ইসলামপুর, 23 মে : রাজ্যে চলছে কার্যত লকডাউন ৷ কড়া বিধিনিষেধে রবিবার ইসলামপুর বাজার ও সংলগ্ন বিভিন্ন এলাকায় চলল পুলিশি টহল । নির্দিষ্ট সময়ের পরেও বিভিন্ন দোকান বেআইনিভাবে খোলার অপরাধে দোকানের মালিকদের গ্রেফতার করল ইসলামপুর থানার পুলিশ ।
কার্যত লকডাউনে রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী সবজি বাজার সহ মুদিখানা ও অন্যান্য দোকান সকাল 10টা পর্যন্ত খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছে । কিন্তু ইসলামপুর শহরের বাজার এলাকায় নির্দিষ্ট সময়ের পরেও বেশ কয়েকটি দোকান খোলা ছিল ৷ খবর পেয়ে পুলিশ গিয়ে সমস্ত দোকান বন্ধ করে দেয় ।
পুলিশ বন্ধ করে দেওয়ার পরেও দোকানের শাটার কিছুটা বন্ধ রেখে দোকানের বাইরে বসে থেকে ব্যবসা করতে দেখা যায় দোকানের মালিকদের । সেই দোকানে অভিযান চালিয়ে মালিক সহ দুই বিক্রেতাকে আটক করে পুলিশ ।
আরও পড়ুন : ঘূর্ণিঝড়ে হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা অব্যাহত রাখতে জেনারেটর
রবিবাসরীয় বাজারে দফায় দফায় অভিযান চালিয়ে বেশ কিছু ওজন মাপার যন্ত্রও বাজেয়াপ্ত করে পুলিশ । যাঁরা কড়া বিধিনিষেধ অমান্য করে রাস্তায় বের হয়েছিলেন তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং কয়েকজনকে গ্রেফতারও করা হয় ।
এ বিষয়ে ইসলামপুরের পুলিশ সুপার শচীন মক্কর জানিয়েছেন, এখনও পর্যন্ত কার্যত লকডাউন লঙ্ঘন করার জন্য ইসলামপুর থানার পুলিশকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে ।