ETV Bharat / state

রায়গঞ্জে IPL-বেটিং চক্রের হদিশ, গ্রেপ্তার দুই

IPL-এর বেটিং চক্র চালানোর অপরাধে সন্দেহভাজন দু'জনকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ ।

d
author img

By

Published : May 3, 2019, 5:36 PM IST

রায়গঞ্জ, 3 মে : বেটিং চক্রের সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতদের নাম মদন মোহন দাস ও হরেকৃষ্ণ ঘোষ। দুজনেরই বাড়ি রায়গঞ্জের দেবীনগর এলাকায়। তাদের কাছে থেকে নগদ 79,110 টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

কিছুদিন ধরে রায়গঞ্জ শহর ও শহরতলির একাংশে বেটিং চক্রীরা সক্রিয় হয়ে উঠছিল বলে রায়গঞ্জ থানায় অভিযোগ জমা পড়ে । সেই অভিযোগের ভিত্তিতে গতরাতে অভিযান চালায় পুলিশ। শহরের দেবীনগর এলাকায় এক গোপন আস্তানায় হানা দিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় । তাদের কাছ থেকে টাকা ও মোবাইল উদ্ধার হয় ।

উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, IPL বেটিং চক্রের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে তার তদন্ত করা হচ্ছে।

রায়গঞ্জ, 3 মে : বেটিং চক্রের সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতদের নাম মদন মোহন দাস ও হরেকৃষ্ণ ঘোষ। দুজনেরই বাড়ি রায়গঞ্জের দেবীনগর এলাকায়। তাদের কাছে থেকে নগদ 79,110 টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

কিছুদিন ধরে রায়গঞ্জ শহর ও শহরতলির একাংশে বেটিং চক্রীরা সক্রিয় হয়ে উঠছিল বলে রায়গঞ্জ থানায় অভিযোগ জমা পড়ে । সেই অভিযোগের ভিত্তিতে গতরাতে অভিযান চালায় পুলিশ। শহরের দেবীনগর এলাকায় এক গোপন আস্তানায় হানা দিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় । তাদের কাছ থেকে টাকা ও মোবাইল উদ্ধার হয় ।

উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, IPL বেটিং চক্রের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে তার তদন্ত করা হচ্ছে।

Wb_Darj_30Apr_19_Tmc_Sarda Rai_Sanjib_7205425 ------------- দার্জিলিংয়ে নয়া চমক উপ নির্বাচনে তৃণমূল সমর্থিত নির্দল বিনয়ের বিরুদ্ধে প্রার্থী তৃণমূল নেত্রী দার্জিলিং, ৩০ এপ্রিল : বিধান সভার উপ নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে নয়া মোড়। তৃণমূল সমর্থিত মোর্চার বিনয়পন্থি জোটের প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন জমা দিলেন পাহাড় তৃণমূল নেত্রী । দার্জিলিং পাহাড় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সারদা সুব্বা রাই । মনোনয়ন জমা দেওয়ার শেষদিনে সোমবার আচমকা তিনি নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা করেন । একইসঙ্গে বিনয় তামাঙয়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। বলেন,পাহাড়ে শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়ম চলছে । ভলান্টিয়ার শিক্ষকের ভুয়া কাগজ তৈরি করে শিক্ষক হিসাবে চাকরিতে যোগ দিচ্ছেন । মোর্চার বিনয়পন্থি গোষ্ঠীর সমর্থক -কর্মীরা বিভিন্ন কাজে বাড়তি সুবিধা পাচ্ছে । এভাবে চলতে পারে না । ১০৫ দিন পাহাড় বনধ আন্দোলনের সময় যাঁর অন্যতম ভূমিকা ছিল তিনিই এবার উপ নির্বাচনে কেন্দ্রে প্রার্থী । তাই পাহাড়ের মানুষ বিনয়কে ভোট দেবে না । এটা বুঝেই প্রার্থী হয়েছে তিনি । তৃণমূল বিনয়কে সমর্থন করেছে । ফলে দলের নির্দেশ অমান্য করে বিনয়ের বিরুদ্ধে মনোনয়ন জমা দেওয়া নিয়ে সারদা সুব্বা রাইয়ের সাফাই এখনও তিনি দলের অনুগামী । দলের পথেই চলছেন তিনি । দল থেকে স্বেচ্ছায় পদত্যাগও করতে চান না । কেননা, তিনি পাহাড়ের পুরোনো তৃণমূল নেত্রী । তবে দল কোনোও ব্যব্স্থা নিলে তখন মেনে নেওয়া ছাড়া উপায় থাকবে না । তবে তাঁর যুক্তি বিষয়টি ণিশ্চয়ই বুঝবেন মমতা বন্দোপাধ্যায় । কেননা, বিনয় তামাঙ তৃণমূল কংগ্রেসের প্রতিকে প্রার্থী হননি । তিনি নির্দল প্রার্থী । তৃণমূল কংগ্রেস তাঁকে সমর্থন করেছে মাত্র । আর বিনয় প্রার্থী হলেও তিনি ভোট পাবেন না এটা বুঝতে পেরেই প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সারদা । সারদা সুব্বা একথা বললেও বিষয়টি ভালভাবে নেয়নি তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ও বিনয় শিবির । বিনয় তামাঙ আগেই মনোনয়ন জমা দিয়েছিলেন । 29 এপ্রিল বিজেপি -জিএনএলএফ-বিমলপন্থি জোটের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা করেন নিরোজ জিম্বা । সোমবার আটজন মনোনয়ন জমা করেন । হর্কাবাহাদুর ছেত্রির জন আন্দোলন পার্টির অমর লামা। সিপিএমের কেবি ওয়াত্তার । গোর্খালিগের বিপ্লব রাই ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.