ETV Bharat / state

বউভাতের মেনুকার্ডে CAA-র সমর্থনে প্রচার নবদম্পতির

এ বিষয়ে BJP-র জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, "নতুন নাগরিকত্ব আইন (CAA) সম্পর্কে বাসিন্দারা ধীরে ধীরে সচেতন হচ্ছেন । বিরোধীদের কথায় বিভ্রান্ত হচ্ছেন না ।"

মেনুকার্ড, CAA সমর্থনে প্রচার
বউভাতের মেনুকার্ডে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে প্রচার নবদম্পতির
author img

By

Published : Feb 6, 2020, 11:43 PM IST

রায়গঞ্জ, 6 ফেব্রুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে প্রচার বউভাত অনুষ্ঠানের মেনু কার্ডে ৷ মেনু কার্ডের নিচে লেখা "নাগরিকত্ব আইনকে স্বাগতম ৷ (কাগজ) আমরা লুকাবো না ৷ "

সোমবার বিয়ে হয় রায়গঞ্জের দেবীনগর এলাকার বাসিন্দা পার্থসারথি ভৌমিকের সঙ্গে এলাকারই বাসিন্দা ঝুমা হালদারের ৷ বুধবার ছিল বউভাতের অনুষ্ঠান ৷ সেখানে মেনুকার্ডে নাগরিকত্ব আইনের সমর্থনে প্রচার চালান তাঁরা ৷ নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন BJP-র উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী, দলের রায়গঞ্জ শহর কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ পুস্তিসহ BJP-র অনেক নেতা-কর্মীরা । যদিও BJP সূত্রে খবর, পার্থ ও ঝুমা অবশ্য তাদের দলের নেতা, কর্মী বা সদস্য নন ।

এ বিষয়ে BJP-র জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, "নতুন নাগরিকত্ব আইন সম্পর্কে বাসিন্দারা ধীরে ধীরে সচেতন হচ্ছেন । বিরোধীদের কথায় বিভ্রান্ত হচ্ছেন না । পার্থ ও ঝুমার বউভাতের ভোজের মেনুকার্ড তা স্পষ্ট । এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই । "

রায়গঞ্জ, 6 ফেব্রুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে প্রচার বউভাত অনুষ্ঠানের মেনু কার্ডে ৷ মেনু কার্ডের নিচে লেখা "নাগরিকত্ব আইনকে স্বাগতম ৷ (কাগজ) আমরা লুকাবো না ৷ "

সোমবার বিয়ে হয় রায়গঞ্জের দেবীনগর এলাকার বাসিন্দা পার্থসারথি ভৌমিকের সঙ্গে এলাকারই বাসিন্দা ঝুমা হালদারের ৷ বুধবার ছিল বউভাতের অনুষ্ঠান ৷ সেখানে মেনুকার্ডে নাগরিকত্ব আইনের সমর্থনে প্রচার চালান তাঁরা ৷ নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন BJP-র উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী, দলের রায়গঞ্জ শহর কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ পুস্তিসহ BJP-র অনেক নেতা-কর্মীরা । যদিও BJP সূত্রে খবর, পার্থ ও ঝুমা অবশ্য তাদের দলের নেতা, কর্মী বা সদস্য নন ।

এ বিষয়ে BJP-র জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, "নতুন নাগরিকত্ব আইন সম্পর্কে বাসিন্দারা ধীরে ধীরে সচেতন হচ্ছেন । বিরোধীদের কথায় বিভ্রান্ত হচ্ছেন না । পার্থ ও ঝুমার বউভাতের ভোজের মেনুকার্ড তা স্পষ্ট । এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই । "

Intro:রায়গঞ্জ,৬ ফেব্রুয়ারিঃ- রায়গঞ্জের নবদম্পতির বৌভাতের ভোজের মেনুকার্ডেও নতুন নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে প্রচার হল। গত সোমবার রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকার বাসিন্দা পার্থসারথী ভৌমিকের সঙ্গে ওই এলাকারই বাসিন্দা ঝুমা হালদার নামে এক তরুণীর বিয়ে হয়। কলেজপাড়া অনুষ্ঠিত রায়গঞ্জ শহরের একটি অনুষ্ঠান ভবনে ওই বিয়ের আসর বসে। বুধবার রাতে পার্থ ও ঝুমার বৌভাতের অনুষ্ঠান ছিল। সেখানে পার্থবাবুর বৌভাতের ভোজের মেনুকার্ডে নতুন নাগরিকত্ব আইনের সমর্থনে প্রচার চালান তাঁরা। বৌভাতে পাঁচশোরও বেশি নিমন্ত্রিত ছিলেন। নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী, দলের রায়গঞ্জ শহর কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ পুস্তি সহ বিজেপির দুই জেলার বহু নেতা ও কর্মী। ভোজ খাওয়ার আগে নিমন্ত্রিত সমস্ত অতিথিদের হাতে পার্থর পরিবারের তরফে ওই কার্ড তুলে দেওয়া হয়। বিজেপি সূত্রের খবর, পার্থ ও ঝুমা অবশ্য বিজেপি বা দলের কোনও সংগঠনের নেতা, কর্মী বা সদস্য নন। তবে তাঁরা বিজেপি সমর্থক বলে পরিচিত। অন্যান বৌভাতের ভোজের মেনুকার্ডের মতো পার্থ ও ঝুমার বৌভাতের ভোজের মেনুকার্ডেও বিভিন্ন খাবারের নাম উল্লেখ রয়েছে। তবে ওই মেনুকার্ডের নীচের অংশে নাগরিকত্ব আইনকে স্বাগতম। মেনু(কাগজ) আমরা লুকাবো না লেখা রয়েছে।অন্য সবার সঙ্গে এই বিয়েবাড়িতে আমন্ত্রিত হয়েছিলেন বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।

বিজেপির জেলা সভাপতি বলেন, নতুন নাগরিকত্ব আইন সম্পর্কে বাসিন্দারা ধীরে ধীরে সচেতন হচ্ছেন। তাঁদের অনেকেই বিরোধীদের কথায় বিভ্রান্ত হচ্ছেন না। পার্থ ও ঝুমার বৌভাতের ভোজের মেনুকার্ড তা স্পষ্ট করেছে। ওই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে আস্তে আস্তে মানুষ সচেতন হচ্ছেন।তারই বহিঃপ্রকাশ এই মেনুকার্ড।
Body:AkhConclusion:Zkj
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.