ETV Bharat / state

ধারালো অস্ত্র দিয়ে যুবতিকে কুপিয়ে খুন, গ্রেপ্তার স্বামী

রায়গঞ্জে গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে ৷ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

মৃতা গৃহবধু
author img

By

Published : Nov 18, 2019, 7:27 PM IST

রায়গঞ্জ, ১৮ নভেম্বর : ধারালো অস্ত্র দিয়ে যুবতিকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে ৷ মৃতার নাম রুমা দাস (30) ৷ ঘটনাটি করনদিঘি থানার আলতাপুর গ্রামের ৷ অভিযুক্ত মনেস দাসকে গ্রেপ্তার করেছে করনদিঘি থানার পুলিশ ৷

করনদিঘি থানার আলতাপুর গ্রামের বাসিন্দা মনেসের সঙ্গে প্রায় বারো বছর আগে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের মঙ্গলপুরের বাসিন্দা রুমার বিয়ে হয় । তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে । অভিযোগ, রুমাকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত মনেস । সোমবার সকালে রুমাকে মনের ধারালো অস্ত্র দিয়ে কোপায় । খবর পেয়ে প্রতিবেশীরা করনদিঘি থানায় খবর দেন । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ । গ্রেপ্তার করা হয় মনেসকে ৷

কী কারণে রুমাকে খুন করা হল তা নিয়ে তদন্ত করছে পুলিশ । মনেসের উপযুক্ত শাস্তির দাবি করেছেন রুমার দাদা জনার্দন সরকার ।

রায়গঞ্জ, ১৮ নভেম্বর : ধারালো অস্ত্র দিয়ে যুবতিকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে ৷ মৃতার নাম রুমা দাস (30) ৷ ঘটনাটি করনদিঘি থানার আলতাপুর গ্রামের ৷ অভিযুক্ত মনেস দাসকে গ্রেপ্তার করেছে করনদিঘি থানার পুলিশ ৷

করনদিঘি থানার আলতাপুর গ্রামের বাসিন্দা মনেসের সঙ্গে প্রায় বারো বছর আগে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের মঙ্গলপুরের বাসিন্দা রুমার বিয়ে হয় । তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে । অভিযোগ, রুমাকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত মনেস । সোমবার সকালে রুমাকে মনের ধারালো অস্ত্র দিয়ে কোপায় । খবর পেয়ে প্রতিবেশীরা করনদিঘি থানায় খবর দেন । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ । গ্রেপ্তার করা হয় মনেসকে ৷

কী কারণে রুমাকে খুন করা হল তা নিয়ে তদন্ত করছে পুলিশ । মনেসের উপযুক্ত শাস্তির দাবি করেছেন রুমার দাদা জনার্দন সরকার ।

Intro:রায়গঞ্জ, ১৮ নভেম্বর, প্রসুন মৈত্র: ধারলো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে করনদিঘী থানার আলতাপুর গ্রামে। মৃত ওই গৃহবধূর নাম রুমা দাস (৩০). স্ত্রীকে খুন করার ঘটনায় স্বামী মনেস দাসকে গ্রেপ্তার করেছে করনদিঘী থানার পুলিশ। রুমার মৃতদেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে আনা হয়েছে।

পরিবারসূত্রে জানা গিয়েছে, করনদিঘী থানার আলতাপুর গ্রামের বাসিন্দা মনেস দাসের সাথে দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাটের মঙ্গলপুরের বাসিন্দা রুমার ১২ বছর আগে বিয়ে হয়। বিয়ের কয়েক বছর ঠিকঠাক সংসার করে তারা রুমা ও মনেস। রুমা ২ ছেলে ও ১ মেয়েকে জন্ম দেয়। বিগত কয়েক বছর ধরে স্বামী মনেস তার শ্বশুরবাড়ির থেকে টাকাপয়সা আনার জন্য রুমাকে চাপ দিতে থাকে বলে অভিযোগ। রুমা তার বাড়ির থেকে কয়েকবার টাকা এনে দিয়েছে স্বামী মনেসকে। তারপরেও রুমার সাথে মনেসের প্রায়ই ঝামেলা হত। গতকাল রাতে রুমা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পরে। সোমবার সকালে রুমা বাথরুম করতে গেলে স্বামী মনেস তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পরে যায় রুমা। রুমার ছেলে মেয়ে চিৎকার শুনে গ্রামের মানুষ ছুটে এসে দেখে রুমা রক্তাক্ত অবস্থায় মাটিতে পরে রয়েছে। গ্রামের মানুষেরা করনদিঘী থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে করনদিঘী থানার পুলিশ। স্ত্রী রুমাকে খুনের ঘটনায় মনেসকে গ্রেপ্তার করে পুলিশ। মৃতদেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়। কি কারনে রুমাকে খুন করলো মনেস তা তদন্ত করছে পুলিশ। মৃত রুমার দাদা জনারধন সরকার জানিয়েছেন, আমার বোনকে যে খুন করেছে তার উপযুক্ত শান্তির দাবি জানিয়েছেন তিনি।

বাইট : জনারধন সরকার। ( মৃত রুমার দাদা)Body:AbcdConclusion:Abcd
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.