ETV Bharat / state

হিলি সীমান্ত দিয়ে 4 বাংলাদেশি কিশোরকে ফেরাল ভারত

author img

By

Published : Oct 25, 2019, 3:15 PM IST

বালুরঘাট ও রায়গঞ্জের হোম থেকে হিলি সীমান্ত থেকে চার বাংলাদেশিকে ফেরাল ভারত ।

চার বাংলাদেশী

হিলি, 25 অক্টোবর : বালুরঘাটের শুভায়ন হোম পরিদর্শনে এসে বাংলাদেশের মন্ত্রী জানিয়েছিলেন দ্রুত বাংলাদেশি কিশোরদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে । প্রথম ধাপেই যে সকলকে একসঙ্গে পরিবারের হাতে তুলে দেওয়া যাবে না সেটাও তিনি জানিয়েছিলেন । গতকাল চারজন বাংলাদেশি কিশোরকে ফিরিয়ে দিল ভারত । এরমধ্যে তিনজন বালুরঘাট শুভায়ন হোম ও একজন রায়গঞ্জ হোমের কিশোর । গতকাল সকালে হিলির অভিবাসন চেকপোস্ট দিয়ে বাংলাদেশী কিশোরদের পরিবারের হাতে তুলে দেয় ভারতীয় আধিকারিকরা । এদিন জিরো পয়েন্টে উপস্থিত ছিলেন ভারতীয় অভিবাসন চেকপোস্টের OC শিপ্রা রায়, হোম সুপার দাওয়া দরজি শেরপা এবং বাংলাদেশের OC আলতাব হোসেনসহ সকলের পরিবার ।

জানা গেছে, চারজন কিশোর বিভিন্ন সময়ে হিলি সীমান্ত দিয়ে প্রবেশ করে ৷ একজন রায়গঞ্জ এবং বাকি তিনজন দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ । চারজনের একজন এক বছর তিন মাস এবং বাকি দু'জনকে এক বছর চার মাস করে শুভায়ন হোমে রাখা হয়েছিল ৷ এরপর দুই দেশের মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষে গতকাল দেশে ফিরল কিশোররা ৷ এখনও বালুরঘাট শুভায়ন হোমে 16 জন বাংলাদেশি কিশোর রয়েছে । তাদেরও নিজের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে বলে হোম কর্তৃপক্ষ জানিয়েছে ।

কিশোরদের মধ্যে কেউ কাশ্মীরে বাবার কাছে যাওয়ার জন্য, কেউ আত্মীয়ের বাড়িতে, আবার কেউ কাজের সন্ধানে হিলি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে । তাদেরই আটক করার পর হোমে রাখা হয়েছিল । এবিষয়ে বালুরঘাট শুভায়ন হোমের সুপার দাওয়া দরজি শেরপা জানান, বর্তমানে বালুরঘাটের শুভায়ন হোমে 16 জন বাংলাদেশী নাবালক রয়েছে । আজ বালুরঘাট শুভায়ন হোমে থাকা তিনজন ও উত্তর দিনাজপুরের এক কিশোরকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় । দু'দেশের হাই কমিশনের মাধ্যমে এদেরকেও ফেরত পাঠানো হবে ৷ কয়েকজনের নথি তৈরি হচ্ছে আর কয়েকজনের জন্য প্রস্তুতি চলছে ।

দেখুন ভিডিয়ো

হিলি, 25 অক্টোবর : বালুরঘাটের শুভায়ন হোম পরিদর্শনে এসে বাংলাদেশের মন্ত্রী জানিয়েছিলেন দ্রুত বাংলাদেশি কিশোরদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে । প্রথম ধাপেই যে সকলকে একসঙ্গে পরিবারের হাতে তুলে দেওয়া যাবে না সেটাও তিনি জানিয়েছিলেন । গতকাল চারজন বাংলাদেশি কিশোরকে ফিরিয়ে দিল ভারত । এরমধ্যে তিনজন বালুরঘাট শুভায়ন হোম ও একজন রায়গঞ্জ হোমের কিশোর । গতকাল সকালে হিলির অভিবাসন চেকপোস্ট দিয়ে বাংলাদেশী কিশোরদের পরিবারের হাতে তুলে দেয় ভারতীয় আধিকারিকরা । এদিন জিরো পয়েন্টে উপস্থিত ছিলেন ভারতীয় অভিবাসন চেকপোস্টের OC শিপ্রা রায়, হোম সুপার দাওয়া দরজি শেরপা এবং বাংলাদেশের OC আলতাব হোসেনসহ সকলের পরিবার ।

জানা গেছে, চারজন কিশোর বিভিন্ন সময়ে হিলি সীমান্ত দিয়ে প্রবেশ করে ৷ একজন রায়গঞ্জ এবং বাকি তিনজন দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ । চারজনের একজন এক বছর তিন মাস এবং বাকি দু'জনকে এক বছর চার মাস করে শুভায়ন হোমে রাখা হয়েছিল ৷ এরপর দুই দেশের মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষে গতকাল দেশে ফিরল কিশোররা ৷ এখনও বালুরঘাট শুভায়ন হোমে 16 জন বাংলাদেশি কিশোর রয়েছে । তাদেরও নিজের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে বলে হোম কর্তৃপক্ষ জানিয়েছে ।

কিশোরদের মধ্যে কেউ কাশ্মীরে বাবার কাছে যাওয়ার জন্য, কেউ আত্মীয়ের বাড়িতে, আবার কেউ কাজের সন্ধানে হিলি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে । তাদেরই আটক করার পর হোমে রাখা হয়েছিল । এবিষয়ে বালুরঘাট শুভায়ন হোমের সুপার দাওয়া দরজি শেরপা জানান, বর্তমানে বালুরঘাটের শুভায়ন হোমে 16 জন বাংলাদেশী নাবালক রয়েছে । আজ বালুরঘাট শুভায়ন হোমে থাকা তিনজন ও উত্তর দিনাজপুরের এক কিশোরকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় । দু'দেশের হাই কমিশনের মাধ্যমে এদেরকেও ফেরত পাঠানো হবে ৷ কয়েকজনের নথি তৈরি হচ্ছে আর কয়েকজনের জন্য প্রস্তুতি চলছে ।

দেখুন ভিডিয়ো
Intro:হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশী ৪ কিশোরকে তুলে দেওয়া হল পরিবারের হাতে।।

হিলি, ২৪ অক্টোবর: বালুরঘাটের শুভায়ন হোম পরিদর্শনে এসে বাংলাদেশের মন্ত্রী জানিয়েছিলেন দ্রুত বাংলাদেশী কিশোরদের তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। অবশেষে চারজন বাংলাদেশী কিশোর'কে প্রত্যাপর্ণ করল ভারত সরকার। এরমধ্যে তিনজন বালুরঘাট শুভায়ন হোম ও একজন রায়গঞ্জ হোমের কিশোর। বৃহস্পতিবার সকালে হিলির ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশী কিশোরদের তাদের পরিবারের হাতে তুলে দেয় ভারতীয় আধিকারিকরা। এদিন জিরো পয়েন্টে উপস্থিত ছিলেন ভারতীয় ইমিগ্রেশন চেকপোস্টের ওসি শিপ্রা রায়, হোম সুপার দাওয়া দরজি শেরপা এবং বাংলাদেশের ওসি আলতাব হোসেন সহ কিশোর গুলির পরিবার।

জানা গেছে, চারজন কিশোর বিভিন্ন সময়ে হিলি সীমান্ত দিয়ে প্রবেশ করে একজন রায়গঞ্জ এবং বাকি তিনজন দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। চারজনের একজন এক বছর তিন মাস এবং বাকি দু'জনকে এক বছর চার মাস করে শুভায়ন হোমে থাকার পর দুই দেশের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার প্রত্যাপর্ণ করা হল ভারত সরকার তরফে। এখনও বালুরঘাট শুভায়ন হোমে ১৬ জন বাংলাদেশি কিশোর রয়েছে। তাদের নিজের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে বলে হোম কর্তৃপক্ষ সূত্রে খবর।

এদিকে রায়গঞ্জে আটক করা কিশোর আরিফ হোসেন(১২) ভারতসেবা আশ্রমে এক বছর ১৪ দিন থাকার পরে বাংলাদেশে প্রত্যাপর্ণ করা হয়। এরা কেউ কাশ্মীরে বাবার কাছে যাবার জন্য, কেউ আত্মীয় বাড়িতে আবার কেউ কাজের সন্ধানে হিলি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। আটক হওয়ার পর দুই দেশের মধ্যে সমস্ত জটিল প্রক্রিয়া সম্পন্ন করে নির্দিষ্ট নথিপত্র তৈরি করে বৃহস্পতিবার প্রত্যাপর্ণ করা হয় দুই দেশের ভারপ্রাপ্ত আধিকারিকদের উপস্থিতে।

এবিষয়ে বালুরঘাট শুভায়ন হোমের সুপার দাওয়া দরজি শেরপা জানান, বর্তমানে বালুরঘাটের শুভায়ন হোমে এখনো ষোলো (১৬)জন বাংলাদেশী নাবালক রয়েছে। আজ বালুরঘাট শুভায়ন হোমে থাকা তিনজন ও উত্তর দিনাজপুরের এক কিশোরকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দু'দেশের হাই কমিশনের মাধ্যমে এদেরকেও ফেরত পাঠানো হবে৷ কয়েকজনের নথি তৈরি হচ্ছে আর কয়েকজনের জন্য প্রস্তুতি চলছে।Body:Balurghat Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.