ETV Bharat / state

ডালখোলায় 152 কেজি গাঁজা সহ ধৃত 1 - Drugs recover from Dalkhola

তল্লাশি চালিয়ে গাড়ি থেকে 19 প্যাকেট গাঁজা উদ্ধার করে পুলিশ । যার ওজন প্রায় 152 কেজি । ধৃতের বাড়ি ফালাকাটা এলাকায় ।

Raiganj
Raiganj
author img

By

Published : Oct 13, 2020, 4:34 PM IST

রায়গঞ্জ, 13 অক্টোবর : উত্তর দিনাজপুরের ডালখোলায় উদ্ধার হল 152 কেজি গাঁজা । আবগারি দপ্তর ও পুলিশের যৌথ অভিযানে তা উদ্ধার করা হয় । ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতের নাম স্বপন সরকার ।

ওই ব্যক্তি পাচারের উদ্দেশে গাড়িতে গাঁজা নিয়ে যাচ্ছিল । গাড়িটি বিহারের দিকে যাচ্ছিল । বিহার পুলিশের তাড়া খেয়ে গাড়িটি পূর্ণিয়া মোড়ে পৌঁছায় । এরপরই আবগারি দপ্তর ডালখোলা পুলিশের সঙ্গে মিলে অভিযান চালায় । সেই সময় গাড়িটি আটক করা হয় ।

তল্লাশি চালিয়ে গাড়ি থেকে 19 প্যাকেট গাঁজা উদ্ধার করে পুলিশ । যার ওজন প্রায় 152 কেজি । ধৃতের বাড়ি ফালাকাটা এলাকায় । ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ ।

রায়গঞ্জ, 13 অক্টোবর : উত্তর দিনাজপুরের ডালখোলায় উদ্ধার হল 152 কেজি গাঁজা । আবগারি দপ্তর ও পুলিশের যৌথ অভিযানে তা উদ্ধার করা হয় । ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতের নাম স্বপন সরকার ।

ওই ব্যক্তি পাচারের উদ্দেশে গাড়িতে গাঁজা নিয়ে যাচ্ছিল । গাড়িটি বিহারের দিকে যাচ্ছিল । বিহার পুলিশের তাড়া খেয়ে গাড়িটি পূর্ণিয়া মোড়ে পৌঁছায় । এরপরই আবগারি দপ্তর ডালখোলা পুলিশের সঙ্গে মিলে অভিযান চালায় । সেই সময় গাড়িটি আটক করা হয় ।

তল্লাশি চালিয়ে গাড়ি থেকে 19 প্যাকেট গাঁজা উদ্ধার করে পুলিশ । যার ওজন প্রায় 152 কেজি । ধৃতের বাড়ি ফালাকাটা এলাকায় । ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.