৃনমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি। এরা দুজনেই ইসলামপুর হাইস্কুলে পড়াশুনা করার পাশাপাশি শিক্ষকতাও করেছেন। আজ তাঁরা তাদের নিজেদের এই স্কুলের সন্মানে নিজেদের গর্বিত বলে মনে করছেন। মনের আনন্দের বহিঃপ্রকাশ ঘটাতে দুজনেই চলে এসেছেন তাদের স্কুলে। ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা সকলের সাথে বিদ্যালয়ের সেরা শিরোপা সন্মান প্রাপ্তির আনন্দ ভাগ করে নিতে। বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন ও সমস্যা নিয়ে আলোচনা করেন স্কুল কর্তৃপক্ষের সাথে। তাদের এই নিজেদের বিদ্যালয়ের সার্বিক সহায়তার আশ্বাস দিয়ে যান এই দুই জনপ্রতিনিধি।

বাইট ১) গোলাম রব্বানি ( রাষ্ট্রমন্ত্রী, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর)

২) কানাইয়ালাল আগরওয়াল ( চেয়ারম্যান, ইসলামপুর পুরসভা)Body:abcdConclusion:abcd
Last Updated : Aug 25, 2019, 3:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.