ETV Bharat / state

বেআইনি পোস্টারে ছেয়ে গেছে রায়গঞ্জ, সরানোর নির্দেশ পৌরসভার - raiganj

দৃশ্য দূষণরোধ করতে কড়া পদক্ষেপ রায়গঞ্জ পৌরসভার ৷ শহরের রাস্তার ডিভাইডারের উপর ও বাতিস্তম্ভে বিনা অনুমতিতে লাগানো পোস্টার, ব্যানার ও ফ্লেক্স খোলার নির্দেশ দিলেন পৌরসভার বিদায়ী চেয়ারম্যান ৷

illegal banner and flex will remove from road side of raiganj
বেআইনি পোস্টারে ছেয়ে গেছে রায়গঞ্জ, সরানোর নির্দেশ পৌরসভার
author img

By

Published : Feb 21, 2021, 7:25 AM IST

রায়গঞ্জ, 20 ফেব্রুয়ারি : দৃশ্য দূষণ প্রতিরোধে কড়া রায়গঞ্জ পৌরসভা। রায়গঞ্জ শহরের রাস্তায় যেসব ব্যানার, হোর্ডিং, ফ্লেক্স লাগানো হয়েছে সেগুলো খুলে ফেলার নির্দেশ দিলেন রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস । তিনি জানিয়েছেন, শহরের রাজপথের ডিভাইডারে আলোকস্তম্ভগুলিতে পৌরসভার বিনা অনুমতিতে ফ্লেক্স ব্যানার লাগিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ৷ এমনকি একাধিক বাণিজ্যিক সংস্থাও বিনা অনুমতিতে তাদের ব্যানার লাগিয়েছে ৷ এতে রায়গঞ্জ শহরের সৌন্দর্যায়নে নষ্ট হচ্ছে। তাই পৌরসভার পক্ষ থেকে এইসব ফ্লেক্স, ব্যানার ও হোর্ডিং খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : রায়গঞ্জে নেই পার্কিং জ়োন, উদ্যোগ নিতে চলেছে পৌরসভা


রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে কসবা মোড় পর্যন্ত ফুটপাত তৈরি করার পাশাপাশি যানজট এড়াতে এবং সৌন্দর্যায়নের জন্য রাস্তার দু’ধারে ডিভাইডার দেওয়া হয়েছিল ৷ এমনকি রায়গঞ্জের ওই রাস্তার পাঁচ কিলোমিটার জুড়ে বাতিস্তম্ভ লাগানো হয়েছিল। কিন্তু এই বাতিস্তম্ভ ও রোড ডিভাইডারের উপর বিভিন্ন রাজনৈতিক দলগুলির ব্যানার, ফ্লেক্স আর হোর্ডিংয়ে ছেয়ে গেছে। সুদৃশ্য আলো ও ব্যানারে মুখ ঢেকেছে । সুন্দর করে সাজানো শহরে পোস্টার, ব্যানার আর ফ্লেক্সের জঞ্জালে হচ্ছে দৃশ্য দূষণ। তাই দূষণ প্রতিরোধে এবার কড়া পদক্ষেপ নিল রায়গঞ্জ পৌরসভা ৷

রায়গঞ্জ, 20 ফেব্রুয়ারি : দৃশ্য দূষণ প্রতিরোধে কড়া রায়গঞ্জ পৌরসভা। রায়গঞ্জ শহরের রাস্তায় যেসব ব্যানার, হোর্ডিং, ফ্লেক্স লাগানো হয়েছে সেগুলো খুলে ফেলার নির্দেশ দিলেন রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস । তিনি জানিয়েছেন, শহরের রাজপথের ডিভাইডারে আলোকস্তম্ভগুলিতে পৌরসভার বিনা অনুমতিতে ফ্লেক্স ব্যানার লাগিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ৷ এমনকি একাধিক বাণিজ্যিক সংস্থাও বিনা অনুমতিতে তাদের ব্যানার লাগিয়েছে ৷ এতে রায়গঞ্জ শহরের সৌন্দর্যায়নে নষ্ট হচ্ছে। তাই পৌরসভার পক্ষ থেকে এইসব ফ্লেক্স, ব্যানার ও হোর্ডিং খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : রায়গঞ্জে নেই পার্কিং জ়োন, উদ্যোগ নিতে চলেছে পৌরসভা


রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে কসবা মোড় পর্যন্ত ফুটপাত তৈরি করার পাশাপাশি যানজট এড়াতে এবং সৌন্দর্যায়নের জন্য রাস্তার দু’ধারে ডিভাইডার দেওয়া হয়েছিল ৷ এমনকি রায়গঞ্জের ওই রাস্তার পাঁচ কিলোমিটার জুড়ে বাতিস্তম্ভ লাগানো হয়েছিল। কিন্তু এই বাতিস্তম্ভ ও রোড ডিভাইডারের উপর বিভিন্ন রাজনৈতিক দলগুলির ব্যানার, ফ্লেক্স আর হোর্ডিংয়ে ছেয়ে গেছে। সুদৃশ্য আলো ও ব্যানারে মুখ ঢেকেছে । সুন্দর করে সাজানো শহরে পোস্টার, ব্যানার আর ফ্লেক্সের জঞ্জালে হচ্ছে দৃশ্য দূষণ। তাই দূষণ প্রতিরোধে এবার কড়া পদক্ষেপ নিল রায়গঞ্জ পৌরসভা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.