ETV Bharat / state

Raiganj Murder: দিনদুপুরে ফাঁকা বাড়িতে গৃহ বধূর গলাকাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য রায়গঞ্জে

শুক্রবার বিকেলে রায়গঞ্জের রবীন্দ্রপল্লী এলাকায় বাড়ি থেকে উদ্ধার হয় এক গৃহবধূর গলাকাটা দেহ ৷ ঘটননায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় (house wife murdered in Raiganj) ৷

ETV Bharat
Raigunj Murder case
author img

By

Published : Nov 11, 2022, 6:55 PM IST

Updated : Nov 11, 2022, 9:03 PM IST

রায়গঞ্জ, 11 নভেম্বর: বাড়ির মধ্যে থেকে এক গৃহবধূর গলাকাটা দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ থানার রবীন্দ্রপল্লী এলাকায় । মৃত ওই গৃহবধূর নাম সুপ্রিয়া দত্ত (41) । দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রায়গঞ্জ থানার পুলিশ ৷ কী কারণে ওই গৃহবধূকে খুন করা হল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় (house wife murdered in Raiganj)৷

মৃতার স্বামীর নাম দেবাশিস দত্ত ৷ তিনি উত্তর দিনাজপুর জেলা পরিষদের ইঞ্জিয়র ৷ জানা গিয়েছে, শুক্রবার সকালে দেবাশিস দত্তের স্ত্রী সুপ্রিয়া দত্ত সোনার গহনা আনতে ব্যাঙ্কে গিয়েছিলেন । সেখান থেকে তিনি বাড়িতে ফেরেন । বাড়িতে তখন আর কেউ ছিলেন না ৷ মৃতার স্বামী কাজে গিয়েছিলেন ৷ একমাত্র ছেলে গিয়েছিল স্কুলে (Raiganj Murder case) ৷

আরও পড়ুন: সেনায় চাকরি দেওয়ার নামে প্রতারণা ! শিলিগুড়িতে গ্রেফতার ভুয়ো সেনা আধিকারিক

বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে সুপ্রিয়া দেবীর গলাকটা দেহ দেখতে পায় তাঁর ছেলে ৷ ভয়ে চিৎকার শুরু করে সে ৷ তার চিৎকারে শুনে প্রতিবেশীরা ছুটে আসেন । খবর দেওয়া হয় পুলিশে (body recovered in Raiganj) ৷ এই বিষয়ে মৃতার স্বামী বলেন, "আমি অফিসে ছিলাম ৷ পাশের বাড়ি থেকে একজন ফোন করে আমাকে জানায় ৷ এসে দেখি বিছানায় গলাকাটা অবস্থায় স্ত্রীর দেহ পড়ে রয়েছে ৷ বাড়িতে আর কেউ ছিল না ৷ ছেলে স্কুলে গিয়েছিল ৷ স্কুল থেকে ফিরে এসে ছেলেই প্রথমে দেখে ৷ কেন এরকম হল জানি না ৷ আমি বেরনোর সময় ঘরের জিনিসপত্র ছড়ানো ছেটানো ছিল না ৷ কিছু অঘটন ঘটেছে ৷ ও ব্যাংকে লকারে গিয়েছিল ৷ কিছু জমা দিয়েছিল বা তুলেছিল মনে হয় ৷ সামনে একটা বিয়ে ছিল ৷ এর বেশি আমি কিছু জানি না ৷"

জানা গিয়েছে, যে ঘরে ওই মহিলার দেহ উদ্ধার হয়েছে তার পাশের ঘরের জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় ছিল ৷ তদন্তে নেমে এদিন ঘটনাস্থলে স্নিফার ডগ নিয়ে যায় পুলিশ (Raiganj house wife Murdered) ৷ প্রাথমিক তথ্য ও সিসিটিভি ফুটেজের ভিত্তিতে একজন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ডিএসপি লিয়ং তামাং ৷ এই খুনের পিছনে ছিনতাই, নাকি অন্য কোনও বিষয় জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ ৷

রায়গঞ্জ, 11 নভেম্বর: বাড়ির মধ্যে থেকে এক গৃহবধূর গলাকাটা দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ থানার রবীন্দ্রপল্লী এলাকায় । মৃত ওই গৃহবধূর নাম সুপ্রিয়া দত্ত (41) । দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রায়গঞ্জ থানার পুলিশ ৷ কী কারণে ওই গৃহবধূকে খুন করা হল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় (house wife murdered in Raiganj)৷

মৃতার স্বামীর নাম দেবাশিস দত্ত ৷ তিনি উত্তর দিনাজপুর জেলা পরিষদের ইঞ্জিয়র ৷ জানা গিয়েছে, শুক্রবার সকালে দেবাশিস দত্তের স্ত্রী সুপ্রিয়া দত্ত সোনার গহনা আনতে ব্যাঙ্কে গিয়েছিলেন । সেখান থেকে তিনি বাড়িতে ফেরেন । বাড়িতে তখন আর কেউ ছিলেন না ৷ মৃতার স্বামী কাজে গিয়েছিলেন ৷ একমাত্র ছেলে গিয়েছিল স্কুলে (Raiganj Murder case) ৷

আরও পড়ুন: সেনায় চাকরি দেওয়ার নামে প্রতারণা ! শিলিগুড়িতে গ্রেফতার ভুয়ো সেনা আধিকারিক

বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে সুপ্রিয়া দেবীর গলাকটা দেহ দেখতে পায় তাঁর ছেলে ৷ ভয়ে চিৎকার শুরু করে সে ৷ তার চিৎকারে শুনে প্রতিবেশীরা ছুটে আসেন । খবর দেওয়া হয় পুলিশে (body recovered in Raiganj) ৷ এই বিষয়ে মৃতার স্বামী বলেন, "আমি অফিসে ছিলাম ৷ পাশের বাড়ি থেকে একজন ফোন করে আমাকে জানায় ৷ এসে দেখি বিছানায় গলাকাটা অবস্থায় স্ত্রীর দেহ পড়ে রয়েছে ৷ বাড়িতে আর কেউ ছিল না ৷ ছেলে স্কুলে গিয়েছিল ৷ স্কুল থেকে ফিরে এসে ছেলেই প্রথমে দেখে ৷ কেন এরকম হল জানি না ৷ আমি বেরনোর সময় ঘরের জিনিসপত্র ছড়ানো ছেটানো ছিল না ৷ কিছু অঘটন ঘটেছে ৷ ও ব্যাংকে লকারে গিয়েছিল ৷ কিছু জমা দিয়েছিল বা তুলেছিল মনে হয় ৷ সামনে একটা বিয়ে ছিল ৷ এর বেশি আমি কিছু জানি না ৷"

জানা গিয়েছে, যে ঘরে ওই মহিলার দেহ উদ্ধার হয়েছে তার পাশের ঘরের জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় ছিল ৷ তদন্তে নেমে এদিন ঘটনাস্থলে স্নিফার ডগ নিয়ে যায় পুলিশ (Raiganj house wife Murdered) ৷ প্রাথমিক তথ্য ও সিসিটিভি ফুটেজের ভিত্তিতে একজন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ডিএসপি লিয়ং তামাং ৷ এই খুনের পিছনে ছিনতাই, নাকি অন্য কোনও বিষয় জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ ৷

Last Updated : Nov 11, 2022, 9:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.