ETV Bharat / state

ইসলামপুরের নটবরটোলা বিওপি পরিদর্শনে বিএসএফের আইজি - বিএসএফের আইজি

ইন্দো-বাংলা সীমান্তে সুরক্ষাকে আরও মজবুত করতে বিভিন্ন বিওপি পরিকাঠামো সাজিয়ে তোলা হচ্ছে। ইসলামপুর নটবরটোলা বিওপি পরিদর্শন করে এ কথা জানালেন বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি সুনীল কুমার।

ig bsf visits raiganj
ইসলামপুরের নটবরটোলা বিওপি পরিদর্শনে বিএসএফের আইজি
author img

By

Published : Feb 12, 2021, 8:02 PM IST

রায়গঞ্জ, 12 ফেব্রুয়ারি: শুক্রবার ইসলামপুর মহকুমার নটবরটোলা বিওপি পরিদর্শন করলেন বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি সুনীল কুমার। ইন্দো-বাংলা সীমান্ত এলাকায় সীমান্ত সুরক্ষাকে আরও মজবুত করতে ইতিমধ্যে বিভিন্ন বিওপি পরিকাঠামো সাজিয়ে তোলার কাজ হচ্ছে। ইতিমধ্যেই এই কাজের অঙ্গ হিসাবে নটবর টলা বিওপি-কে সাজিয়ে তোলা হয়েছে।

আধুনিক পরিদর্শন ভ্যান গ্যারেজ ম্যাগাজিন রুম এবং নীচু তলার অফিসারদের বাসভবন গড়ে তোলা হয়েছে, আনা হয়েছে নতুন সার্চলাইট। এ দিন সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইজি সুনীল কুমার জানান, খুব শিগগিরই বাংলায় যে দায়িত্ব দেওয়া হবে তা পালন করবেন বিএসএফ জওয়ানরা। আন্তর্দেশীয় পাচার চক্র এবং চোরাকারবারীদের রুখতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে বিএসএফ। সীমান্তবর্তী এলাকায় ফেন্সিং-এর কাজকে ও সুদৃঢ় করা হয়েছে। বিএসএফ অভিযান চালিয়ে উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের এখনও পর্যন্ত শুধু ফেব্রুয়ারি মাসে 700-রও বেশি গবাদিপশুকে পাচার করার সময় উদ্ধার করেছে। 84 জনেরও বেশি পাচারকারীকে আটক করেছে। পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বিএসএফের পক্ষ থেকে। নির্বাচনের জন্য বিশেষ কিছু করা হবে কি না জানতে চাইলে আইজি সুনীল কুমার জানান, শুধু নির্বাচনের সময় নয়, সারা বছরই বিএসএফ সীমান্ত রক্ষায় তৎপর রয়েছে এবং থাকবে।

বাইট : সুনীল কুমার ( আইজি, বিএসএফ)

রায়গঞ্জ, 12 ফেব্রুয়ারি: শুক্রবার ইসলামপুর মহকুমার নটবরটোলা বিওপি পরিদর্শন করলেন বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি সুনীল কুমার। ইন্দো-বাংলা সীমান্ত এলাকায় সীমান্ত সুরক্ষাকে আরও মজবুত করতে ইতিমধ্যে বিভিন্ন বিওপি পরিকাঠামো সাজিয়ে তোলার কাজ হচ্ছে। ইতিমধ্যেই এই কাজের অঙ্গ হিসাবে নটবর টলা বিওপি-কে সাজিয়ে তোলা হয়েছে।

আধুনিক পরিদর্শন ভ্যান গ্যারেজ ম্যাগাজিন রুম এবং নীচু তলার অফিসারদের বাসভবন গড়ে তোলা হয়েছে, আনা হয়েছে নতুন সার্চলাইট। এ দিন সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইজি সুনীল কুমার জানান, খুব শিগগিরই বাংলায় যে দায়িত্ব দেওয়া হবে তা পালন করবেন বিএসএফ জওয়ানরা। আন্তর্দেশীয় পাচার চক্র এবং চোরাকারবারীদের রুখতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে বিএসএফ। সীমান্তবর্তী এলাকায় ফেন্সিং-এর কাজকে ও সুদৃঢ় করা হয়েছে। বিএসএফ অভিযান চালিয়ে উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের এখনও পর্যন্ত শুধু ফেব্রুয়ারি মাসে 700-রও বেশি গবাদিপশুকে পাচার করার সময় উদ্ধার করেছে। 84 জনেরও বেশি পাচারকারীকে আটক করেছে। পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বিএসএফের পক্ষ থেকে। নির্বাচনের জন্য বিশেষ কিছু করা হবে কি না জানতে চাইলে আইজি সুনীল কুমার জানান, শুধু নির্বাচনের সময় নয়, সারা বছরই বিএসএফ সীমান্ত রক্ষায় তৎপর রয়েছে এবং থাকবে।

বাইট : সুনীল কুমার ( আইজি, বিএসএফ)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.