রায়গঞ্জ, 5 অক্টোবর : জেলায় অতিবৃষ্টির ফলে হেক্টরের পর হেক্টর জমি চলে গিয়েছে জলের তলায় । চরম সমস্যায় পড়েছেন কৃষকরা । ক্ষতিপূরণ দিতে কোনও আগ্রহ দেখাচ্ছে না প্রশাসন । এই অভিযোগে জেলার কৃষি আধিকারিকের দপ্তরের বিক্ষোভ দেখাল সারা ভারত কৃষক সভা । পচে যাওয়া ধানের বীজ তুলে নিয়ে এসে দপ্তরের বাইরে পোঁতা হয় ।
আজ কর্ণজোড়া বাসস্ট্যান্ড এলাকায় ধীরে ধীরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা এসে জড়ো হতে থাকেন । এরপর মিছিল করে কৃষি আধিকারিকের দপ্তরে আসে তারা । সেই সময়ে দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন না । এরপরই বিক্ষোভ ফেটে পড়েন কৃষক সভার সদস্যরা । তাঁদের দাবি, শাসকদল বা অন্য দলের সদস্যরা যখন সেখানে যান তখন আধিকারিকরা অফিসেই থাকেন ৷
জেলা বামফ্রন্ট চেয়ারম্যান অপূর্ব পাল বলেন, ‘‘চোপড়া থেকে ইটাহার বিস্তীর্ণ এলাকায় কৃষি জমি বর্তমানে জলের তলায় রয়েছে । প্রচন্ড সমস্যায় রয়েছেন কৃষকরা । কোনওভাবেই প্রশাসনের শীর্ষ আধিকারিকরা এই বিষয়ে কোনও পদক্ষেপ করছেন না । আমরা এর প্রতিবাদ এবং তাঁদের সঙ্গে দেখা করে সমস্যা সমাধানের চেষ্টা করতে এসেছিলাম । কিন্তু তাঁরা দপ্তরে নেই । এমন অন্যায় কাজ কোনওভাবেই আমরা মেনে নিতে পারছি না । আমরা শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যমে এর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করছি । তবে কৃষকদের যদি সমস্যার সুরাহা না হয় আগামীতে বড়সড় আন্দোলনে নামব আমরা ।’’