রায়গঞ্জ, 4 জুন: বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত 275 জন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় একহাজার যাত্রী। এখন পর্যন্ত 187 জন যাত্রীকে শনাক্ত করা সম্ভব হয়নি। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার পূর্ব প্রসাদপুর গ্রামে আঞ্জারুল হক নামে এক যুবকের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় আতঙ্কিত পরিবার। ছেলের সঙ্গে যোগাযোগ করতে চেয়েও বিফল হয়েছে পরিবার ৷ ফলে কপালে চিন্তার ভাঁজ ক্রমশ বাড়ছে ৷
আঞ্জারুলের ছবি সঙ্গে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবির সাদৃশ্য থাকায় তাঁর পরিবারের কাছে ছুটে গিয়েছেন বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার। বাসুদেববাবু বলেন, "বেঙ্গালুরু থেকে ফিরছিল আঞ্জারুল ৷ সেই দিনই ট্রেন দুর্ঘটনাটা ঘটেছে ৷ তারপর থেকে তাঁর সঙ্গে কোনওরকম যোগাযোগ করা যাচ্ছে না। কি অবস্থায় রয়েছে তার কোনও সঠিক তথ্য পরিবারের কাছে নেই। আচমকা সোশাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হবার পর পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন। সেই ছবি দেখে আমরাও খোঁজখবর নিতে এসেছি ৷"
ইতিমধ্যেই আঞ্জারুলের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার আশ্বাস দিয়েছেন বিজেপি জেলা সভাপতি। অন্যদিকে, সোশাল মিডিয়ার ছবির সঙ্গে আঞ্জারুলের ছবির মিল থাকায় কান্নায় ভেঙে পড়েছেন বাড়ির সদস্যরা। আঞ্জারুলের বাবা মহবুল হক বলেন," এই কয়েকদিন ছবিটা ঘুরে বেড়াচ্ছে ৷ আমার ছেলের সঙ্গে এই ছবির মিল রয়েছে ৷ কিন্তু মন থেকে মানতে পারছি না ৷ কিছু বুঝতেও পারছি না ৷ প্রশাসনের তরফ থেকে সবরকম খোঁজখবর নেওয়ার চেষ্টা চলছে ৷ এখন ভগবানই ভরসা ৷"
আরও পড়ুন: ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় নিখোঁজের খোঁজে পরিবারের সদস্যরা, প্রশাসনের কাছে সাহায্যের আর্তি
উল্লেখ্য, গত পাঁচমাস আগে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার পূর্ব প্রাসাদপুর গ্রামের বাসিন্দা মহবুল হকের ছেলে আঞ্জারুল হক রাজমিস্ত্রীর কাজ করতে বেঙ্গালুরু গিয়েছিলেন। গত 1 জুন বাড়ি ফেরার উদ্দেশ্যে ট্রেনে রওনা দিয়েছিলেন। 3 জুন বাড়িতে আসার কথা ছিল। ট্রেনে উঠে পরিবারের সঙ্গে আঞ্জুরুলের কথাও হয়েছিল। 2 তারিখ রাতেই বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। তারপর থেকে আর খোঁজ মেলেনি আঞ্জারুল হকের ৷