রায়গঞ্জ, 22 ফেব্রুয়ারি: পাত্র শুভজিৎ শ্যাম । পাত্রী নিবেদিতা ঘোষ । আগামী 26 ফেব্রুয়ারি শুভ পরিণয় । বিয়ের কার্ডও তৈরি । আর 5 টা বিয়ের কার্ডের মত নয় । আধার কার্ডের আদলে কার্ড । যখন নাগরিকত্ব সংশোধনী আইন (2019) নিয়ে প্রতিবাদ করছে অনেকে । আবার অনেকে নাম সংশোধন করতে ছুটছেন নিজের ঠিকানায় । সকলকে সচেতন করতে নয়া ভাবনা নিয়ে মাঠে নেমেছেন সুকমল শ্যাম । পরিচয়ে পাত্রের পিতা ।
দেশের একাংশে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বেশ হৈ-চৈ শুরু হয়েছে । আধার কার্ড সংশোধনের জন্য হাজার হাজার মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকছে । মূলত: NRC, CAA, NPR আতঙ্কে আধার কার্ডের ভুল সংশোধন করতে শুরু করেছে । মানবিক সচেতনতা বৃদ্ধির জন্য সুকমলবাবু মনে মনে সিদ্ধান্ত নিলেন কিছু করতে হবে। যেমন ভাবা তেমনি কাজ । আর তাই আধার কার্ডের আদলে ছেলের বিয়ের কার্ড ছাপিয়ে তা বিলি করলেন ।
চিরাচরিত প্রথা প্রজাপতয়ে নমঃ সহ মাঙ্গলিক চিহ্ন না ছাপিয়ে ভারত সরকারের নাগরিক পরিচয়ের আধার কার্ডের আদলে নিমন্ত্রণ পত্র ছাপিয়েছেন । মানুষকে সচেতন করতে এই পন্থা গ্রহণ করেছেন সুকমল বাবু । আর এমন নতুন বিবাহের আমন্ত্রণ পত্র পেয়ে বেজায় খুশি আত্মীয় পরিজন থেকে শুরু করে পাড়া-পড়শি সকলে ।