রায়গঞ্জ, 10 জুন : এক গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামী-সহ তাঁর শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে । এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের দেবীনগরের কালীবাড়ি এলাকায় ।
পুলিশ জানিয়েছে, মৃত ওই গৃহবধূর নাম সীমা দাস (25)। স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ । মৃতার পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে । পরিবার সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ শহরের দেবীনগরের কালীবাড়ি এলাকার বাসিন্দা রাজু দাসের সঙ্গে সীমা দাসের চার বছর আগে বিয়ে হয় । সীমাদেবী একটি কন্যা সন্তানের জন্ম দেন ।
পরিবারের অভিযোগ, মাস তিনেক ধরে সীমাদেবীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার করতে থাকে স্বামী রাজু দাস-সহ তাঁর শ্বশুরবাড়ির লোকেরা । সীমাদেবীকে তাঁর বাবার কাছ থেকে টাকা আনার কথাও বলে স্বামী ও তাঁর শ্বশুরবাড়ি লোকেরা । টাকা না আনায় তাঁর উপর বিভিন্ন ধরনের অত্যাচার করা হত । এদিন রাতে সীমাদেবীর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় সীমা অসুস্থ হয়ে পড়ে রয়েছে বলে । একথা শুনে সীমার পরিবারের সদস্য ছুটে এসে দেখেন সীমার ঝুলন্ত মৃতদেহ ।
এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রায়গঞ্জ থানার পুলিশ । পাশাপাশি ছুটে আসেন পাড়া-প্রতিবেশীরা । মৃতার ভাসুর রাজ্য পুলিশের সহকারি সাব ইন্সপেক্টরের পদে রায়গঞ্জ ট্র্যাফিক পুলিশে কর্মরত রয়েছেন বলে জানা গিয়েছে ।
সীমা দাসের দাদা দিব্যেন্দু দাস বলেন, ‘‘শ্বশুরবাড়ির লোকেরা আমার বোনকে খুন করে ঝুলিয়ে দিয়েছে । আমার বোনের উপর স্বামী ও তার শ্বশুরবাড়ি লোকেরা বিভিন্নভাবে অত্যাচার করত ৷ যাঁরা আমার বোনকে খুন করেছেন, তাঁদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি৷’’
আরও পড়ুন : ঘাটালে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত 3, আহত 2