ETV Bharat / state

রাতে ফোন পেয়ে বেরিয়ে ছিলেন বাড়ি থেকে, সকালে উদ্ধার দেহ

মৃতের ভাই জানিয়েছে, গতরাতে মহম্মদের মোবাইলে একটি কল আসে । ফোনে কথা বলার পরই তিনি বেরিয়ে যান ৷ তারপর রাতে আর বাড়ি ফেরেননি ৷ আজ সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয় ৷ তাঁর মাথায় দুটি গুলির আঘাত পাওয়া গেছে ।

ছবি সৌজন্যে pixabay
author img

By

Published : Aug 17, 2019, 6:04 PM IST

ইসলামপুর, 17 অগাস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক ব্যক্তিকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা । মৃতের নাম মহম্মদ রজ্জাক । উত্তর দিনাজপুরের ইসলামপুরের সুকান্তপল্লী এলাকার ঘটনা । তিনি পেশায় ভ্যানচালক ছিলেন ৷ আজ সকালে গুলিবিদ্ধা দেহ উদ্ধার হয় ৷ মহম্মদের দেহটি বাড়ি থেকে প্রায় 300 মিটার দূরে তিস্তা ক্যানেলের সেতুতে পড়ে ছিল ৷ ঘটনাস্থান থেকে একটি মদের বোতল ও তিনটি গ্লাস উদ্ধার করা হয়েছে । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ ।

মৃতের ভাই জানিয়েছে, গতরাতে মহম্মদ ও তার স্ত্রী বাইরে থেকে খাবার নিয়ে বাড়িতে আসেন ৷ হঠাৎই তাঁর মোবাইলে একটি কল আসে । ফোনে কথা বলার পরই তিনি বেরিয়ে যান ৷ তারপর রাতে আর বাড়ি ফেরেননি ৷ আজ সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয় ৷ মৃতের মাথায় দু'টি গুলির চিহ্ন পাওয়া গেছে ।

ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল । এছাড়াও ইসলামপুর পুলিশ সুপারের কাছে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য উদ্যোগ গ্রহণ করার জন্য আবেদন করেছেন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ইসলামপুর, 17 অগাস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক ব্যক্তিকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা । মৃতের নাম মহম্মদ রজ্জাক । উত্তর দিনাজপুরের ইসলামপুরের সুকান্তপল্লী এলাকার ঘটনা । তিনি পেশায় ভ্যানচালক ছিলেন ৷ আজ সকালে গুলিবিদ্ধা দেহ উদ্ধার হয় ৷ মহম্মদের দেহটি বাড়ি থেকে প্রায় 300 মিটার দূরে তিস্তা ক্যানেলের সেতুতে পড়ে ছিল ৷ ঘটনাস্থান থেকে একটি মদের বোতল ও তিনটি গ্লাস উদ্ধার করা হয়েছে । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ ।

মৃতের ভাই জানিয়েছে, গতরাতে মহম্মদ ও তার স্ত্রী বাইরে থেকে খাবার নিয়ে বাড়িতে আসেন ৷ হঠাৎই তাঁর মোবাইলে একটি কল আসে । ফোনে কথা বলার পরই তিনি বেরিয়ে যান ৷ তারপর রাতে আর বাড়ি ফেরেননি ৷ আজ সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয় ৷ মৃতের মাথায় দু'টি গুলির চিহ্ন পাওয়া গেছে ।

ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল । এছাড়াও ইসলামপুর পুলিশ সুপারের কাছে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য উদ্যোগ গ্রহণ করার জন্য আবেদন করেছেন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Intro:রায়গঞ্জ, ১৭ আগষ্ট, প্রসুন মৈত্র: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক ভ্যানচালককে গুলি করে খুন করল দুস্কৃতীরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের সুকান্তপল্লী এলাকায়। মৃত ভ্যানচালকের নাম মহম্মদ রজ্জাক। আজ সকালে বাড়ি থেকে তিনশো মিটার দূরে তিস্তা ক্যানেলের উপর একটি সেতুর ধারে গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয় ওই ভ্যানচালকের। ঘটনাস্থল থেকে একটি মদের বোতল ও তিনটি গ্লাস উদ্ধার করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। ঘটনার পূর্নাঙ্গ তদন্তের দাবি তোলার পাশাপাশি ইসলামপুর শহরে বাআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য জেলা পুলিশ সুপারের কাছে আবেদন করেছেন উত্তর দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি তথা ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ইসলামপুর শহরের সুকান্তপল্লীর বাসিন্দা পেশায় ভ্যানচালক মহম্মদ রজ্জাক ও তার স্ত্রী বাইরে থেকে খাবার নিয়ে বাড়িতে আসে। ছেলে সহ স্বামী স্ত্রী সকলে,একসাথে খাওয়া দাওয়া করবে। এমন সময় কেউ বা কাহারা রজ্জাককে ফোন করে ডেকে নেয়। এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয় বাসিন্দারা রজ্জাকের বাড়ি থেকে তিনশো মিটার দূরে তিস্তা ক্যানেলের একটি সেতুর ধারে রজ্জাকের মৃতদেহ উদ্ধার করে। তাঁর মাথায় দুটি গুলির আঘাত মিলেছে। এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুরে। বারবার ইসলামপুর এলাকায় আগ্নেয়াস্ত্র দিয়ে খুনের ঘটনা নিয়ে উদ্বিগ্ন ইসলামপুর পুরসভার চেয়ারম্যান তথা জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল৷ তিনি ইসলামপুর পুলিশ সুপারের কাছে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য উদ্যোগ গ্রহন করার জন্য আবেদন করেছেন। ঘটনার পূর্নাঙ্গ তদন্তের দাবি করেছেন তৃনমূল কংগ্রেস সভাপতি। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

বাইট ১) মৃতের ভাই
২) কানাইয়ালাল আগরওয়াল ( চেয়ারম্যান, ইসলামপুর পুরসভা)Body:AbcdConclusion:Abcd
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.