ETV Bharat / state

উত্তর দিনাজপুরের দুই প্রান্তে ছেলেধরা সন্দেহে 5 জনকে গণপিটুনি - five suspects are beaten by locals

ছেলেধরা সন্দেহে একইদিনে রায়গঞ্জ ও চোপড়ায় মোট পাঁচজনকে গণপিটুনি দিল স্থানীয়রা ৷ আহতরা মুর্শিদাবাদের বাসিন্দা ৷

চোর সন্দেহে পিটানো হয় সাপুড়িয়াদের
author img

By

Published : Sep 8, 2019, 10:47 AM IST

রায়গঞ্জ, 8 সেপ্টেম্বর : উদ্দেশ্য ছিল নিছকই খেলা দেখিয়ে মনোরঞ্জন করা ৷ কিন্তু খেলা দেখানোর জন্য যে পরিচয়পত্র লাগে, তা জানা ছিল না ৷ তবে পরিচয়পত্র দেখানোর পরও তিন সাপুড়িয়াকে ছেলেধরা সন্দেহে মারধর করা হয় ৷ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ডালখোলার ঘটনা ৷ অন্যদিকে, চোপড়ায় শাড়ি বিক্রি করতে এসে গণপিটুনি খেলেন দুই কাপড় ব্যবসায়ী ৷ তাঁদের উদ্ধার করতে যাওয়া পুলিশের জিপেও ভাঙচুর চালায় স্থানীয়রা ৷ আহতরা মুর্শিদাবাদের বাসিন্দা ৷

গতকাল সকালে রাজু সাপুড়িয়া, শ্যাম সাপুড়িয়া ও অক্ষয় সাপুড়িয়া সাপের খেলা দেখাতে রায়গঞ্জের ডালখোলা এলাকায় যান ৷ ডালখোলা এলাকার কলেজ মোড়ের পাশে যেতেই স্থানীয়রা তাঁদের পরিচয়পত্র দেখতে চান । কয়েকজন জানান, ওই এলাকায় সম্প্রতি একটি শিশু হারিয়ে যায় ৷ তারপর থেকেই এলাকায় বাইরের কোনও লোক এলেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয় ৷ ওই তিন সাপুড়িয়াকে এলাকা ছাড়ার কথাও বলা হয় ৷ সেইমতো এলাকা ছাড়ার সময় হঠাৎই স্থানীয়দের একাংশ তাঁদের পথ আটকে মারধর শুরু করে ৷ ওই তিন সাপুড়িয়াদের বক্তব্য, তাঁরা নিজেদের আধার কার্ড দেখানোর পরেও স্থানীয়দের একাংশ তাঁদের উপর চড়াও হয় ৷ মাটিতে ফেলে তাঁদের মারধর করা হয় ৷ গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ ৷ স্থানীয়রা পুলিশের জিপেও হামলা চালায় ৷ কোনও রকমে ওই সাপুড়িয়াদের উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখানেই তিন সাপুড়িয়া চিকিৎসাধীন ৷

আর পড়ুন : মোবাইল ছিনতাইকারীদের তাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ যুবক

অন্যদিকে, গতকাল চোপড়ার রামগঞ্জে শাড়ি বিক্রি করতে যান মুর্শিদাবাদের জঙ্গিপুরের মহম্মদ মামুদ হুসেন ও জুনাইদ শেখ । সেখানে তাঁদের বাইক আটকে প্রথমে জিজ্ঞাসাবাদ শুরু করে স্থানীয়রা ৷ তারপর তাঁদের কাছে থাকা শাড়ির পুঁটলি, নগদ পাঁচ হাজার টাকা, দু'টি মোবাইল ছিনিয়ে নেয় স্থানীয়রা ৷ শাড়ি বিক্রেতা মহম্মদ মামুদ হুসেন বলেন, ছেলেধরা সন্দেহে তাঁদের গণধোলাই দেন স্থানীয়রা৷ খবর পেয়ে তাঁদের উদ্ধার করতে ঘটনাস্থানে গেলে পুলিশের গাড়িতে হামলা চালায় স্থানীয়রা ৷ জেলার দুই প্রান্তে গণপিটুনির ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি ৷ দু'টি ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷

রায়গঞ্জ, 8 সেপ্টেম্বর : উদ্দেশ্য ছিল নিছকই খেলা দেখিয়ে মনোরঞ্জন করা ৷ কিন্তু খেলা দেখানোর জন্য যে পরিচয়পত্র লাগে, তা জানা ছিল না ৷ তবে পরিচয়পত্র দেখানোর পরও তিন সাপুড়িয়াকে ছেলেধরা সন্দেহে মারধর করা হয় ৷ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ডালখোলার ঘটনা ৷ অন্যদিকে, চোপড়ায় শাড়ি বিক্রি করতে এসে গণপিটুনি খেলেন দুই কাপড় ব্যবসায়ী ৷ তাঁদের উদ্ধার করতে যাওয়া পুলিশের জিপেও ভাঙচুর চালায় স্থানীয়রা ৷ আহতরা মুর্শিদাবাদের বাসিন্দা ৷

গতকাল সকালে রাজু সাপুড়িয়া, শ্যাম সাপুড়িয়া ও অক্ষয় সাপুড়িয়া সাপের খেলা দেখাতে রায়গঞ্জের ডালখোলা এলাকায় যান ৷ ডালখোলা এলাকার কলেজ মোড়ের পাশে যেতেই স্থানীয়রা তাঁদের পরিচয়পত্র দেখতে চান । কয়েকজন জানান, ওই এলাকায় সম্প্রতি একটি শিশু হারিয়ে যায় ৷ তারপর থেকেই এলাকায় বাইরের কোনও লোক এলেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয় ৷ ওই তিন সাপুড়িয়াকে এলাকা ছাড়ার কথাও বলা হয় ৷ সেইমতো এলাকা ছাড়ার সময় হঠাৎই স্থানীয়দের একাংশ তাঁদের পথ আটকে মারধর শুরু করে ৷ ওই তিন সাপুড়িয়াদের বক্তব্য, তাঁরা নিজেদের আধার কার্ড দেখানোর পরেও স্থানীয়দের একাংশ তাঁদের উপর চড়াও হয় ৷ মাটিতে ফেলে তাঁদের মারধর করা হয় ৷ গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ ৷ স্থানীয়রা পুলিশের জিপেও হামলা চালায় ৷ কোনও রকমে ওই সাপুড়িয়াদের উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখানেই তিন সাপুড়িয়া চিকিৎসাধীন ৷

আর পড়ুন : মোবাইল ছিনতাইকারীদের তাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ যুবক

অন্যদিকে, গতকাল চোপড়ার রামগঞ্জে শাড়ি বিক্রি করতে যান মুর্শিদাবাদের জঙ্গিপুরের মহম্মদ মামুদ হুসেন ও জুনাইদ শেখ । সেখানে তাঁদের বাইক আটকে প্রথমে জিজ্ঞাসাবাদ শুরু করে স্থানীয়রা ৷ তারপর তাঁদের কাছে থাকা শাড়ির পুঁটলি, নগদ পাঁচ হাজার টাকা, দু'টি মোবাইল ছিনিয়ে নেয় স্থানীয়রা ৷ শাড়ি বিক্রেতা মহম্মদ মামুদ হুসেন বলেন, ছেলেধরা সন্দেহে তাঁদের গণধোলাই দেন স্থানীয়রা৷ খবর পেয়ে তাঁদের উদ্ধার করতে ঘটনাস্থানে গেলে পুলিশের গাড়িতে হামলা চালায় স্থানীয়রা ৷ জেলার দুই প্রান্তে গণপিটুনির ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি ৷ দু'টি ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷

Intro:রায়গঞ্জ, ০৭ সেপ্টেম্বরঃ- ছেলেধরা সন্দেহে একইদিনে উত্তর দিনাজপুর জেলার দুই জায়গায় মোট পাচজনকে গণপিটুনি দিল স্থানীয়রা।একদিকে ডালখোলায় তিন সাপুড়িয়ালে গণপিটুনি দিল এলাকাবাসী।অন্যদিকে চোপড়ার রামগঞ্জে দুই ফেরিওয়ালাকে গণপিটুনি দিল এলাকাবাসী। উল্লেখযোগ্য বিষয় এই ছয়জনের বাড়িই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে। তাদের উদ্ধার করতে আসা পুলিশ জিপেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।গুরুতর জখম অবস্থায় ডালখোলা তিন সাপুড়িয়াকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে ভর্তি করেছে পুলিশ।অন্যদিকে,চোপড়ার আহতদের ভর্তি করা হয়েছে ইসলামপুর মহকুমা হাসপাতালে।জখমদের চিকিৎসা চলছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মুর্শিদাবাদ থেকে শনিবার সকালে রাজু সাপুড়িয়া, শ্যাম সাপুড়িয়া ও অক্ষয় সাপুড়িয়া ডালখোলা এলাকায় সাপ খেলা দেখাতে গিয়েছিল। ডালখোলা এলাকার কলেজ মোড়ের পাশের একটি এলাকায় তারা যেতেই সেখানকার এলাকাবাসী তাদের পরিচয়পত্র দেখতে চায়।সেখানকার কিছু বাসিন্দা তাদের জানায় যে ওই এলাকায় সম্প্রতি কোনো শিশু হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল।তার পর থেকেই সেখানে বাইরের লোক গেলেই তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।তাদেরকে এলাকা ছাড়ার কথাও বলা হয়।সেইমতো ওই এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় চেষ্ঠা করতেই হঠাৎ সেখানকার একাংশের বাসিন্দা তাদের পথ আটকায়।তিন সাপুড়িয়ার দাবী, তারা তাদের আধার কার্ড দেখানোর পরেও হঠাৎই তাদের উপর গ্রামবাসীর একাংশ চড়াও হয়।বিভিন্ন অস্ত্রসস্ত্র সহ তারা ওই সাপুড়িয়াদের উপর হামলা চালায়।মাটিতে ফেলেও তাদের উপর বেধরক মারধর করা হয়।তাদের গণপিটুনি দেওয়া হচ্ছে এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌছায় পুলিশ।তবে উত্তেজিত জনতা তখন পুলিশের জিপের ওপরও হামলা চালায়।শেষমেশ কোনরকমে ওই সাপুড়িয়াদের উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে। অন্যদিকে,মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে মহঃ মামুদ হুসেন ও জুনাইদ শেখ রামগঞ্জ এলাকায় শাড়ি বিক্রি করতে যায়।সেখানে তাদের বাইক আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে স্থানীয়রা।তারপর তাদের কাছে থাকা শাড়ির পুটলি, নগদ পাচহাজার টাকা,দুটি মোবাইল ফোন ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ।তাদের ব্যাপক গণপিটুনি দেয় স্থানীয়রা।এখানেও তাদের উদ্ধার করতে যাওয়া গাড়ির উপর হামলা চালানোর অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে ঊঠেছে।দুটি ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

ডালখোলায় আক্রান্ত সাপুড়িয়া অক্ষয় সাপুড়িয়া বলেন,আমরা ডালখোলা এলাকায় সাপ খেলা দেখতে গেলে হঠাৎ আমাদের ওপর স্থানীয়রা চড়াও হয়।বেধড়ক মারধর করা হয়েছে আমাদের।আমাদের উদ্ধার করতে গিয়ে পুলিশের গাড়ির ওপরও হামলা চলেছে।

অন্যদিকে,চোপড়ায় আক্রান্ত মহঃ মামুদ হুসেন বলেন,আমাদের রাস্তায় দাড় করিয়ে হঠাৎ আমাদের ওপর বেধড়ক মারধর শুরু করে এলাকাবাসী। তাদের সন্দেহ ছিল যে আমরা ছেলেধরা। তাই আমাদের ওপর হামলা চালায় তারা।

বাইট-- অক্ষয় সাপুড়িয়া ও মহঃ মামুদ হুসেন।

তারক চক্রবর্তী, রায়গঞ্জ।। Body:AkgConclusion:Akv
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.