ETV Bharat / state

রায়গঞ্জে হকার উচ্ছেদ অভিযান, দেওয়া হল পুনর্বাসন

রায়গঞ্জে জবরদখলকারী হকারদের উচ্ছেদ করে পুনর্বাসন দিল রায়গঞ্জ পৌরসভা ৷ শুক্রবার সন্ধ্যায় রায়গঞ্জের মোহনবাটি বাজার এলাকায় নেতাজি রোডের উপর এই হকার উচ্ছেদ অভিযান চালায় পৌর কর্তৃপক্ষ ৷

hawker-eviction-drive-in-raiganj-and-also-rehabilitation-given-by-raiganj-municipalty
রায়গঞ্জে হকার উচ্ছেদ অভিযান, দেওয়া হল পুনর্বাসন
author img

By

Published : Feb 21, 2021, 6:44 AM IST

রায়গঞ্জ, 20 ফেব্রুয়ারি : রায়গঞ্জ শহরের রাস্তা হকার মুক্ত করতে উচ্ছেদ অভিযানে রায়গঞ্জ পৌরসভা ৷ শুক্রবার রাতে রায়গঞ্জ শহরের মোহনবাটি বাজার এলাকায় নেতাজি রোডের ধারে জবরদখলকারী ফলপট্টির ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয় ৷ উচ্ছেদ অভিযানে রায়গঞ্জ পৌরসভার বিদায়ী চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন বিদায়ী ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার ও পৌরসভার পূর্ত বিভাগের আধিকারিকরা ৷ এছাড়াও কোনওরকম অশান্তি নিয়ন্ত্রণের জন্য রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছিল সেখানে। তবে, হকারদের শুধু উচ্ছেদ করে ছেড়ে দিচ্ছে না পৌরসভা ৷ নব্বই শতাংশ হকারকে পুনর্বাসনও দেওয়া হচ্ছে ৷

রায়গঞ্জ শহরের মোহনবাটি এলাকায় নেতাজি সুভাষ রোডে যানজট এড়াতে এবং বাস চলাচল ও যাত্রী ওঠানামার জন্য কয়েক লাখ টাকা খরচ করে বাস বে তৈরি করেছিল রায়গঞ্জ পৌরসভা। বাস বে তৈরি হলেও, তা দখল করে ফল ব্যবসায়ীরা । শুধু তাই নয় মূল রাস্তাকে বাদ রেখে যাত্রী ওঠানামা করার জন্য যে বাস বে তৈরি করা হয়েছিল, ফলপট্টির ব্যাবসায়ীদের দখলদারিতে সেখান থেকে বাস যাতায়াতা করতে পারছিল না ৷ ফলে ওই এলাকায় তীব্র যানজট তৈরি হত ৷ মোহনবাটি এলাকা দিয়ে চলাচল করা নাভিশ্বাস হয়ে উঠেছিল সাধারণ মানুষের । এই নিয়ে পৌরসভার কাছে অভিযোগও জানিয়েছিল রায়গঞ্জের বাসিন্দারা। এরপরই নড়েচড়ে বসে পৌর প্রশাসন।

আরও পড়ুন : হকার উচ্ছেদ নিয়ে কোচবিহারে শাসকদলের কাজিয়া তুঙ্গে

রাস্তার উপরে থাকা ফল ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়ে বাস বে দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান করে রায়গঞ্জ পৌরসভা। উচ্ছেদ অভিযানে ছিলেন রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস এবং ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার। পৌরসভার বাস বে দখলমুক্ত করার অভিযানের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রায়গঞ্জের বাসিন্দারা ।

hawker-eviction-drive-in-raiganj-and-also-rehabilitation-given-by-raiganj-municipalty
হকার উচ্ছেদ অভিযান

রায়গঞ্জ, 20 ফেব্রুয়ারি : রায়গঞ্জ শহরের রাস্তা হকার মুক্ত করতে উচ্ছেদ অভিযানে রায়গঞ্জ পৌরসভা ৷ শুক্রবার রাতে রায়গঞ্জ শহরের মোহনবাটি বাজার এলাকায় নেতাজি রোডের ধারে জবরদখলকারী ফলপট্টির ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয় ৷ উচ্ছেদ অভিযানে রায়গঞ্জ পৌরসভার বিদায়ী চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন বিদায়ী ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার ও পৌরসভার পূর্ত বিভাগের আধিকারিকরা ৷ এছাড়াও কোনওরকম অশান্তি নিয়ন্ত্রণের জন্য রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছিল সেখানে। তবে, হকারদের শুধু উচ্ছেদ করে ছেড়ে দিচ্ছে না পৌরসভা ৷ নব্বই শতাংশ হকারকে পুনর্বাসনও দেওয়া হচ্ছে ৷

রায়গঞ্জ শহরের মোহনবাটি এলাকায় নেতাজি সুভাষ রোডে যানজট এড়াতে এবং বাস চলাচল ও যাত্রী ওঠানামার জন্য কয়েক লাখ টাকা খরচ করে বাস বে তৈরি করেছিল রায়গঞ্জ পৌরসভা। বাস বে তৈরি হলেও, তা দখল করে ফল ব্যবসায়ীরা । শুধু তাই নয় মূল রাস্তাকে বাদ রেখে যাত্রী ওঠানামা করার জন্য যে বাস বে তৈরি করা হয়েছিল, ফলপট্টির ব্যাবসায়ীদের দখলদারিতে সেখান থেকে বাস যাতায়াতা করতে পারছিল না ৷ ফলে ওই এলাকায় তীব্র যানজট তৈরি হত ৷ মোহনবাটি এলাকা দিয়ে চলাচল করা নাভিশ্বাস হয়ে উঠেছিল সাধারণ মানুষের । এই নিয়ে পৌরসভার কাছে অভিযোগও জানিয়েছিল রায়গঞ্জের বাসিন্দারা। এরপরই নড়েচড়ে বসে পৌর প্রশাসন।

আরও পড়ুন : হকার উচ্ছেদ নিয়ে কোচবিহারে শাসকদলের কাজিয়া তুঙ্গে

রাস্তার উপরে থাকা ফল ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়ে বাস বে দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান করে রায়গঞ্জ পৌরসভা। উচ্ছেদ অভিযানে ছিলেন রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস এবং ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার। পৌরসভার বাস বে দখলমুক্ত করার অভিযানের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রায়গঞ্জের বাসিন্দারা ।

hawker-eviction-drive-in-raiganj-and-also-rehabilitation-given-by-raiganj-municipalty
হকার উচ্ছেদ অভিযান
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.