ETV Bharat / state

রায়গঞ্জ ডিপো থেকে চারটি বাস পরিষেবা চালু - রায়গঞ্জ খবর

সমস্ত নির্দেশিকা মেনে আগামীকাল থেকে চারটি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বাসের যাত্রীসংখ্যা 20 জনের বেশি না করার পাশাপাশি বিধিনিষেধ মেনেই বাস চালানো হবে বলে জানিয়েছেন শ্রমিক সংগঠনের শীর্ষ নেতৃত্ব । বাসগুলি রায়গঞ্জ-ডালখোলা, রায়গঞ্জ-বিন্দোল, রায়গঞ্জ-ফতেপুর ও রায়গঞ্জ-ইটাহার চেকপোস্ট পর্যন্ত চলবে ।

Four bus services started from Raiganj depot
রায়গঞ্জ ডিপো থেকে চারটি বাস পরিষেবা চালু
author img

By

Published : May 7, 2020, 9:41 PM IST

রায়গঞ্জ, 7মে : আগামীকাল উত্তরবঙ্গ পরিবহন নিগমের রায়গঞ্জ ডিপো থেকে চারটি রুটের সরকারি বাস চালানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ । বাসগুলি রায়গঞ্জ-ডালখোলা, রায়গঞ্জ-বিন্দোল, রায়গঞ্জ-ফতেপুর ও রায়গঞ্জ-ইটাহার চেকপোস্ট পর্যন্ত চলবে । সরকারি নির্দেশানুসারে বাসে ২০ জনের বেশি যাত্রী নেওয়া হবে না । সকাল সাড়ে সাতটা থেকে এই পরিষেবা চালু হবে । বাসের চালক, কনডাক্টর, খালাসি সকলের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা করবে কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠনের সদস্যরা ।

কোরোনা ভাইরাস মোকাবিলার জন্য সমস্ত গণপরিবহন ব্যবস্থা বন্ধ হওয়ার পর থেকেই উত্তরবঙ্গ পরিবহন সংস্থার বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল । তবে গ্রিনজ়োনে আন্তঃজেলা পরিবহন ব্যবস্থা চালু করার কথা বলতেই এবারে বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আজ এই বিষয়ে জেলার পরিবহন আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছে সরকারি ও বেসরকারি বাস কর্তৃপক্ষের । বেসরকারি বাস চালকেরা ভাড়া বৃদ্ধির পাশাপাশি বেশ কিছু দাবি জানিয়েছেন পরিবহন দপ্তরের আধিকারিকদের কাছে । দাবিগুলো পূরণের পরেই বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তারা । তবে সরকারি ক্ষেত্রে ভাড়া বাড়ানোর কোনো প্রশ্নই নেই । সমস্ত নির্দেশিকা মেনে আগামীকাল থেকে চারটি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বাসের যাত্রীসংখ্যা 20 জনের বেশি না করার পাশাপাশি বিধিনিষেধ মেনেই বাস চালানো হবে বলে জানিয়েছেন শ্রমিক সংগঠনের শীর্ষ নেতৃত্ব ।

এই বিষয়ে রায়গঞ্জ ডিপোর তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা কৌশিক দে বলেন, ‘‘আমরা কাল থেকে জেলায় বাস পরিষেবা চারটি রুটে চালু করছি । সরকারি নিয়ম মেনেই ২০ জন করে যাত্রী তোলা হবে । চালকসহ বাকিদের সুরক্ষা ব্যবস্থা প্রদান করা হবে ।’’

রায়গঞ্জ, 7মে : আগামীকাল উত্তরবঙ্গ পরিবহন নিগমের রায়গঞ্জ ডিপো থেকে চারটি রুটের সরকারি বাস চালানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ । বাসগুলি রায়গঞ্জ-ডালখোলা, রায়গঞ্জ-বিন্দোল, রায়গঞ্জ-ফতেপুর ও রায়গঞ্জ-ইটাহার চেকপোস্ট পর্যন্ত চলবে । সরকারি নির্দেশানুসারে বাসে ২০ জনের বেশি যাত্রী নেওয়া হবে না । সকাল সাড়ে সাতটা থেকে এই পরিষেবা চালু হবে । বাসের চালক, কনডাক্টর, খালাসি সকলের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা করবে কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠনের সদস্যরা ।

কোরোনা ভাইরাস মোকাবিলার জন্য সমস্ত গণপরিবহন ব্যবস্থা বন্ধ হওয়ার পর থেকেই উত্তরবঙ্গ পরিবহন সংস্থার বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল । তবে গ্রিনজ়োনে আন্তঃজেলা পরিবহন ব্যবস্থা চালু করার কথা বলতেই এবারে বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আজ এই বিষয়ে জেলার পরিবহন আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছে সরকারি ও বেসরকারি বাস কর্তৃপক্ষের । বেসরকারি বাস চালকেরা ভাড়া বৃদ্ধির পাশাপাশি বেশ কিছু দাবি জানিয়েছেন পরিবহন দপ্তরের আধিকারিকদের কাছে । দাবিগুলো পূরণের পরেই বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তারা । তবে সরকারি ক্ষেত্রে ভাড়া বাড়ানোর কোনো প্রশ্নই নেই । সমস্ত নির্দেশিকা মেনে আগামীকাল থেকে চারটি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বাসের যাত্রীসংখ্যা 20 জনের বেশি না করার পাশাপাশি বিধিনিষেধ মেনেই বাস চালানো হবে বলে জানিয়েছেন শ্রমিক সংগঠনের শীর্ষ নেতৃত্ব ।

এই বিষয়ে রায়গঞ্জ ডিপোর তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা কৌশিক দে বলেন, ‘‘আমরা কাল থেকে জেলায় বাস পরিষেবা চারটি রুটে চালু করছি । সরকারি নিয়ম মেনেই ২০ জন করে যাত্রী তোলা হবে । চালকসহ বাকিদের সুরক্ষা ব্যবস্থা প্রদান করা হবে ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.