ETV Bharat / state

flower sellers panic over lockdown: ফের লকডাউন হলে বন্ধ হবে ব্যবসা, আতঙ্কে ফুল বিক্রেতারা - ফুলবিক্রেতাদের আতঙ্ক

কোভিড সংক্রমণ বৃদ্ধির (covid surge in bengal) কারণে ফের লকডাউন ঘোষণা করা হলে বন্ধ হবে ব্যবসা ৷ এই আতঙ্কে ভুগছেন রায়গঞ্জের ফুল বিক্রেতারা (flower sellers panic over lockdown)৷

flower-sellers-get-panic-over-lockdown-fear-amid-covid-surge-in-bengal
ফের লকডাউন হলে বন্ধ হবে ব্যবসা, আতঙ্কে ফুলবিক্রেতারা
author img

By

Published : Jan 9, 2022, 7:11 PM IST

রায়গঞ্জ, 9 জানুয়ারি: বিগত কয়েক মাস আগে করোনার প্রকোপে বহু অনুষ্ঠান বাতিল হয়েছে । পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর বিভিন্ন অনুষ্ঠানে গাঁদা ফুলের চাহিদা বাড়ে । নানা পুজো, অনুষ্ঠান উপলক্ষে ফের রোজগার করছেন রায়গঞ্জ শহরের গাঁদা ফুলের ব্যবসায়ীরা । কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ের প্রকোপ দেখে তাঁরা আবারও প্রমাদ গুনছেন । যে হারে করোনার সংক্রমণ বেড়ে চলেছে, তাতে আবার লকডাউনের আশঙ্কা (lockdown fear in bengal) করছেন তাঁরা । আর লকডাউন হলেই বন্ধ হয়ে যাবে তাঁদের ফুলের ব্যবসা । আতঙ্কে দিন কাটছে রায়গঞ্জ (North dinajpur news) শহরের মোহনবাটি বাজার এলাকার ফুল ব্যবসায়ীদের ।

দুর্গাপুজো থেকে শুরু করে সমস্ত পুজো এবং শীতকালীন উৎসব, বিবাহ-সহ নানা সামাজিক বা সরকারি ও বেসরকারি অনুষ্ঠানে গাঁদা ফুলের চাহিদা রয়েছে । মূলত রায়গঞ্জ শহরের মোহনবাটি বাজার এলাকায় নেতাজি সুভাষ রোডে ফুটপাথের গাঁদা ফুলের ব্যবসায়ীরা এই অনুষ্ঠানগুলির ফুলের চাহিদা মেটান । সেই রোজগার দিয়েই সংসার প্রতিপালন করেন তাঁরা ।

আরও পড়ুন: Corona Update in India : লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, সংক্রমণের হার ছাড়াল 10 শতাংশ

কিন্তু বিগত দিনগুলিতে কয়েক দফায় করোনা সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে লকডাউন চলায় বন্ধ হয়ে গিয়েছিল নানা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান ৷ বন্ধ ছিল সরকারি ও বেসরকারি অনুষ্ঠানও । ফলে টান পড়ে গাঁদা ফুলের ব্যবসায় ৷ এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবারও মানুষ স্বাভাবিক জীবনে ফেরা শুরু করে । আবারও গাঁদা ফুলের পসরা সাজিয়ে ব্যবসা শুরু করেন রায়গঞ্জের ফুল ব্যবসায়ীরা ।

আতঙ্কে ফুলবিক্রেতারা

কিন্তু এবার করোনার তৃতীয় ঢেউয়ে রোজ বাড়ছে সংক্রমণ । প্রতিদিন রাজ্য তথা দেশজুড়ে হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন । ফলে আবারও সিঁদুরে মেঘ দেখছেন ফুটপাথের ছোট ছোট ফুল ব্যবসায়ীরা । রাজ্যে ফের লকডাউন ঘোষণা করা হলে, আবারও রোজগার বন্ধ হবে - এই আশঙ্কায় দিন কাটছে ফুল ব্যবসায়ীদের ৷

আরও পড়ুন : Bharat Biotech On Covaxin Booster Dose : করোনার সকল প্রজাতি প্রতিরোধে সক্ষম কোভ্যাক্সিন বুস্টার ডোজ, জানাল ভারত বায়োটেক

রায়গঞ্জ, 9 জানুয়ারি: বিগত কয়েক মাস আগে করোনার প্রকোপে বহু অনুষ্ঠান বাতিল হয়েছে । পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর বিভিন্ন অনুষ্ঠানে গাঁদা ফুলের চাহিদা বাড়ে । নানা পুজো, অনুষ্ঠান উপলক্ষে ফের রোজগার করছেন রায়গঞ্জ শহরের গাঁদা ফুলের ব্যবসায়ীরা । কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ের প্রকোপ দেখে তাঁরা আবারও প্রমাদ গুনছেন । যে হারে করোনার সংক্রমণ বেড়ে চলেছে, তাতে আবার লকডাউনের আশঙ্কা (lockdown fear in bengal) করছেন তাঁরা । আর লকডাউন হলেই বন্ধ হয়ে যাবে তাঁদের ফুলের ব্যবসা । আতঙ্কে দিন কাটছে রায়গঞ্জ (North dinajpur news) শহরের মোহনবাটি বাজার এলাকার ফুল ব্যবসায়ীদের ।

দুর্গাপুজো থেকে শুরু করে সমস্ত পুজো এবং শীতকালীন উৎসব, বিবাহ-সহ নানা সামাজিক বা সরকারি ও বেসরকারি অনুষ্ঠানে গাঁদা ফুলের চাহিদা রয়েছে । মূলত রায়গঞ্জ শহরের মোহনবাটি বাজার এলাকায় নেতাজি সুভাষ রোডে ফুটপাথের গাঁদা ফুলের ব্যবসায়ীরা এই অনুষ্ঠানগুলির ফুলের চাহিদা মেটান । সেই রোজগার দিয়েই সংসার প্রতিপালন করেন তাঁরা ।

আরও পড়ুন: Corona Update in India : লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, সংক্রমণের হার ছাড়াল 10 শতাংশ

কিন্তু বিগত দিনগুলিতে কয়েক দফায় করোনা সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে লকডাউন চলায় বন্ধ হয়ে গিয়েছিল নানা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান ৷ বন্ধ ছিল সরকারি ও বেসরকারি অনুষ্ঠানও । ফলে টান পড়ে গাঁদা ফুলের ব্যবসায় ৷ এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবারও মানুষ স্বাভাবিক জীবনে ফেরা শুরু করে । আবারও গাঁদা ফুলের পসরা সাজিয়ে ব্যবসা শুরু করেন রায়গঞ্জের ফুল ব্যবসায়ীরা ।

আতঙ্কে ফুলবিক্রেতারা

কিন্তু এবার করোনার তৃতীয় ঢেউয়ে রোজ বাড়ছে সংক্রমণ । প্রতিদিন রাজ্য তথা দেশজুড়ে হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন । ফলে আবারও সিঁদুরে মেঘ দেখছেন ফুটপাথের ছোট ছোট ফুল ব্যবসায়ীরা । রাজ্যে ফের লকডাউন ঘোষণা করা হলে, আবারও রোজগার বন্ধ হবে - এই আশঙ্কায় দিন কাটছে ফুল ব্যবসায়ীদের ৷

আরও পড়ুন : Bharat Biotech On Covaxin Booster Dose : করোনার সকল প্রজাতি প্রতিরোধে সক্ষম কোভ্যাক্সিন বুস্টার ডোজ, জানাল ভারত বায়োটেক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.