ETV Bharat / state

আবর্জনা ফেলে চলে সংসার, নিজেদের কাজে গর্বিত লিপি-স্বপ্নারা

যে কোনও কাজই সম্মানের । ঘরের কাজ সামলে সংসারের বোঝা টানতে স্বামীদের সাথে নিজেরাও নেমে পড়েছেন রোজগারের পথে । সাফাইকর্মী হিসেবে গর্বের সাথে কাজ করে চলেছেন রায়গঞ্জের এই অনন্যারা । তাঁদের এই জনসেবার সাক্ষী থাকুন আপনিও ।

মহিলা সাফাইকর্মীদের গর্বের নারী দিবস
মহিলা সাফাইকর্মীদের গর্বের নারী দিবস
author img

By

Published : Mar 8, 2021, 8:58 PM IST

রায়গঞ্জ, 8 মার্চ : আজ আন্তর্জাতিক নারী দিবস । নারীদের সম্মান জানানোর বিশেষ দিন । নারী আজ প্রমাণ করেছে সে বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী । নারী - পুরুষ আজ সমতুল্য । এই নারী দিবসে রইল কিছু পারদর্শী নারীর লড়াইয়ের কথা ।

জায়গা হল রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের চণ্ডীতলা, উদয়পুর, ছত্রপুর, রায়পুর, কাশীবাটি ও কর্নজোড়া সহ বিস্তীর্ণ এলাকা । গীতা, করুণা, লিপি, কবিতা ও স্বপ্নারা এই বিস্তীর্ণ এলাকা পরিষ্কারের দায়িত্ব নিয়েছেন । মহিলা সাফাইকর্মী হিসেবে নিজেদের জনসেবায় নিয়োজিত করেছেন । ওরা সবাই গ্রামের গৃহবধূ । দুঃস্থ পরিবারে সংসারের বোঝা টানতে স্বামীদের সাথে সাথে নিজেরাও নেমে পড়েছেন রোজগারের পথে ।

আরও পড়ুন : নারীদিবসের ডায়রি 2021 : বাস্তবেই দশভূজা এই নারীরা..

পুরসভা বা কর্পোরেশনের গাড়ি নয়, টোটোকেই বর্জ্য পদার্থ সংগ্রহকারী ভ্যান হিসেবে তৈরি করে গ্রামের প্রতিটি অলি-গলিতে প্রতিটি বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে সংগ্রহ করছেন বাড়ির বর্জ্য পদার্থ নোংরা ও আবর্জনা । না, আবর্জনা সংগ্রহকারী বা সাফাইকর্মী হিসেবে কাজ করতে তাঁদের এতটুকুও গ্লানি বা দুঃখ নেই । বরং এই কাজ করে নিজেদের গর্বিত বোধ করেন এটা ভেবে যে, সমাজে পুরুষদের সাথে সমান তালে তাল মিলিয়ে চলতে পারছেন । আর গ্রামের পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পেরে আনন্দিত হচ্ছেন তাঁরা ।

মহিলা সাফাইকর্মীদের গর্বের নারী দিবস

তাঁরা অনেকেই হয়তো আজকের দিন আন্তর্জাতিক নারী দিবসের অর্থ বা গুরুত্ব জানেন না ,বোঝেন না । তাঁরা এতটুকু বোঝেন যে পুরুষদের চেয়ে নারীরাও কোনও অংশে পিছিয়ে নেই । সে যুদ্ধ বিমান চালাতেই হোক , দেশ চালাতেই হোক কিংবা তাঁদের মতো সাফাইকর্মী হিসেবেই হোক ।

রায়গঞ্জ, 8 মার্চ : আজ আন্তর্জাতিক নারী দিবস । নারীদের সম্মান জানানোর বিশেষ দিন । নারী আজ প্রমাণ করেছে সে বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী । নারী - পুরুষ আজ সমতুল্য । এই নারী দিবসে রইল কিছু পারদর্শী নারীর লড়াইয়ের কথা ।

জায়গা হল রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের চণ্ডীতলা, উদয়পুর, ছত্রপুর, রায়পুর, কাশীবাটি ও কর্নজোড়া সহ বিস্তীর্ণ এলাকা । গীতা, করুণা, লিপি, কবিতা ও স্বপ্নারা এই বিস্তীর্ণ এলাকা পরিষ্কারের দায়িত্ব নিয়েছেন । মহিলা সাফাইকর্মী হিসেবে নিজেদের জনসেবায় নিয়োজিত করেছেন । ওরা সবাই গ্রামের গৃহবধূ । দুঃস্থ পরিবারে সংসারের বোঝা টানতে স্বামীদের সাথে সাথে নিজেরাও নেমে পড়েছেন রোজগারের পথে ।

আরও পড়ুন : নারীদিবসের ডায়রি 2021 : বাস্তবেই দশভূজা এই নারীরা..

পুরসভা বা কর্পোরেশনের গাড়ি নয়, টোটোকেই বর্জ্য পদার্থ সংগ্রহকারী ভ্যান হিসেবে তৈরি করে গ্রামের প্রতিটি অলি-গলিতে প্রতিটি বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে সংগ্রহ করছেন বাড়ির বর্জ্য পদার্থ নোংরা ও আবর্জনা । না, আবর্জনা সংগ্রহকারী বা সাফাইকর্মী হিসেবে কাজ করতে তাঁদের এতটুকুও গ্লানি বা দুঃখ নেই । বরং এই কাজ করে নিজেদের গর্বিত বোধ করেন এটা ভেবে যে, সমাজে পুরুষদের সাথে সমান তালে তাল মিলিয়ে চলতে পারছেন । আর গ্রামের পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পেরে আনন্দিত হচ্ছেন তাঁরা ।

মহিলা সাফাইকর্মীদের গর্বের নারী দিবস

তাঁরা অনেকেই হয়তো আজকের দিন আন্তর্জাতিক নারী দিবসের অর্থ বা গুরুত্ব জানেন না ,বোঝেন না । তাঁরা এতটুকু বোঝেন যে পুরুষদের চেয়ে নারীরাও কোনও অংশে পিছিয়ে নেই । সে যুদ্ধ বিমান চালাতেই হোক , দেশ চালাতেই হোক কিংবা তাঁদের মতো সাফাইকর্মী হিসেবেই হোক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.